রাজ্য বিদ্যুৎ দপ্তরে সুপারভাইজার সহ বিপুল নিয়োগ, শেষ তারিখ ২৬-০৫-২০২৫ – WBPDCL Job Recruitment 2025

রাজ্য বিদ্যুৎ দপ্তরে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে আবেদন করুন, দারুণ সুযোগ বেকার যুবক যুবতীদের জন্য

WBPDCL Job Recruitment 2025:  এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফের এক দারুন সুযোগ নিয়ে আসা গেল। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অধীনে ফের বিপুল পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি রাজ্যের বেকার প্রার্থী হন এবং রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনে নিজের কর্মসংস্থান খুঁজে নিতে চান তাহলে আপনার জন্য এটি দারুন সুযোগ হতে চলেছে। এই নিয়োগের ক্ষেত্রে আপনি সুপারভাইজার হওয়ার দারুন সুযোগও পেতে পারেন। শুধু তাই নয় এ ক্ষেত্রে আরও বহু পদে তাদের সুযোগ করে দিতে পারে আপনিও। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়া যাক যাতে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যায়।

WBPDCL Job Recruitment 2025

সম্পর্কিত পোস্ট

চাকরি কিংবা পড়াশোনা, 20,000 মাসিক ইনকাম করুন পার্ট টাইম হিসেবে - Part Time Business Idea

আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বেকার প্রার্থী হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের অধীনে চাকরি খুজে থাকেন তাহলে আপনার জন্য একটি দারুন সুযোগ চলে এলো। এবার পশ্চিমবঙ্গের থেকে খেয়ে ভালো বেতনের চাকরির সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর। এই নিয়োগের ক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকেও আবেদন জানাতে পারবেন। আসুন তাহলে এই প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগের শূন্যপদ, আবেদন পদ্ধতি, বয়স, নিয়োগ পদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত জেনে নেওয়া যাক –

 

কি কি পদে নিয়োগ করা হবে :

এক্ষেত্রে রাজ্য বিদ্যুৎ দপ্তর কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বহু ধরনের পদে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে। যেমন – এক্ষেত্রে সুপারভাইজার, ইন্সট্রাক্টর সহ আরো বেশ কয়েক ধরনের পদে আবেদনের সুযোগ দেওয়া হবে।

 

এক্ষেত্রে আবেদন করতে যোগ্যতা সমূহ :

এক্ষেত্রে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে যেহেতু বিভিন্ন পদে নিয়োগ করা হবে তাই শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে আলাদা আলাদা। এক্ষেত্রে গ্রেজুয়েট পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারনেন। এছাড়াও অন্যান্য পদে আবেদন করতে বিভিন্ন যোগ্যতা থাকতে হবে। প্রত্যেক পদ সম্পর্কে সবিস্তারে জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

বয়সসীমা : আবেদনলারীদের বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর তবে সর্বাধিক ৬৩ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। প্রত্যেক পদ সম্পর্কে বয়সসীমা সম্পর্কে জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন।

রাজ্য স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে কর্মী নিচ্ছে, সঙ্গে নিজের ব্লকে পোস্টিং – WB Health Recruitment

মাসিক বেতন :

এক্ষেত্রে যেহেতু বিভিন্ন পদে নিয়োগ করা হবে তাই প্রত্যেক পদের জন্য মাসিক বেতনও আলাদা আলাদা। নূন্যতম মাসিক বেতন শুরু হবে ৪০ হাজার থেকে এবং সর্বাধিক পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ৯৪ হাজার টাকা পর্যন্ত।

বিষয় বিস্তারিত বিবরণ
নিয়োগকারী সংস্থাপশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর
পদের নামসুপারভাইজার, ইন্সট্রাক্টর সহ একাধিক পদ
শিক্ষাগত যোগ্যতাগ্র্যাজুয়েট (নূন্যতম), অন্যান্য পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা
বয়স সীমা১৮ বছর (ন্যূনতম) – ৬৩ বছর (সর্বোচ্চ)
মাসিক বেতন₹৪০,০০০ – ₹৯৪,০০০ (পদের ভিত্তিতে পরিবর্তনশীল)
মোট জেলাপশ্চিমবঙ্গের সব ২৩টি জেলা থেকে আবেদনযোগ্য
আবেদন প্রক্রিয়াঅনলাইন
ওয়েবসাইট[সরকারি ওয়েবসাইট – বিদ্যুৎ দপ্তর] (উল্লেখ করতে হবে অফিসিয়াল ইউআরএল)
আবেদন শুরুর তারিখ৫ মে ২০২৫
আবেদনের শেষ তারিখ২৬ মে ২০২৫
প্রার্থীর করণীয়আবেদনপত্র পূরণ, ডকুমেন্ট আপলোড, ফর্ম সাবমিট ও প্রিন্ট আউট সংগ্রহ

আবেদন পদ্ধতি দেখে নেওয়া যাক :

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং অনলাইন ফর্মফিলাপ করতে হবে।

  • রাজ্য বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
  • এরপর আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে
  • এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে
  • এরপর জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে
  • এরপর অন্যান্য জরুরি তথ্য পূরণ করে ফাইনাল সাবমিট করতে হবে
  • সবশেষে প্রিন্ট আউট বের করে নিতে হবে

 

আবেদন করার তারিখ সমূহ : অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৫ মে ২০২৫ তারিখ থেকে ২৬ মে ২০২৫ তারিখ পর্যন্ত।

রাজ্যে আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন, শেষ তারিখ ০৬-০৬-২০২৫ – WB Govt UDC Recruitment

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নিবেন –

আরও পড়ুন

মমতা দিচ্ছে ফ্রীতে বছরে 60,000 টাকা! এই প্রকল্পে আবেদন কীভাবে দেখুন? WB Govt New Scheme
অফিসিয়াল নোটিশ ডাউনলোড 
অনলাইন আবেদন ক্লিক করুন 

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button