রাজ্য DA নিয়ে বিরাট আপডেট! রাজ্য কর্মীদের জন্য রয়েছে এই খবরটি

বহু প্রতীক্ষার পর আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলা। আগামী ১৪ মে, বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। একাধিকবার পিছিয়ে যাওয়া এই মামলার দিকে এবার নজর রয়েছে লক্ষাধিক রাজ্য সরকারি কর্মীর।

রাজ্য DA নিয়ে বিরাট আপডেট! রাজ্য কর্মীদের জন্য রয়েছে এই খবরটি

সম্পর্কিত পোস্ট

চাকরি কিংবা পড়াশোনা, 20,000 মাসিক ইনকাম করুন পার্ট টাইম হিসেবে - Part Time Business Idea

গত সপ্তাহেও হয়নি শুনানি

গত বুধবার (৮ মে) ছিল ডিএ মামলার নির্ধারিত শুনানির দিন। কিন্তু রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সেই দিন মামলাটি শুনানির জন্য ওঠেনি। ফলে মামলাটি ফের পিছিয়ে যায়।

কেন পিছিয়ে গেল শুনানি?

রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে আবেদন জানান মামলাটি পিছিয়ে দেওয়ার জন্য। তিনি জানান, তাঁর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা রয়েছে যেটি আগে শুনানি পেতে হবে। ফলে ডিএ মামলার শুনানি সম্ভব হয়নি।

শুনানির নতুন দিন ধার্য

দুই পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট আগামী ১৪ মে দুপুর ২টায় ডিএ মামলার শুনানির জন্য দিন ধার্য করেছে। এবার কর্মীদের আশার চোখ বুধবারের দিকে।

১৬ বার পিছিয়েছে শুনানি

এখনও পর্যন্ত ডিএ মামলাটি ১৬ বার পিছিয়েছে। এর মধ্যে ১১ বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি। রাজ্য সরকারি কর্মীদের মতে, এই বিলম্ব উদ্দেশ্যপ্রণোদিত এবং সরকার ইচ্ছাকৃতভাবে মামলা বিলম্বিত করছে।

রাজ্য সরকারের অবস্থান

ডিএ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে গিয়েছিল। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন।

সরকারি কর্মীদের দাবি

রাজ্য সরকারি কর্মীদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। কারণ তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই দায়িত্ব পালন করছেন। কিন্তু রাজ্য সরকার তাদের সেই সুবিধা দিচ্ছে না বলে অভিযোগ।

আশা ও হতাশা

ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ায় রাজ্য সরকারি কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ক্রমশ বাড়ছে। তবে এবার তারা আশাবাদী যে ১৪ মে মামলাটি শুনানির জন্য উঠবে এবং গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি হবে।

ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের প্রতীক্ষা এখনও শেষ হয়নি। ১৪ মে মামলাটি আদৌ শুনানির জন্য ওঠে কি না, এবং তার মাধ্যমে কিছু ইতিবাচক সিদ্ধান্ত আসে কি না, সেদিকেই তাকিয়ে আছেন হাজার হাজার সরকারি কর্মী।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

ডিএ মামলার পরবর্তী শুনানির দিন কখন?

সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হতে পারে ১৪ মে, বুধবার দুপুর ২টা-য়।

এখন পর্যন্ত কতবার মামলাটি পিছিয়েছে?

ডিএ মামলাটি এখনও পর্যন্ত ১৬ বার পিছিয়েছে, এবং ১১ বার তালিকাভুক্ত হলেও পূর্ণাঙ্গ শুনানি হয়নি।

কী দাবি করছেন রাজ্য সরকারি কর্মীরা?

তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের মতো হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। এই দাবিতেই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন।

 

আরও পড়ুন

মমতা দিচ্ছে ফ্রীতে বছরে 60,000 টাকা! এই প্রকল্পে আবেদন কীভাবে দেখুন? WB Govt New Scheme

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button