রাজ্যে 51 ব্লকে একসঙ্গে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বিপুল নিয়োগ! জেলা পরিষদের তরফে বিজ্ঞপ্তি – WB Govt BDO Office Job Recruitment

 WB Govt BDO Office Job Recruitment :চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর রাজ্যে পুনরায় আরেকটি জেলায় একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যের এক জেলার জেলা পরিষদের তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতে এই অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ওই জেলার ৫১ টি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতে সংশ্লিষ্ট অফিসার পদে এই নিয়োগ সম্পূর্ণ করা হবে।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যথা- পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, বয়স সীমা, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। WB Govt BDO Office Job Recruitment 

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

wb govt bdo office job recruitment

পদের নাম:

সংশ্লিষ্ট জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদে নিয়োগ করা হবে।
• HMO পদ।
• AMO পদ।

বয়স সীমা:

সংশ্লিষ্ট জেলার গ্রাম পঞ্চায়েত HMO এবং AMO পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

আবেদন যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি আবেদনকারীকে পদের জন্য সামঞ্জস্যপূর্ণ যোগ্যতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক রয়েছে।

Recruitment Type Zilla Parishad (Block Office) 
Post NameHMO & AMO
QualificationHS + Additional Qualification As Per Notification
Age LimitMaximum 50 Years
Application ProcessOnline
Application Deadline16 February

আবেদন পদ্ধতি:

আগ্রহী চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।

  • অনলাইন আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট নিম্নে উল্লেখ করা হয়েছে।
  • সেই ওয়েবসাইটে ক্লিক করে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
  • আবেদন প্রক্রিয়ার সর্বশেষে আবেদন ফি জমা করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্র গুলি প্রয়োজন রয়েছে, যথা-

  • ১. জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্ম প্রমান পত্র।
  • ২. সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট।
  • ৩. আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক প্রভৃতি।
  • ৪. আবেদনকারীর মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
  • ৫. সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
  • ৬. সংরক্ষণের সুবিধা নিতে চাইলে কাস্ট সার্টিফিকেট

আবেদন শেষ তারিখ:

সংশ্লিষ্ট জেলার গ্রাম পঞ্চায়েতে HMO এবং AMO অফিসার পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া আবেদন-পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে, এই আবেদন প্রক্রিয়া গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত চলছিল। নতুন নতুন খবর পেতে এখানে ক্লিক করুন 

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23
Official Notification Download 
Official Website Click Here

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Related Articles

Back to top button