ফ্রী রেশন সঙ্গে মিলবে ১০০০ টাকা, রেশন কার্ডের নিয়মে আমূল পরিবর্তন – WB Ration Card New Update

WB Ration Card New Update : জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) অন্তর্গত ভারত সরকার দেশের সাধারণ নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকেন। করোনা মহামারীর পরবর্তী সময় থেকে ভারত সরকার সম্পূর্ণ বিনামূল্যেই রেশন সামগ্রী সরবরাহ করে আসছে। এবার এই রেশন প্রকল্পে এক আমুল পরিবর্তন ঘটানো হয়েছে।

যার মাধ্যমে সরকার এবার থেকে বিনামূল্যে শুধু রেশন সামগ্রী নয় এর পাশাপাশি ১০০০ টাকা প্রদান করতে চলেছে। তাই যে সমস্ত ভারতীয় নাগরিক রেশন সামগ্রীর সুবিধা পেয়ে থাকেন তারা রেশন সামগ্রী পাশাপাশি কিভাবে ১ হাজার টাকা সুবিধা পেতে পারেন তা বিস্তারিত জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে আমরা ভারত সরকারের রেশন প্রকল্পের নতুন নিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হলো।

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

wb ration card new update

নতুন নিয়মের সুবিধা:

খাদ্য সাথী (Khadya Sathi) প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যে বর্তমানে প্রায় ১০ কোটি ৬০ লক্ষের কাছাকাছি মানুষেরা ফ্রি রেশন সামগ্রী পেয়ে থাকেন। তবে বর্তমানে রেশম সামগ্রী বিতরণে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তাই ভারত সরকার এবং রাজ্য সরকার গুলি রেশন কার্ড সরবরাহের ক্ষেত্রে একাধিক সতর্ক জারি করেছেন। এই মোতাবেক ভারত সরকার ডিজিটাল রেশন কার্ড প্রবর্তন করেন যা আধার ভিত্তিক যাচাইকরণ এবং ই-কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। যা ভারতীয় রেশন প্রকল্পে স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং জালিয়াতির সম্ভাবনা হ্রাস করবে। এই নতুন প্রকল্পের আওতায়, ভারত সরকার যোগ্য পরিবারগুলিকে প্রতি মাসে রেশন দেওয়া হবে।

এর অন্তর্গত প্রতিটি পরিবার ৫ কেজি চাল ও ৫ কেজি গম পাবে, সাথে ১ কেজি ডাল ও ১ কেজি চিনি পাবে। এছাড়াও, প্রতি মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। তাই যে সকল জনগণ সরকারের এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে চান তারা নিম্নলিখিত উপায়ে আবেদন জানাতে পারেন।

আবেদন যোগ্যতা:

সরকারের রেশন প্রকল্পের মাধ্যমে রেশন সামগ্রীর পাশাপাশি ১ হাজার টাকা পাওয়ার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। তবে এই রেশন কার্ড পাওয়ার জন্য সকলেই যোগ্য নন, এর জন্য আবেদনকারীকে কিছু মৌলিক যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। যথা- আবেদনকারীর পারিবারিক আয় দারিদ্র্যসীমার নিচে হতে হবে এবং সকল সুবিধাভোগীর জন্য আধার কার্ড বাধ্যতামূলক। আবেদনের সময় আধার কার্ড, বসবাসের শংসাপত্র, আয়ের শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে।

এপ্রিল মাসে ফের গ্যাসের দামে পতন, দেখুন আপনার শহরে কত – LPG Gas Cylinder Price

আবেদন পদ্ধতি:

উপরে উল্লেখিত সকল যোগ্যতা থাকার পর আবেদনকারীরা নতুন রেশন কার্ড পেতে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারেন। তার জন্য সর্বপ্রথম আবেদনকারীকে nfsa.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর ‘Apply for Ration Card’ বিকল্পটি নির্বাচন করতে হবে। অপশনটি বেছে নেওয়ার পর আবেদন পত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের জন্য সেখানে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ যাবতীয় তথ্য প্রদান করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সাথে প্রয়োজনীয় কিছু নথিপত্র আপলোড এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

রেশন প্রকল্পে আবেদনের কিছু দিনের মধ্যেই আপনাদের নাম রেশন তালিকায় প্রকাশিত হবে। এরপর কিছুদিনের মধ্যেই আবেদনকারীরা রেশন সুবিধা উপভোগ করতে পারবেন। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে নিকটবর্তী রেশন ডিলার অথবা ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এই নিয়ে পরবর্তী কোনো আপডেট প্রকাশিত হলে আপনাদের জানানো হবে।

বরোদা ব্যাংকে কর্মী নিচ্ছে, আবেদন করতে বিস্তারিত পড়ুন – Bank Of Baroda Job Recruitment

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button