WBFSL Recruitment 2025: রাজ্যের ২৩ জেলা থেকে ফরেনসিক বিভাগে চাকরির সুযোগ, রইল বিস্তারিত
WBFSL Recruitment 2025: এর মাধ্যমে রাজ্য জুড়ে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আবেদন জানাতে পারবেন। মহিলা বা পুরুষ সকলে আবেদনের যোগ্য হবে। যারা সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য অবশেষে দারুণ সুসংবাদ। রাজ্যের যে কোনো জায়গা থেকে আবেদন জানাতে পারবেন। মহিলা বা পুরুষ সকলে যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাত পারবেন।৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। যারা ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল

WBFSL Recruitment 2025: সংক্ষিপ্ত বিবরণ
| বিষয় | তথ্য |
|---|---|
| সংস্থার নাম | West Bengal Forensic Science Laboratory (WBFSL) |
| পদ | Scientific Officer, Scientific Assistant, Driver |
| মোট শূন্যপদ | ৮১টি |
| আবেদন পদ্ধতি | Offline |
| আবেদন শুরুর তারিখ | ১৫ ডিসেম্বর ২০২৫ |
| শেষ তারিখ | ৩০ ডিসেম্বর ২০২৫ |
| চাকরির স্থান | পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা |
| অফিসিয়াল ওয়েবসাইট | wbfsl.gov.in |
কোন কোন পদে নিয়োগ হবে
WBFSL Recruitment 2025-এর অধীনে তিনটি ভিন্ন পদে প্রার্থী নিয়োগ করা হবে।
পদভিত্তিক শূন্যপদের সংখ্যা
- Scientific Officer – ৯টি পদ
- Scientific Assistant – ৩৬টি পদ
- Driver – ৩৬টি পদ
নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার Mobile Forensic Unit-এ নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা করে নির্ধারণ করা হয়েছে।
Scientific Officer
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Forensic Science বা সমমান বিষয়ে First Class Master’s Degree থাকতে হবে।
Scientific Assistant
Forensic Science বা সমমান বিষয়ে Bachelor’s অথবা Master’s Degree প্রয়োজন।
Driver
প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ।
| পদ | মাসিক বেতন |
|---|---|
| Scientific Officer | ৩৫,৮০০ টাকা |
| Scientific Assistant | ২৮,৯০০ টাকা |
| Driver | ১৬,০০০ টাকা |
এই বেতন সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রযোজ্য।
বয়সসীমা
- সর্বোচ্চ বয়সসীমা: ৪০ বছর
- ন্যূনতম বয়সসীমা নির্দিষ্ট নয়
- সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৫
শেষ তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নির্বাচন পদ্ধতি
পদভেদে নির্বাচন প্রক্রিয়া আলাদা করা হয়েছে।
Scientific Officer ও Scientific Assistant
Forensic Aptitude and Caliber Test (FACT)
ইন্টারভিউ
Driver
ড্রাইভিং টেস্ট
ইন্টারভিউ
চূড়ান্ত মেধাতালিকার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
এই নিয়োগ সম্পূর্ণভাবে এক বছরের জন্য অস্থায়ী ও চুক্তিভিত্তিক। কাজের মান সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। একাধিক পদের জন্য আবেদন করতে চাইলে আলাদা আলাদা আবেদনপত্র জমা দিতে হবে। স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। নিয়োগের সময় Police Clearance Certificate জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো পরীক্ষার জন্য TA বা DA প্রদান করা হবে না।
কীভাবে আবেদন করবেন
প্রার্থীদের অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbfsl.gov.in থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথির Self-Attested কপি সংযুক্ত করতে হবে। খামের উপর স্পষ্টভাবে যে পদের জন্য আবেদন করছেন তা লিখতে হবে।
পূর্ণাঙ্গ আবেদনপত্র পাঠাতে হবে বা সরাসরি জমা দিতে হবে নিচের ঠিকানায়—
State Forensic Science Laboratory
37/1/2, Belgachia Road
Kolkata – 700037
কেন এই নিয়োগ গুরুত্বপূর্ণ
আমরা সকলে জানি বর্তমানে চাকরির বাজার মন্দা। তাই রাজ্য সরকারের অধীনে এই নিয়োগ অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বড় কথা হল রাজ্যের ২৩ জেলা থেকে আবেদন করার সুযোগ দেওয়া হবে। তাই যারা যোগ্য ও আগ্রহী তাদের জন্য দারুণ সুযোগ হতে চলেছে। ৩০ ডিসেম্বর এর মধ্যে আবেদন করে নিবেন।