ফের লাগাতার ছুটির ঘোষণা নবান্নের! তবে কিছু অফিস খোলা থাকবে, দেখুন বিস্তারিত – Nabanna Holiday Announced

ফের লাগাতার ছুটির ঘোষণা নবান্নের! তবে কিছু অফিস খোলা থাকবে, দেখুন বিস্তারিত - Nabanna Holiday Announced

Nabanna Holiday : রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এল দারুণ খুশির খবর। জুন মাসের শেষের দিকে এসে নবান্ন থেকে টানা ছুটির ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে শুরু হতে চলেছে এই ছুটি, যা সপ্তাহান্তের সঙ্গে মিলিয়ে দীর্ঘ ব্রেক এনে দিচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জীবনে।

এই বিশেষ ছুটির ঘোষণা পেয়ে খুশির হাওয়া বইছে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে। শুধু কর্মচারীরা নন, স্কুল পড়ুয়া এবং সাধারণ মানুষরাও এই সময়ের ছুটিকে ঘিরে নানা পরিকল্পনায় মেতে উঠতে চলেছেন।

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

 Nabanna Holiday Announced

কবে থেকে ছুটি? দেখুন বিস্তারিত সময়সূচি

নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুন শুক্রবার রথযাত্রা উপলক্ষে রাজ্যে সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে। এর পরের দিন, অর্থাৎ ২৮ জুন হচ্ছে শনিবার এবং ২৯ জুন রবিবার – সাপ্তাহিক ছুটি হিসেবে অফিস-আদালত বন্ধ থাকবে।

ছুটির তালিকা এক নজরে:

  • 📅 ২৭ জুন (শুক্রবার): রথযাত্রা উপলক্ষে ছুটি
  • 📅 ২৮ জুন (শনিবার): সাপ্তাহিক ছুটি
  • 📅 ২৯ জুন (রবিবার): সাপ্তাহিক ছুটি

সুতরাং, শুক্রবার থেকে শুরু করে টানা তিন দিন সরকারি কর্মীরা ছুটি উপভোগ করতে চলেছেন।

৩০ জুন এবং ১ জুলাই: বিশেষ আপডেট

  • ৩০ জুন সোমবার: স্বাভাবিক অফিস চলবে। তবে অনেকেই অফিসে উপস্থিতির ফাঁকে ছুটি কাটানোর পরিকল্পনাও করতে পারেন বলে মনে করা হচ্ছে।
  • ১ জুলাই মঙ্গলবার: এদিকে ডাক্তার দিবস উপলক্ষে রাজ্য সরকার ইতিমধ্যেই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। ওই দিন দুপুর ২ টো থেকে রাজ্যের অধিকাংশ সরকারি দফতর বন্ধ থাকার ঘোষণা জারি করা হয়েছে।

অর্থাৎ এই ছুটি সপ্তাহের শেষে কর্মীদের জন্য একটা দীর্ঘ আরামদায়ক সময় এনে দিচ্ছে।

সরকারি কর্মীদের খুশির হাওয়া

নবান্নের এই নতুন ছুটির তালিকা প্রকাশের পর সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। অনেকে ছুটির এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবার নিয়ে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনাও করছেন। আবার কেউ হয়তো বন্ধুদের সঙ্গে শহরের আশেপাশে সময় কাটাতে চান বলে জানা গিয়েছে।

সরকারি কর্মচারীদের মধ্যে বেশিরভাগই বলছেন, “এমন সময়ে এই টানা ছুটি খুব দরকার ছিল। সাপ্তাহিক ছুটি তো ছিলই, তার সঙ্গে শুক্রবারের ছুটি যুক্ত হওয়ায় এবার বেশ খানিকটা রিফ্রেশ হয়ে কাজের জায়গায় ফিরতে পারব আমরা।”

স্কুলপড়ুয়াদের জন্যও আনন্দের খবর

শুধু অফিস কর্মীদের জন্য নয়, অনেক স্কুলেও রথযাত্রা উপলক্ষে শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে। ফলে পড়ুয়াদের জন্যও তিন দিনের ছুটির সুযোগ হাতে এসেছে।
পরিবারের সঙ্গে সময় কাটানো বা ছুটি কাটাতে যাওয়ার জন্য এই সময়টা একেবারেই উপযুক্ত হতে পারে।

ছুটি হলেও জরুরি পরিষেবা চালু থাকবে

যদিও রাজ্য সরকারের অধিকাংশ দফতর বন্ধ থাকবে, তবে কিছু জরুরি পরিষেবাগুলি যেমন – হাসপাতাল, ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন, পরিবহন ব্যবস্থা – যথারীতি খোলা থাকবে এবং সেগুলির কাজ স্বাভাবিক থাকবে বলে উল্লেখ করা হয়।

কেন এত গুরুত্ব পাচ্ছে রথযাত্রা?

রথযাত্রা পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান উৎসব হিসেবে পালিত হয়। এই দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টানার ঐতিহ্য বহু বছর ধরে চলে আসছে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় এই উৎসব অত্যন্ত ধুমধাম করে পালিত হয়ে থাকে।

শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, রথের মেলাও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অঙ্গও বটে। এই দিনটিতে হাজার হাজার মানুষ মেলায় অংশগ্রহণ করে থাকেন এবং রথ টানার মাধ্যমে ভগবানের আশীর্বাদ লাভ করেন বলে বিশ্বাস করেন।

যারা ছুটি পাবে না

নবান্নের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স, কলকাতা এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ, কলকাতা এই বিশেষ ছুটির আওতায় আসছে না বলে স্পষ্ট জানানো হয়। এই দুটি দফতরে কাজ চলবে স্বাভাবিক নিয়মে।

তবে বাকি প্রায় সমস্ত দফতর এবং বিদ্যালয় এই তিন দিনের ছুটি উপভোগ করবে।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button