২৫টি দারুন ব্যবসা! ঘরে কিংবা বাইরে কাজ মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় -এখনই দেখেনিন – Top 25 Business Idea

বর্তমান সময়ে সেরা 25 টি ব্যবসা যা শুরু করলে আপনি মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন এবং এই কাজ ঘরে কিংবা বাইরে অথবা শিক্ষিত কিংবা অশিক্ষিত সকলেই করতে পারেন

Top 25 Business Idea:  আজকের প্রতিবেদনটি সকল ব্যবসায়ী প্রেমী ব্যক্তিদের জন্য অসাধারণ হতে চলেছে কেননা এখানে একটি দুটি নয় এক লাগাতার 25টি ব্যবসা সম্পর্কে দেওয়া রয়েছে। ঘরে বসে থেকে শুরু করে মার্কেট কিংবা বড় বাজারে যেকোনো জায়গায় এই সমস্ত ব্যবসা গুলির মধ্যে যেকোনো একটি পছন্দ করে আপনি করতে পারেন। সব থেকে বড় কথা হল এই ব্যবসা গুলি প্রতিটি সহজ সাফল্য যোগ্য। তাই আপনি এই ব্যবসা গুলি দেখে নিয়ে নিজের কাজে লাগাতে পারেন এবং আপনার পাশাপাশি বাড়ির কেউ ব্যবসা সম্পর্কে আইডিয়া চাইলে এগুলি দিতে পারেন।আসুন তাহলে আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক

১. কন্টেন্ট ক্রিয়েশন এজেন্সি ব্যবসা

বর্তমানে যারা ভিডিও এডিটিং, লেখালেখি বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট জানেন, তারা খুব কম পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারেন। ক্লায়েন্ট প্রতি মাসে ₹৫,০০০-₹৫০,০০০ পর্যন্ত পারিশ্রমিক দিয়ে লাজ করতে পারেন।

Table of Contents

সম্পর্কিত পোস্ট

রাজ্য সরকার দিচ্ছে ব্যবসা করতে টাকা, ভর্তুকি ১০ শতাংশ সঙ্গে সরকারি গ্যারেন্টার, কীভাবে দেখুন - WBBCC Scheme 2025

২. ইউটিউব চ্যানেল / শর্টস তৈরি

এক্ষেত্রে একটি মোবাইল ক্যামেরা ও ইন্টারনেট থাকলেই শুরু সম্ভব। ইউটিউব মনিটাইজেশন, স্পনসরশিপ ও অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ভালো ইনকাম পড়া অসম্ভব কিছু নয়। বর্তমানে বেশিরভাগ মানুষ এখান থেকেই ভালো ইনকাম করছেন।

৩. ডিজিটাল মার্কেটিং সার্ভিস

বর্তমান সময়ে যেহেতু অনলাইন ব্যবসা চাহিদা বাড়ছে তাই SEO, Google Ads, Facebook মার্কেটিং – এসব সেবা দিয়ে ছোট ব্যবসাগুলোর অনলাইন উপস্থিতি বাড়ানো যায়। ক্লায়েন্ট প্রতি মাসে ₹১০,০০০ থেকে শুরু করে কয়েক লক্ষ টাকাও চার্জ করতে পারেন।

৪. ড্রপ সার্ভিসিং

বর্তমান সময়ে এই ব্যবসাটিও অনেক ট্রেনিংয়ে রয়েছে, এখানে আপনি ক্লায়েন্ট থেকে কাজ নেবেন, আর ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাবেন। নিজে মাঝখানে কমিশন রাখবেন। বিনিয়োগ খুবই কম, তবে যোগাযোগ ও ব্যবস্থাপনা দক্ষতা লাগবে।

৫. অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ

ইউটিউব ফেসবুক কিংবা অন্য কোন মাধ্যমে নিজের ব্লগ, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় পণ্য প্রচার করে কমিশন আয় করা যায়। সঠিক প্রোডাক্ট বেছে নিতে পারলে প্রতিদিন ভালো ইনকাম সম্ভব হয়ে থাকে।

