মাত্র ১৫০০ টাকায় রেলের সঙ্গে ব্যবসা! আয় হবে হাজার হাজার টাকা – Business Idea In Railway Station

Business Idea In Railway Station : অর্থ উপার্জন করতে হলে চাকরির আশায় বসে থাকলে হবে না, চাকরির পাশাপাশি একাধিক উপার্জনের মাধ্যম থাকতে হবে। বর্তমান বাজারে বেকারত্বের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে, এই বিপুল পরিমাণ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান কখনো সম্ভব নয়। তাই ভারত সরকার একাধিক সময় উদ্যোগে উৎসাহ প্রদান করে থাকেন। তবে কোন ব্যবসা শুরু করবেন তার সঠিক দিশা না পাওয়ায় অনেক সময় ব্যর্থতার সম্মুখীন হতে হয়।

তাই বর্তমানে ভারত সরকার ভারতীয় রেলে নতুন এক ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ প্রদান করছেন। তাই যারা ব্যবসা করতে আগ্রহী তারা ভারতীয় রেলে মাত্র ১৫০০ টাকা বিনিয়োগের মাধ্যমে ব্যবসাটি শুরু করতে পারেন। নিম্নে ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে ব্যাবসায় অংশগ্রহণ করুন।

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

Business idea in railway station

ভারতীয় রেলের নতুন ব্যবসার সুযোগ:

ভারত সরকার সম্প্রতি Vocal for Local উদ্যোগের মাধ্যমে দেশীয় পণ্য প্রচার এবং প্রসার বাড়ানোর উপর জোর দিয়েছে। এই চিন্তাভাবনা আরও শক্তিশালী করতে ভারতীয় রেল চালু করেছে One Station One Product প্রকল্প যার মাধ্যমে দেশজুড়ে রেলস্টেশন গুলোতে ব্যবসায়ীদের নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করা হয়। ভারতীয় রেলের এই উদ্যোগের ফলে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে হস্তশিল্পী, কুটির শিল্পী, স্থানীয় পণ্য সরবরাহকারী ব্যবসায়ীরা সরাসরি যাত্রীদের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবেন। রেল স্টেশনে যেহেতু প্রতিদিন হাজার হাজার চাকরি ওঠা নামা করে তাই এই স্টল গুলিতে কাস্টমারের কোনো অভাব হবে না।

আবেদন পদ্ধতি:

ভারতীয় রেলের তরফে প্রতিটি রেল স্টেশনে ইনস্টল খোলার অনুমতি প্রদান করছেন, এখানে আবেদন করতে হলে আপনাদের সংশ্লিষ্ট রেল স্টেশন মাস্টারের কাছে আবেদন পত্র জমা করতে হবে। এর জন্য একটি সাদা কাগজে আবেদন লিখে জমা দিতে হবে এবং নির্দিষ্ট ফি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার কিছুদিনের মধ্যে আপনার ব্যবসা শুরু করার ছাড়পত্র প্রদান করা হবে।

আপনারা যদি ১৫ দিনের জন্য ব্যবসা করতে চান তাদের সরকারি তরফ থেকে ১৫০০ টাকা এবং ২০ ইউনিট বিদ্যুৎ বিল বিনামূল্যে দেওয়া হবে। যারা ৩০ দিনের জন্য ব্যবসা চালাতে চান তাদের ভারত সরকার ২০০০ টাকা এবং ৪০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া কোন ব্যবসায়ী এর থেকে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করলে তার জন্য আলাদা চার্জ দিতে হবে। Business Idea In Railway Station

ভারতীয় রেল স্টেশনে এই ব্যবসাটি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। রেল স্টেশনে যেহেতু নিত্যযাত্রী সংখ্যা প্রচুর তাই ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের অভাব থাকে না। তাই যারা ছোট থেকে মাঝারি ব্যবসা শুরু করতে চান তারা ভারতীয় রেলে এই সুযোগ কাজে লাগাতে পারেন।

 Read More : রেশন নয়, মিলবে হাতে নাতে টাকা! রেশন নিয়ে বিরাট উদ্যোগ সরকারের – WB Govt Ration Scheme Update

One Station One Product প্রকল্পের এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে অর্থ উপার্জনের দারুন সুযোগ গ্রহণ করুন। এই প্রকল্পর মাধ্যমে বর্তমানে হাওড়া এবং শিয়ালদা স্টেশন সহ ১০০ এর বেশি রেলস্টেশনে ব্যবসার সুযোগ দেওয়া হচ্ছে। বিশেষত আদিসপ্তগ্রাম, অম্বিকা কালনা, আরামবাগ, চন্দননগর, আজিমগঞ্জ, দত্তপুকুর, বাঁশবেড়িয়া, পিয়ালী, লালগোলা, মুর্শিদাবাদ, বনগাঁ, কৃষ্ণনগর, দমদম ক্যান্টনমেন্ট, ভগবানগোলা ইত্যাদি স্টেশনে বর্তমানে আবেদন জানাতে পারবেন। তাই আপনার লোকেশন অনুযায়ী কোন স্টেশনে সুবিধে সে অনুযায়ী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

এই প্রতিবেদন অনলাইন মাধ্যমে নেওয়া তথ্য থেকে রচনা করা হয়েছে যদি আপনি এর সুবিধা নিতে চান তাহলে অবশ্যই আগে সংশ্লিষ্ট অফিসে গিয়ে বিস্তারিত জেনে নিবেন এবং তারপর পরবর্তী পদক্ষেপ নিবেন। 

 Read More :রেশন নয়, মিলবে হাতে নাতে টাকা! রেশন নিয়ে বিরাট উদ্যোগ সরকারের – WB Govt Ration Scheme Update

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button