রাজ্যের মহিলারা পাবেন ৯,০০০ টাকা! সেবা সখি প্রকল্পে আবেদন করুন এখনই – WB Govt Scheme
রাজ্য সরকারের সেবা সখি প্রকল্পের মাধ্যমে মহিলাদের দিচ্ছে ৯,০০০ টাকা, এখনই বিস্তারিত জেনে নিন
WB Govt Scheme : রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন, এই প্রকল্প গুলির মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে রাজ্যের মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় একটি প্রকল্প হল সেবা সখি প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এর ঘোষণায় ২০২৩ সালে সেবা সখি প্রকল্পের সূচনা হয়। বর্তমানে এই সেবা সখী প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর সাথে মিলিত হয়ে মহিলাদের কর্মমুখী কাজের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলে আসছে।
যার ফলে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরতলীর মহিলারা সেবা সখী প্রকল্প (Seba Sakhi Prakalpa) মাধ্যমে সাবলম্বী হতে পেরেছেন। বর্তমানে পুনরায় সেবা সখি প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। তাই আগ্রহীরা আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে সেবা সখী প্রকল্পে অংশগ্রহণ করুন। নিম্নে সেবা সখি প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, কাজের ধরন এবং পারিশ্রমিক কি রয়েছে প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
সম্পর্কিত পোস্ট
রাজ্যের সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! কড়া বার্তা কমিশনের, না মানলে বিপদ- WB Govt Employees News
সেবা সখি প্রকল্পের লক্ষ্য :
সেবা সখি প্রকল্পটি শুধু মাত্র কর্মসংস্থান নয়, বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পটি মূলত গ্রাম বাংলার মহিলাদের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। যেখানে প্রতিটি ব্লকে মোট ২০ জনের মত সেবা সখী নিয়োগ করা হবে। যারা ব্লকের দুস্থ এবং অসুস্থ রোগীর সেবায় নিয়োজিত থাকবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের সেবা প্রদান করা। তবে দুস্থ রোগীর সেবা করা সহজ নয় তাই প্রথমে সেবা সখীদের সরকারি তরফ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পরবর্তীকালে প্রশিক্ষিত সেবা-সখিদের বিভিন্ন ব্লকে ব্লকের নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে সেবা সখী প্রকল্পটি রাজ্যের কয়েকটি জেলায় শুরু করা হলেও পরবর্তীকালে এই প্রকল্পের বিস্তার সমস্ত রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে করা হবে।
প্রকল্পে কাজের ধরন :
প্রাথমিক অবস্থায় এই প্রকল্পে মহিলাদের স্বাস্থ্য সেবা ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের সেবা প্রদানের জন্য প্রস্তুত করা হবে। প্রশিক্ষণের মধ্যে রয়েছে ব্লাড প্রেসার মাপা, ড্রেসিং, ব্যান্ডেজ করা এবং প্রাথমিক চিকিৎসার মতো দক্ষতা। প্রশিক্ষণ শেষে মহিলাদের সার্টিফিকেট প্রদান করা হবে, এই সার্টিফিকেট বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সহায়ক হবে। বিশেষ করে গ্রামীন স্বাস্থ্য কেন্দ্র এবং পোলিও সেন্টারগুলিতে কর্মসংস্থানের সহায়ক হবে।
প্রকল্পে প্রশিক্ষণ এবং ভাতার বিবরণ :
সেবা সখি প্রকল্পে যারা প্রশিক্ষণ নিতে চান তাদের প্রশিক্ষণ চলাকালীন ভাতা প্রদান করা হবে। গ্রামাঞ্চলের মহিলাদের দৈনিক ২৫০ টাকা এবং শহরাঞ্চলের মহিলাদের দৈনিক ৩০০ টাকা ভাতা দেওয়া হবে। অর্থাৎ সেবা-সখী প্রশিক্ষণকারীরা প্রতিমাসে প্রায় ৭০০০ থেকে ৯০০০ টাকার পেয়ে যাবেন। এছাড়াও প্রশিক্ষণ শেষে যেহেতু সার্টিফিকেট প্রদান করা হবে তাই সেই সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কাজের সুযোগ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :
সেবা সখি প্রকল্পে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আগ্রহীরা সরকারি ওয়েবসাইট বা স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করুন। সেখান থেকে নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের পর প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে আবেদনকারীকে সরাসরি জানানো হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বিশেষ কিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে। যেমন- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে। এছাড়াও পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক একাউন্ট এবং নূন্যতম শিক্ষাগত যোগ্যতার নথিপত্র থাকতে হবে। প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা স্থানীয় ব্লক অফিস অথবা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার সময় পেয়ে যাবেন।
সেবা সখি প্রকল্পের মাধ্যমে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা সঠিক সেবা পাবেন। এই প্রকল্পের মাধ্যমে দুস্থদের সেবা প্রদানের পাশাপাশি মহিলারা কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। প্রাথমিক ভাবে এই প্রকল্পটি উত্তর ২৪ পরগনার ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লকে শুরু করা হবে। পরবর্তীকালে ধীরে ধীরে রাজ্যের অন্যান্য জেলার ব্লকে প্রকল্পের কাজ শুরু হবে।



