মাত্র ৬ হাজারে হবেন লাখপতি! পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জানুন – Post Office RD Scheme
Post Office RD Scheme : আমরা সকলে জানি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা এবং নির্ভরশীল ও ঝুঁকিহীন সংস্থা হল ভারতীয় পোস্ট অফিস। যেখানে আপনি টাকা জমা রাখলে নির্দ্বিধায় ব্যাংক থেকেও বেশি পরিমাণে রিটার্ন পেতে পারেন। পোস্ট অফিসের এমন কিছু স্কিম রয়েছে যেখানে আপনি অতি সহজেই নিজের টাকা দ্বিগুনো করতে পারেন। তবে অবশ্যই সেই স্কিম গুলির কিছু নিয়মবিধি রয়েছে। আসুন পোস্ট অফিসের এমন কিছু স্ক্রিন সম্পর্কে জেনে নেওয়া যাক যার মাধ্যমে আপনি মাত্র ৬০০০ টাকা জমা রেখে লাখপতি হতে পারেন। এই প্রতিবেদনে নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল। Post Office RD Scheme

আমরা সকলেই জানি যদি কেউ বিনিয়োগ করতে চাই তাহলে এর জন্য অনেকগুলি অপশন রয়েছে। ব্যাংক সহ বিভিন্ন ধরনের সংখ্যাগুলিতে বিনিয়োগ করে আপনি ভালো রিটার্ন পেতে পারেন এটা না বললেই নয়। কিন্তু অনেকে চাই ঝুকিহীন গ্যারান্টি রিটার্ন পেতে। অনেকের মতে পোস্ট অফিসে এমন এক সংস্থা যার মাধ্যমে জমা করা রাশি ঝুকিহীন ভাবে রাখা যায় এবং গ্যারান্টি সহকারে পরবর্তীতে রিটার্ন পাওয়া যায়।
এমন কিছু ব্যাংকের স্কিম রয়েছে যেখানে আপনি নির্দ্বিধায় টাকা রেখে ভালো রিটার্ন পেতে পারেন, এমন কিছু ব্যাংকের স্কিম থাকে যেখানে আপনি টাকা জমা করে ভালো রিটার্ন পেতে পারেন এবং গ্যারান্টি সহকারেও সে রিটার্ন আপনার হাতে আসতে পারে। যেমনটা বলা যায় ব্যাংকের ফিক্স ডিপোজিট স্কিম। সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট স্কিম এর মাধ্যমে আপনার পরিবারের কোনো প্রবীর নাগরিকের দ্বারাই এই স্কিমের সুবিধা নিতে পারেন।
সেই স্কিম করে নির্দ্বিদাই ভালো হলেও পোস্ট অফিসের মুদ্রাস্ফিতি স্কিমের সঙ্গে এই স্কিম গুলি পাল্লা দিতে পারেনা। পোস্ট অফিসের এই স্কিমের মাধ্যমে আপনি অল্প পরিমাণ টাকা করে বিনিয়োগ করে অল্প দিনেই বড় অংকের টাকা জমাতে পারেন তাও আবার ঝুকিহীন ভাবে। যদিও বিভিন্ন ব্যাংকগুলি ডিপোজিট স্কিম দিয়ে থাকে তবে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম একটি অন্য ধরনের স্কিম। যেখানে কেন্দ্র সরকার কর্তৃত 6.7% হারে সুদ দেওয়া হয়ে থাকে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম এর ম্যাচুরিটি হয়ে থাকে পাঁচ বছরের। তবে এক্ষেত্রে তিন বছরেও টাকা তোলা যায়। এই স্কিমের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একটি ঝুঁকিহীন এবং নিরাপদে টাকা রাখার স্কিম।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের সুবিধা আরো একটি হলো এর মাধ্যমে এই স্কিম চলাকালীন ঋণ নিতে পারেন। এই স্কিমের মাধ্যমে ১২টি কিস্তি জমা হওয়ার পর জমা হওয়ার রাশির ৫০ শতাংশের উপর ঋণ নিতে পারেন সেই ব্যক্তি। এই ঋণ এককালীন কিংবা কিস্তিতেও শোধ করা যায়। তবে এই ঋণের সুদ হবে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমের থেকে দুই শতাংশ বেশি।
এপ্রিল মাসে ফের গ্যাসের দামে পতন, দেখুন আপনার শহরে কত – LPG Gas Cylinder Price
এবার প্রশ্ন হল কিভাবে ৬০০০ টাকা জমা করে লাখপতি হওয়া যায় :
আমরা আগে উল্লেখ করেছি পোস্ট অফিস একাডেমিক ডিপোজিট স্কিম হল পাঁচ বছরের জন্য। অর্থাৎ এই স্কিমের ম্যাচুরিটি হয় পাঁচ বছরে। এবার যদি আপনি প্রতি মাসে ৬০০০ টাকা করে জমা করেন এবং এটি পাঁচ বছর জমা করে থাকেন তাহলে। পাঁচ বছর সমান ৬০ মাস ধরে ৬০০০ টাকা করে জমা করলে মোট জমা টাকার পরিমান হয় ৩,৬০,০০০ টাকা। এরপর ছয় পয়েন্ট সাত শতাংশ হারে সুদ দিয়ে মোট টাকার অঙ্ক হবে ৪,৪৫,৪৪৬ টাকা।
ফ্রী রেশন সঙ্গে মিলবে ১০০০ টাকা, রেশন কার্ডের নিয়মে আমূল পরিবর্তন – WB Ration Card New Update