৬. অনলাইন কোর্স তৈরি

বিশেষ করে যে বিষয়ে আপনি পারদর্শী, সেই বিষয়ে অনলাইন কোর্স বানিয়ে বিক্রি করতে পারেন। একবার কোর্স তৈরি করলে বহুবার বিক্রি করে প্যাসিভ ইনকাম করা সম্ভব হয়ে থাকে।

৭. ই-কমার্স রিসেলিং বা ড্রপশিপিং

বড় বিষয় হলো এক্ষেত্রেনিজে পণ্য না বানিয়ে, অন্যের তৈরি পণ্য বিক্রি করা যায়। পণ্য হাতে না রেখেই অনলাইন অর্ডার ও ডেলিভারির মাধ্যমে ব্যবসা পরিচালনা করা বিরাট সম্ভাবনার মুখে রয়েছে।

৮. ইভেন্ট ম্যানেজমেন্ট

বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে এই কাজের চাহিদা বেশি থাকে যেমন বিয়ে, জন্মদিন, কর্পোরেট পার্টি— এসব আয়োজনের কাজ নিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট করা যায়। এক বড় ইভেন্ট থেকেই কয়েক হাজার থেকে লাখ টাকার লাভ করতে পারেন।

৯. হ্যান্ডমেড সাবান বা ক্যান্ডল তৈরি

এই মার্কেটে যদিও অনেকে রয়েছে তবুও গুণমান ভালো রাখলে আপনার সুগন্ধি সাবান বা মোমবাতি তৈরি করে অনলাইন মার্কেটে বিক্রি করে ভালো আয় সম্ভব। প্যাকেজিং সুন্দর হলে গ্রাহক দ্রুত বাড়বে।

১০. ক্লাউড কিচেন

নতুন যুগের সঙ্গে এই ব্যবসার চাহিদা দিনে বেড়েই চলেছে। এখানে আপনি ছোট রান্নাঘর থেকেই অনলাইন ফুড ডেলিভারি শুরু করা যায়। Zomato, Swiggy-র মতো অ্যাপে যুক্ত হয়ে দৈনিক অর্ডার পেলে ভালো ইনকাম হয়ে থাকে।

১১. প্রিন্টিং ও গিফট আইটেমস

টি-শার্ট, মগ, ফ্রেমে প্রিন্ট করা পণ্যের চাহিদা সারা বছর থাকে। ছোট প্রিন্টার দিয়েই ব্যবসা শুরু করতে পারবেন।

১২. রিয়েল এস্টেট ব্রোকিং

এক্ষেত্রে বাড়ি বা ফ্ল্যাট বিক্রিতে মধ্যস্থতা করে কমিশন পাওয়া যায়। প্রাথমিকভাবে শুধু মোবাইল ও অনলাইন বিজ্ঞাপন দিয়েই শুরু করা যায়।

১৩. কোচিং ইনস্টিটিউট

করোনার পর থেকেই এই ব্যবসা চাহিদা বেশি করে বৃদ্ধি পাচ্ছে। একটি ঘরেই স্কুল বা প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং শুরু করা সম্ভব হবে। বেশি ছাত্র থাকলে মাসে ভালো আয় হতে পারে।

১৪. ফটোগ্রাফি ও ভিডিয়োগ্রাফি

শুধু একটি ক্যামেরা ও কিছু সরঞ্জাম থাকলে বিবাহ, ইভেন্ট বা প্রোডাক্ট শুট করে ইনকাম করা যায়। দক্ষতা বাড়লে বড় প্রজেক্টও আসবে পাশাপাশি ইনকাম বৃদ্ধি পাবে।

১৫. অর্গানিক ফার্মিং

বর্তমানে রাসায়নিক সার ব্যবহারের ফলে উৎপাদিত জিনিসের পরিবর্তে জৈব সবজি বা ফল উৎপাদন এখন খুব জনপ্রিয়। শহরের বাজারে ও রেস্টুরেন্টে এসব পণ্যের দামও বেশি পাওয়া সম্ভব।

