এপ্রিলে রাজ্য সরকারি কর্মী গোল্ডেন গিফট! আকাশে বাতাসে খুশির সংবাদ – WB Govt Employees Update 2025
WB Govt Employees Update 2025: চাকরির ব্যস্ত জীবনে একটু বিশ্রাম যেন স্বপ্নের সমান। অবশেষে সেই স্বপ্নটাই সত্যি হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য। এর কারণ, ২০২৫ সালের এপ্রিল মাসে এমন একটি ক্যালেন্ডার গঠিত হয়েছে, যেখানে আপনি টানা ৯ দিন ছুটি পেতে চলেছেন!আমরা সকলে জানি এপ্রিল মানেই বাংলা নববর্ষ, গুড ফ্রাইডে—এইসব উৎসবের আবহে সরকারি ছুটির মেলা লেগেই থাকে সব সময়। আর এবার সেই ছুটিগুলোর সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি এবং এর মাঝখানে মাত্র দুই দিন আর্নড লিভ (EL) নেওয়ার সুযোগ, যা পুরো সপ্তাহকেই করে তুলছে ছুটির প্যারাডাইস! তাহলে আসুন এই ছুটি ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা যাক।

আসুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসের ছুটির ক্যালেন্ডার (২০২৫) :
- ১৪ এপ্রিল (সোমবার): ড. বি. আর. আম্বেদকরের জন্মদিন (সরকারি ছুটি)
- ১৫ এপ্রিল (মঙ্গলবার): বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ (সরকারি ছুটি)
- ১৬ এপ্রিল (বুধবার): কর্মদিবস – তবে EL নিলে ছুটি পেতে পারেন
- ১৭ এপ্রিল (বৃহস্পতিবার): কর্মদিবস – EL নিলে টানা ছুটি নিশ্চিত
- ১৮ এপ্রিল (শুক্রবার): গুড ফ্রাইডে (সরকারি ছুটি)
- ১৯ এপ্রিল (শনিবার): সাপ্তাহিক ছুটি
- ২০ এপ্রিল (রবিবার): সাপ্তাহিক ছুটি
সোজা হিসেব – আপনি যদি শুধু ১৬ ও ১৭ এপ্রিল EL হিসেবে নেন, তাহলে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আপনার আরামই আরাম করে কেটে যাবে!
মোট ছুটি: ৯ দিন
EL নেওয়ার নিয়ম কী?
রাজ্যের যেকোনো সরকারি কর্মী বছরে নির্দিষ্ট সংখ্যক আর্নড লিভ পেয়ে থাকেন। তবে টানা ছুটি নিতে চাইলে অবশ্যই পূর্ব অনুমতি নিতে হবে। এজন্য HRMS পোর্টাল ব্যবহার করে আপনার দপ্তরের অনুমোদন নিতে হবে আগে ভাগেই।
এই ছুটি কীভাবে কাজে লাগানো যায়?
নিচে বিস্তারিত দেওয়া হল
- এই সময় একটি ফ্যামিলি ট্রিপ প্ল্যান করতে পারেন যেমন পাহাড় বাসমুদ্র কিংবা জঙ্গল ঘুরতে যেতে পারেন
- নিজের সময় কাটাতে পারেন যেমন বই পড়ে বা সিনেমা অথবা শখের কাজের মাঝে দিন কাটাতে পারেন
- অথবা দীর্ঘদিনের ক্লান্তি কাটিয়ে ঘরে বসে সময় কাটাতে পারেন
এদিকে এপ্রিল মাসে আবহাওয়াও থাকে বেশ আরামদায়ক, তাই ছোট থেকে বড় সবরকম ট্রিপের জন্য এটা আদর্শ সময় হতে পারেন। নিচে বিস্তারিত দেওয়া হল –
কেন এই ছুটির পরিকল্পনা করতে পারেন ?
একটু আগেভাগে প্ল্যান করলে আপনি এই কাজ করে সারতে পারেন:
- অনুমোদিত EL সম্পর্কীয় কাজ
- কম বাজেটে ট্যুর বুকিং করে রাখতে পারেন
- পরিবার বা প্রিয়জনদের সঙ্গে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ নিতে পারেন
- এ ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ও কর্মদক্ষতা—দুইই বাড়তে পারে
আপনি যদি একটু বুদ্ধি করে ছুটি নিতে পারেন তাহলে কর্মজীবনে ফিরে পাওয়া যাবে নতুন গতি, উদ্যম এবং শরীরে তেজ। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এপ্রিল ২০২৫ মাস যেন একটা গোল্ডেন গিফট হতে চলেছে। তাই দেরি না করে আজই ছুটির ক্যালেন্ডার খুলে নিজের পরিকল্পনা তৈরি করতে পারেন । প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন।
মাধ্যমিক পাশে পাবেন মাসিক ৫,০০০ টাকা, সঙ্গে ফ্রী চাকরির ট্রেনিং ও আরও সুবিধা – PM Internship Scheme