সুখবর! রাজ্যে EWS সার্টিফিকেট এখন সহজেই, এখনই এই কাজ করুন – WB EWS Certificate Online Apply

WB EWS Certificate Online Apply: স্বাধীনতার পর থেকে সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইভ এবং পরবর্তীকালে আদার্স ব্যাকওয়ার্ড কাস্ট অর্থাৎ OBC ক্যাটাগরির দের সরকারি সুযোগ সুবিধায় সংরক্ষণ প্রদান করা হয়। যাতে একটি সুসংগঠিত সমাজ গঠনে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষেরাও উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। তবে দীর্ঘদিন যাবত সংরক্ষণ প্রদানের ফলে জেনারেল ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের অবহেলার শিকার হতে হয়েছে। তাই এবার কেন্দ্র ও রাজ্য সরকারের সম্মিলিত উদ্যোগে এখন জেনারেল ক্যাটাগরির যে সমস্ত মানুষ আর্থিক দিক থেকে দুর্বল রয়েছে তাদের জন্য ‌ইকোনোমিকেলি উইকার সেকশন অর্থাৎ EWS সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করেছেন।

এই সার্টিফিকেট এর অন্তর্গত ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে এবং বিশ্ববিদ্যালয় এডমিশন থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে ১০% সিট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রীরা EWS সার্টিফিকেট সুবিধা পেতে চান তারা দ্রুত আবেদন করুন। পূর্বে EWS সার্টিফিকেট পেতে গেলে অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো এখন আর সেই জটিল পদ্ধতি নেই, বরং অনলাইন এবং অফলাইনে সহজ পদ্ধতিতে EWS সার্টিফিকেট জন্য আবেদন জানাতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু! টেট পাশ ও ডিএলএড থাকলে সুযোগ নিয়ে ফেলুন - Primary Teachers Recruitment

EWS সার্টিফিকেট কেন প্রয়োজন?

আপনাদের অনেকের মধ্যে এখন প্রশ্ন জাগতে পারে EWS সার্টিফিকেট কেন প্রয়োজন। আপনার হাতে যদি EWS ক্যাটাগরির সার্টিফিকেট থেকে থাকে তাহলে সরকারি চাকরিতে রিজার্ভেশনে ১০% সংরক্ষণ সুবিধা পাবেন। এছাড়াও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোটা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণের ১০% সুবিধা প্রদান করা হয়। ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজে অধ্যায়ন চলাকালীন স্কলারশিপ ও ফিনান্সিয়াল এইড দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদান সুবিধা রয়েছে। কেউ যদি সরকারি হাউজিং স্কিম নির্দিষ্ট হাউজিং প্রকল্পে আবেদন জানাতে চান তাহলে তাদেরও অগ্রাধিকার প্রদান করা হবে।

আবেদন যোগ্যতা:

সকল জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা EWS সার্টিফিকেট জন্য আবেদন জানাতে পারবেন না। এখানে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতা বেঁধে দেওয়া হয়েছে, যথা- আবেদনকারীর বয়স সীমা ন্যূনতম ১৮ বছর বা তার বেশি হতে হবে। General Category ছাত্র-ছাত্রীদের প্রদান করা হবে। যাদের SC/ST/OBC সার্টিফিকেট রয়েছে তারা এখানে আবেদন জানাতে পারবেন না। আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৮ লক্ষ টাকা বা তার কম থাকার জরুরী। আবেদনকারীর জমির পরিমাণ শহরে ১০০০ স্কোয়ার ফিটের কম ফ্ল্যাট, গ্রামে ৫ একরের কম কৃষিজ জমি থাকতে হবে। এছাড়াও আবেদনকারীর পরিবারে সরকারি চাকরি না থাকা ও সরকারি উচ্চপদে কর্মরত কেউ থাকলে আবেদন অযোগ্য।

আবেদন করার পদ্ধতি:

EWS সার্টিফিকেট আবেদনের দুটি পদ্ধতি রয়েছে, একটি অনলাইন অপরটি অফলাইন পদ্ধতি। অনলাইনে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে যেতে হবে https://wb.gov.in যেতে হবে। এখানে Apply for EWS Certificate অপশন নির্বাচন করতে হবে। এরপর আবেদনকারীর সামনে একটি আবেদন ফ্রর্ম আসবে, এই ফর্মে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। সবশেষে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড দিতে হবে। অফলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী কে সংশ্লিষ্ট ব্লক অর্থাৎ বিডিও অফিস থেকে EWS সার্টিফিকেট আবেদনের ফরটি সংগ্রহ করতে হবে। এবার ফর্মে উল্লেখিত সঠিক তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট স্থানে জমা করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

EWS সার্টিফিকেট আবেদনের জন্য আপনাদের নিম্নলিখিত নথিপত্র প্রয়োজন।
১. পরিচয়পত্র হিসেবে আধার কার্ড / ভোটার আইডি।
২. আবেদনকারীর ঠিকানার প্রমাণ পত্র হিসেবে রেশন কার্ড / বিদ্যুৎ বিল / জলবিল।
৩. ইনকাম শংসাপত্র সংশ্লিষ্ট পঞ্চায়েত বা BDO অফিস থেকে জারি করতে হবে।
৪. সম্পত্তির দলিল জমির পরিমাণ, ফ্ল্যাটের রেকর্ড, RoR ইত্যাদি।
৫. আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
৬. আবেদন রশিদ অনলাইন/অফলাইন আবেদন রসিদ প্রভৃতি।

পরিশেষে বলা যায় EWS সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ইতিমধ্যে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যদি কেউ জাল তথ্য বা ভুল নথি দিয়ে এর জন্য আবেদন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হবে। আবেদনের পর বিভিন্ন স্তরে স্ক্রুটিনি ও যাচাই প্রক্রিয়া চালু করা হয়েছে। সঠিক তথ্য প্রদান করলেই আপনি নিশ্চিন্তে এই সার্টিফিকেট হাতে পেতে পারেন। এছাড়া আপনি যদি ভুল তথ্য প্রদান করে অসৎ উপায়ে সার্টিফিকেট পাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া আপনারা যদি EWS সার্টিফিকেট সংক্রান্ত আরো বিস্তারিত কোন তথ্য পেতে চান তাহলে আপনার নিকটবর্তী ব্লক অর্থাৎ বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন

অ্যামাজন দিচ্ছে ঘরে বসে আয় করার সুযোগ! ৩৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম - Amazon Work From Home

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button