১৬. পেট কেয়ার সার্ভিস

এক্ষেত্রে আপনিপোষা প্রাণীর খাবার, গ্রুমিং বা ডে-কেয়ার সার্ভিস দিয়ে ভালো ইনকাম করা সম্ভব। নিয়মিত গ্রাহক থাকলে আয় স্থায়ী হতে পারে।

১৭. ট্রাভেল প্ল্যানার ও ভিসা সার্ভিস

বর্তমান সময়ে বাইরে বেরোই না এমন লোকের খুবই অভাব রয়েছে তাই আপনি ভ্রমণ প্যাকেজ তৈরি, হোটেল বুকিং, ভিসা কাউন্সেলিং— এসব সেবা দিয়েও মাসে ₹১,০০,০০০ পর্যন্ত ইনকাম হতে পারে।

১৮. ফিটনেস ট্রেইনার

জীবনে অন্যতম অঙ্গ হলো ফিট থাকা তাই এই সময় আপনি অনলাইন বা অফলাইন ফিটনেস ট্রেনিং দিয়ে সাবস্ক্রিপশন ভিত্তিক আয় করা যায়। এতে প্রাথমিক খরচও খুব কম।

১৯. ডেটা ব্যাকআপ ও ক্লাউড সার্ভিস

ছোট ব্যবসাগুলির জন্য ডেটা স্টোরেজ ও ব্যাকআপ সার্ভিস দেওয়া যেতে পারে। মাসিক সাবস্ক্রিপশন মডেলে ধারাবাহিক ইনকাম করা সম্ভব হয়ে থাকে।

২০. ইনটেরিয়র ডিজাইন / হোম ডেকোর

সৌখিন জীবন যাপন পছন্দ করেনা এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে, বাড়ি সাজানো বা হোম স্টেজিংয়ের কাজ বর্তমানে খুব জনপ্রিয়। ভালো ডিজাইন ও উপস্থাপনা থাকলে প্রতি প্রজেক্টে মোটা আয় সম্ভব হয়ে থাকে।

২১. টয় বা বুক লাইব্রেরি

শিশুদের জন্য খেলনা ও বই ভাড়া দেওয়া একটি নতুন ব্যবসার ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে স্থায়ী আয় করা সম্ভব।

২২. লোকাল ডেলিভারি সার্ভিস

নিজস্ব বাইক বা ভ্যান নিয়ে লোকাল ডেলিভারি সার্ভিস শুরু করা সম্ভব। দ্রুত ডেলিভারি দিলে গ্রাহক বাড়বে, লাভও বাড়তে থাকবে।

২৩. ইকো-ফ্রেন্ডলি পার্টি সাপ্লাই

বর্তমান দিনে পরিবেশবান্ধব সাজসজ্জার চাহিদা বাড়ছে। বিশেষ করে উৎসব বা পার্টির সময় এই ব্যবসা থেকে বড় লাভ করা যায়।

২৪. মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট

বড়দিনের সংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা হল এটি, কেননা অ্যাপ বানানো শিখে নিজের বা ক্লায়েন্টের জন্য কাজ করা যায়। একবার জনপ্রিয় অ্যাপ তৈরি হলে ইনকাম চলতে থাকে অনেকদিন ধরে।

২৫. ফ্রিল্যান্স সার্ভিস প্ল্যাটফর্ম

যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে নিজের দক্ষতা অনুযায়ী Fiverr, Upwork-এর মতো প্ল্যাটফর্মে কাজ করে ইনকাম করা সহজ হয়ে দাঁড়িয়েছে। ঘরে বসেই বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে আয় সম্ভব।

আরও পড়ুন

ফের রাজ্য কর্মীদের বেতন বৃদ্ধি! দীপাবলিতে সুসংবাদ কর্মীমহলে। জানুন বিস্তারিত - WB Salary Hike 2025

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button