পোস্ট অফিসের টাকা ডাবল স্কিম! দারুণ সুবিধা, থাকতে হবে এই যোগ্যতা – Post Office Scheme
Post Office Scheme: বর্তমানে পোস্ট অফিসে ইন্সুরেন্স করার ক্ষেত্রে সকলেই অধিক আগ্রহী। কারণ পোস্ট অফিসে ইন্সুরেন্স করা অনেক সহজ এবং ঝুঁকি কম। এছাড়াও ভারত সরকার বর্তমানে সাধারণ মানুষের কথা চিন্তা করে বেশ কয়েকটি জনপ্রিয় লাইফ ইন্সুরেন্সের সূচনা করেছেন। এই লাইফ ইন্সুরেন্স গুলির মধ্যে অন্যতম হলো পোস্ট অফিসের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (PLI)।
এখানে খুব কম প্রিমিয়াম জমা দিয়ে মেয়াদ শেষে মোটা অঙ্কের রিটার্ন পাওয়া সম্ভব। পাশাপাশি আয়কর আইনের ৮০সি ধারায় ট্যাক্স বেনিফিটও পাওয়া যায়। তাই বর্তমানে পোস্ট অফিস লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ PLI বীমা দিকে সাধারণ জনগন ঝুকছেন। তাই আপনারা ইন্স্যুরেন্স করার পূর্বে লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ PLI বীমা সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন। আজকের প্রতিবেদনে আমরা ভারতীয় ডাক বিভাগের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করতে চলেছি।

PLI ইন্স্যুরেন্স:
পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (PLI) হলো ভারতীয় ডাক বিভাগের একটি জীবনবীমা ও সঞ্চয় ভিত্তিক স্কিম। যেখানে প্রিমিয়াম কম, বোনাস বেশি এবং নিরাপত্তা নিশ্চিত থাকে কারণ এটি ভারত সরকার পরিচালিত। এটি ভারতের ডাক অধিদপ্তর (Department of Posts) পরিচালিত এবং Government of India দ্বারা গ্যারান্টিযুক্ত। আগে এই প্রকল্পের জন্য শুধু সরকারি কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে এখন এই প্রকল্পের সুবিধা ভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে।
পূর্বে এই প্রকল্প নির্দিষ্ট কিছু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল তবে বর্তমানে প্রকল্পের সুবিধা ভোগির সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। এখন নিচের ব্যক্তিরা PLI নিতে পারেন- কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী। PSU (Public Sector Undertaking) কর্মচারী। সরকারি/স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী। ব্যাংকের কর্মচারী। ডাক বিভাগ ও রেলওয়ে কর্মচারী। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী। ডিফেন্স সার্ভিসেস। কিছু ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী প্রভৃতি।
আবেদন যোগ্যতা:
Postal Life Insurance (PLI) ইন্সুরেন্সে সকলে আবেদন জানাতে পারবেন না। এখানে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিচয় পত্র হিসেবে যাবতীয় নথিপত্র থাকতে হবে। আবেদনকারীর বয়স নূন্যতম ১৯ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে।
লাভের পরিমাণ:
পিএলআই এর ক্ষেত্রে ন্যূনতম ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমা করা যায়।
আরপিএলআই এর ক্ষেত্রে ন্যূনতম ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা সম্ভব। এই প্রকল্পে একজন ৩০ বছর বয়সী ব্যক্তি যদি ১০ লক্ষ টাকার বিমা করেন তাহলে ৩০ বছর পর অর্থাৎ উক্ত ব্যক্তির যখন ৬০ বছর হবে তখন বিমান রিটার্ন হিসেবে মোট ২৬ লক্ষ টাকা পাবেন।
৩০ বছরে 16 লক্ষ টাকা লাভবান হতে পারবেন। এছাড়াও এই পলিসি চলাকালীন আবেদনকারী চাইলে নমিনেশন পরিবর্তন, লোন নেওয়ার সুবিধা, পলিসি সারেন্ডার এবং ভারতের যেকোনো পোস্ট অফিসে পলিসি ট্রান্সফার করার সুবিধা রয়েছে। এছাড়াও যে সমস্ত গ্রাহকেরা ৬ মাসের প্রিমিয়াম অগ্রিম জমা দেবেন তাদের ১% শতাংশ এবং যারা ১২ মাসের প্রিমিয়াম অগ্রিম জমা দিবেন তাদের ২% ছাড় বা রিবেট প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি:
তাই যে সমস্ত ব্যক্তিরা বিনিয়োগের নিরাপদ মাধ্যম খুঁজছেন তারা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (PLI) বিনিয়োগ করতে পারেন। এখানে বিনিয়োগ করতে গেলে আপনাদের নিকটবর্তী ডাক বিভাগে যোগাযোগ করতে হবে। ডাক বিভাগে পৌঁছে উক্ত বিম সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে পারেন। পোস্ট অফিসের এই স্কিমটি বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের অন্যতম সেরা উদাহরণ। বিশেষ করে নতুন নিয়মে গ্রাজুয়েটদের অন্তর্ভুক্ত করার ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত সদস্যরাও এখন পিএলআই এর সুবিধা গ্রহণ করতে পারবেন।