কাজ বা পড়াশোনার পাশাপাশি ইনকাম, মাসে গেলে ২৫,০০০+ আয় – Side Income Idea

Side Income Idea: বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে। ঘরে বসে শুধুমাত্র একটি স্মার্ট মোবাইল ফোনের সাহায্যে অতি সহজেই কয়েক হাজার টাকা উপার্জন করতে পারবেন। আপনারা ফুলটাই অথবা পার্ট টাইম হিসেবেও এই কাজটি করতে পারবেন। তাই আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন অথবা বিজনেস ম্যান অতি সহজেই চাকরি অথবা ব্যবসার পাশাপাশি ঘরে বসেই কাজটি করে নিতে পারবেন। আজকের প্রতিবেদনে অর্থ উপার্জনের এমনই পাঁচটি কার্যকারী উপায় নিয়ে আলোচনা করতে চলেছি, এর মধ্যে যেকোনো একটি উপায় আপনারা বেছে নিয়ে অতি সহজেই ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবেন। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে একটি কার্যকরী অর্থ উপার্জনের পদ্ধতি অবলম্বন করতে পারেন।

Side Income Idea
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট :

অর্থ উপার্জনের প্রথম মাধ্যমটি হল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার প্রভৃতি সকলে ব্যবহার করে থাকেন। একাধিক কর্মব্যস্ততার জন্য অনেকেই সোশ্যাল মিডিয়ার সঠিকভাবে পরিচালনা করতে পারেন না। সেই সকল মানুষেরা তাদের সোশ্যাল মিডিয়ার সাইটগুলো ম্যানেজমেন্টের জন্য দক্ষ কর্মী নিয়োগ করে থাকে। তাই আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ জেনে থাকেন তাহলে অতি সহজে কারো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর মাধ্যমে ঘরে বসেই কিছু অর্থ উপার্জন করতে পারবেন। এই কাজটি শুরু করার জন্য আপনার এক বা দুইটি লোকাল ব্র্যান্ডের জন্য ফ্রি কাজ করে নিজের পোর্টফোলিও তৈরি করতে হবে। এছাড়াও YouTube বা Udemy-তে এই কাজের দক্ষ বাড়াতে সোশ্যাল মিডিয়া কোর্স করতে পারেন।

সম্পর্কিত পোস্ট

রাজ্যের সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! কড়া বার্তা কমিশনের, না মানলে বিপদ- WB Govt Employees News

Amazon/Flipkart রিসেলিং :

আপনি যদি অনলাইন প্লাটফর্মে কোন পণ্য ক্রয় বিক্রয় করতে আগ্রহ থাকেন তাহলে জনপ্রিয় অনলাইন সেলিং প্লাটফর্ম গুলি যথা amazon flip card মেসোর মতো প্লাটফর্ম গুলিতে সহজেই আপনার পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন। তবে এই কাজটি করার আগে আপনার উক্ত প্লাটফর্ম গুলিতে সেলার হিসেবে একাউন্ট ওপেন করতে হবে। আর এই অ্যাকাউন্ট ওপেনের জন্য আপনার জিএসটি নাম্বার প্রয়োজন রয়েছে। এই কাজটির মাধ্যমে আপনি অতি সহজে অনলাইনের মাধ্যমে কোন দ্রব্য কেনাবেচা করতে পারবেন। এর জন্য আপনার কোন টাকা ইনভেস্ট করে দোকান অথবা ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রয়োজন নেই, কোন দ্রব্যের অর্ডার পেলে ঘরে বসেই সে পণ্য ডেলিভারি করতে পারবেন।

ইউটিউব শর্টস বা Instagram রিলস :

বর্তমানে ৮ থেকে ৮০ সকলেই ইউটিউব এবং ইনস্টাগ্রাম রিলস পেছনে সময় কাটায়। তাই আপনি যদি ইউটিউব অথবা instagram ছোট ছোট রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে গুগল এড সিন মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। আপনার যে বিষয়ে দক্ষতা রয়েছে আপনি সেই বিষয়ের উপরে ১৫ থেকে ৩০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড এর মাধ্যমেই কাস্টিং করতে পারবেন। এর জন্য আপনার একটি স্মার্টফোনের প্রয়োজন রয়েছে।

কনটেন্ট রাইটিং বা ব্লগিং :

ঘরে বসে অর্থ উপার্জনের চতুর্থ মাধ্যম টি হল কন্টেন্ট রাইটিং বা ব্লগিং। বর্তমানে অনলাইনের যুগে সমস্ত ইনফরমেশন মোবাইলে অথবা ইন্টারনেটে সার্চ করা হয়। তাই আপনি যে কোন বিষয়ে ব্লগিং বা কনটেন্ট লিখে পোস্ট করতে পারেন। পরবর্তীকালে আপনার পোস্টগুলি যত বেশি লোকের কাছে পৌঁছাবে ততই আপনার অর্থ উপার্জন করতে সহায়ক হবে। এছাড়াও আপনি যদি এই কাজে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে ব্লগ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া কনটেন্ট বা SEO আর্টিকেল এইসবের জন্য বিভিন্ন কোম্পানি ফ্রিল্যান্স রাইটার হিসেবে আপনাকে নিয়োগ করবে। আপনারা চাইলে এই কাজের জন্য Fiverr, Upwork, Freelancer, Refrens, Facebook Writing Groups ও LinkedIn প্রভৃতি সাইড ব্যবহার করতে পারেন।

অনলাইন টিউটরিং বা কোর্স বিক্রি :

করোনা মহামারীর পরবর্তী সময়ে অনলাইন টিউটরিং কোর্সের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাই আপনি যে প্রান্তেই থাকুন না কেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে অনলাইন টিভি টারনিং কোর্স বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। ইংরেজি, অঙ্ক, কোডিং, ডিজাইন বা আয়ুর্বেদ যে কোনো বিষয় হোক না কেনো, আপনি ঘরে বসেই অনলাইন টিউটরিং করতে পারেন। এর জন্য আপনার বেশি টাকা ইনভেস্টের প্রয়োজন নেই। আপনার হাতের স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে কাজটি করতে পারবেন। অনলাইনে আপনারা চাইলে YouTube চ্যানেল খুলে ভিডিও আপলোড করুন, Udemy, Teachable, বা Unacademy-তে কোর্স বানিয়ে আপলোড করে আয় করতে পারবেন। এছাড়াও Zoom বা Google Meet-এ লাইভ ক্লাস নিয়ে পৃথিবীর যে কোন প্রান্তে বসে অর্থ উপার্জন করতে পারেন।

আরও পড়ুন

SBI দিচ্ছে ৫০,০০০ পর্যন্ত আশা স্কলারশিপ, ১৫ নভেম্বর শেষ তারিখ - SBI Asha Scholarship 2025

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button