সরকারি স্কিমে মাসিক পাবেন ৯,০০০ টাকা! আসুন হিসেব দেখে নেওয়া যাক – Post Office Monthly Income Scheme
ভারতীয় ডাক বিভাগের মাসিক ইনকাম স্কিম, ঘরে বসে মাসিক টাকা তুলতে পারবেন। কীভাবে আবেদন করবেন দেখেনিন। নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল।
Post Office Monthly Income Scheme : বর্তমান যুগে চাকরির খবর কিংবা ব্যবসা নিরাপত্তা আয় সকলেই চাই। বর্তমানে সকলে চাই বাড়ি বসে কিভাবে মোটা অংকের টাকা পাওয়া যায় এদিক-ওদিক নানা আইডিয়া খোঁজাখুঁজি করে। অনেকে আবার এমন রয়েছে যারা নিজের পুঁজি কথা ইনভেস্ট করে ঝুকিহীন ভাবে জীবন কাটাতে পারেন তার সম্পর্কে নানা আইডিয়া খুঁজছেন। কেননা বর্তমান যুগে কোন একটি জায়গায় টাকা সঞ্চয় করে রাখা বিরাট ঝুঁকিপূর্ন। তাই আপনার জন্য আজকে এমন স্কিম নিয়ে এসেছি যেখানে আপনি বাড়ি বসে মান্থলি টাকা পেতে পারেন। তবে অবশ্যই এই স্কিমে কিছু নিয়ম কানুন রয়েছে। Post Office Monthly Income Scheme

বর্তমানে আমরা সকলে জানি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিহীন সংস্থা হল ভারতীয় পোস্ট বিভাগ। ভারতীয় পোস্ট বিভাগের মাধ্যমে এখন সবচেয়ে সুনিশ্চিত ভাবে টাকা জমা করা যায়। শুধু তাই নয় এক্ষেত্রে বর্তমানে ব্যাংকের থেকেও বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান যুগে অনেকেই চাই যে তাদের কষ্টের টাকা যেন ঝুকিহীন ভাবে এবং ভালো রিটার্ন সমেত সরকারি সংস্থায় রাখতে পারে। তাইতো তাদের জন্য অন্যতম ভারতের গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা হল ভারতীয় পোস্ট অফিস।
ভারতীয় পোস্ট অফিস মারফত বর্তমানে অনেক ধরনের স্কিম নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে আপনি একবার ইনভেস্ট করলে আসল তো থাকবেই তার পাশাপাশি আপনি বাড়ি বসে মাসে মাসে পেয়ে যাবেন চাকরির সমতুল্য টাকা। এবার ভারতের পোস্ট অফিসের এমন এক স্কিম সম্পর্কে বলতে চাচ্ছি যাকে নাম দেওয়া হয়েছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম।
জেনে নেওয়া যাক পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম সম্পর্কে :
ভারতীয় পোস্ট অফিসের অন্যতম গুরুত্বপূর্ণ স্কিম হল মাসিক ইনকাম স্কিম। এই স্কিমের মাধ্যমে আপনি ঢুকিয়ে এভাবে আপনার জমানোর অর্থ থেকে প্রতিমাসে ঘরে বসে একটি ফিক্স এমাউন্ট পেতে পারেন। এক্ষেত্রে প্রতি বছরে ৭.৪ শতাংশ হারে সুর দেওয়া হয় এবং আপনার টাকার উপর ভিত্তি করে আপনি প্রতি মাসে এর সুদ বাবদ মাসের টাকা পেতে পারেন।
এই স্কিমের হিসেব দেখে নেওয়া যাক :
এই সিমে আপনার জমা করা রাশির উপর নির্ভর করবে আপনি কত টাকা মাসে পাবেন। যদি আপনি এককালীন ৫ লক্ষ টাকা জমা করে থাকেন তাহলে প্রতি মাসে ৩০৮৩ টাকা পেতে পারেন,এছাড়া যদি আপনার এককালীন জমা করার রাশি হয় সাত লক্ষ টাকা তাহলে প্রতি মাসে ৪৩১৭ টাকা পাবেন। ঠিক একই ভাবে যদি আপনার এককালীন জমা করা অর্থ নয় লক্ষ টাকা হয় তাহলে প্রতি মাসে ৫৫৫০ টাকা পাবেন। আর যদি আপনি ১৫ লক্ষ টাকা জমা করে তাহলে প্রতি মাসে ৯৩২০ টাকা পেতে পারেন।
কিভাবে পোস্ট অফিসের এমন অ্যাকাউন্ট খোলা যায় :
যদি আপনি পোস্ট অফিসের এইচ স্কিম আপনার টাকা ইনভেস্ট করতে চান এবং মাসিক সুবিধা নিতে চান তাহলে আপনাকে নিকটবর্তী পোস্ট অফিসের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। এর জন্য আপনার বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর এবং অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। পাশাপাশি সমস্ত প্রয়োজনে ডকুমেন্টস এর জেরক্স কপি নিয়ে উপস্থিত থাকতে হবে।
এছাড়াও পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আপনাকে নিকটবর্তী পোস্ট অফিস শাখায় গিয়ে কথা বলে জেনে নিতে হবে। আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করেছি তাই বিস্তারিত তথ্য কেবল পোস্ট অফিস এর দ্বারাই দেওয়া সম্ভব।
Read More :মোবাইল দিয়ে ঘরে বসে আয় ৫০-৬০ হাজার! বেকার কিংবা চাকরিজীবি সবার জন্য – Online Income Idea