SBI দিচ্ছে ৫০,০০০ পর্যন্ত আশা স্কলারশিপ, ১৫ নভেম্বর শেষ তারিখ – SBI Asha Scholarship 2025

State Bank Of India Asha Scholarship 2025 : ছাত্র ছাত্রীরা পাবেন ৫০,০০০ পর্যন্ত আর্থিক সুবিধা

SBI Asha Scholarship 2025: ছাত্র-ছাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২৫ সালে SBI তাদের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদন করছে। এই স্কলারশিপ মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে, স্নাতক অথবা দেশের বাইরে লেখাপড়ার উদ্দেশ্যে যারা যেতে চান তাদের সকলকেই প্রদান করা হবে। তাই আপনি বা আপনার আশেপাশে কেউ যদি মেধাবী থেকে থাকে এবং আর্থিক দিক থেকে অসচ্ছল হয়ে থাকে তবে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে ২০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ।

২০২৫ সালে SBI তাদের প্ল্যাটিনাম জুবিলি অর্থাৎ ৭৫তম বার্ষিকী পালন করতে চলেছে। সেই উপলক্ষেই এই বৃহৎ শিক্ষাবৃত্তি কর্মসূচি ঘোষণা করেন। স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

সম্পর্কিত পোস্ট

রাজ্যের সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! কড়া বার্তা কমিশনের, না মানলে বিপদ- WB Govt Employees News

স্কলারশিপ প্রদানের উদ্দেশ্য :

ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য যে স্কলারশীপ ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপ প্রদানের প্রধান উদ্দেশ্যই হল অসচ্ছল অথচ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষায় আর্থিক সহায়তা প্রদান। ভারতবর্ষের এমন বহু মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে যারা অর্থের অভাবে তাদের লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পারছেন না। তাই ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে এক স্কলারশিপের আয়োজন করা হয়েছে। যার ফলে দেশের দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে বিশেষভাবে সহায়ক হবে।

আবেদন যোগ্যতা :

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে স্কলারশিপ প্রদানের ব্যবস্থা করা হয়েছে, এখানে আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে। যথা- আবেদনকারী ভারতের নাগরিক (Indian Citizen) হতে হবে। এছাড়াও আবেদনকারীকে পূর্ববর্তী শিক্ষাবর্ষে অন্তত ৭৫% নম্বর বা ৭.০ CGPA নিয়ে পাশ করতে হবে। পরিবারের বার্ষিক আয় কম থাকতে হবে। স্কুল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষের নিচে থাকতে হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষের নিচে থাকতে হবে।

আর্থিক সুবিধা :

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, এখানে আবেদনকারী স্কুলের ছাত্র-ছাত্রীদের সর্বনিম্ন ১৫,০০০ থেকে সর্বোচ্চ ৫০,০০০ পর্যন্ত বার্ষিক স্কলারশিপ প্রদান করা হবে।
স্নাতক ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৫০,০০০ – ১,০০,০০০ টাকার স্কলারশিপ প্রদান করা হবে।
স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের ১,০০,০০০ – ৫,০০,০০০ স্কলারশিপ প্রদান করা হবে। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদের ন্যূনতম ৫,০০,০০০ – ২০,০০,০০০ টাকা স্কলার্শিপ প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি :

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফেজি স্কলারশিপ প্রদান করা হবে এই আবেদন প্রক্রিয়াস অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্ব প্রথমে অফিসিয়াল পোর্টাল যেতে হবে https://sbifoundation.in অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে Platinum Jubilee Asha Scholarship 2025 অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীকালে Apply Now বাটনে ক্লিক করতে হবে। এপ্লাই নাও অপশনে ক্লিক করলেই আপনার সামনে আবেদনের একটি ফর্ম খুলে যাবে। এবার সেই ফর্মে উল্লেখিত প্রয়োজনীয় তথ্য পূরণ করে নথিপত্র আপলোড করতে করে Submit করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড করে রাখতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্ট প্রয়োজন, যথা-
১. সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
২. আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে (আধার / প্যান / ভোটার) প্রভৃতি আইডি প্রুফ।
৩. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যথা-
মার্কশিট (শেষ পরীক্ষার) এবং সার্টিফিকেট।
৪. আবেদন কারীর বার্ষিক আয় এর প্রমাণপত্র হিসেবে ইনকাম সার্টিফিকেট।
৫. ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস প্রভৃতি।

আবেদন শেষ তারিখ :

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া যারা অংশগ্রহণ করতে চান তারা ইংরেজি ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবে। এই আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৫।‌ এই স্কলারশিপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।

আরও পড়ুন

মহিলারা পাবেন মাসিক ৭,০০০ টাকা! সরকারের এই প্রকল্পের খোঁজ জানেন তো? - Government Scheme

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button