ATM ব্যবসা করে ঘরে বসে আয় ৬০-৭০ হাজার টাকা! কীভাবে শুরু করবেন? দেখুন –

ATM Franchise Business Idea :এবার চাকরি বিকল্প হিসেবে এমন একটি ব্যবসা নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি চাকরির থেকে মাসে বসে বসে বেশি আয় করতে পারবেন। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক্ষেত্রে আপনাকে কোন কাজ করতে হবে না শুধু একবার এই ব্যবসা শুরু করলে বাড়ি বসে আপনি পেয়ে যাবেন মাসে প্রচুর টাকা। আজকে যে ব্যবসা সম্পর্কে বলতে যাচ্ছি এই ব্যবসা ডিজিটাল যুগের অন্যতম একটি ব্যবসা যার মাধ্যমে সরাসরি কোন কাস্টমার লেনদেন ছাড়াই বাড়ি বসে একাউন্টে পেতে পারেন প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা। কিভাবে আবেদন করবেন কিভাবে এই ব্যবসা শুরু করবেন আসুন জেনে নেওয়া যাক।

atm franchise business idea

বর্তমান যুগে সবাই জানতে চাই একটি ঝুকিহীন এবং বিপুল আয় সম্পন্ন ব্যবসার সম্পর্কে। আপনি বেকার হন কিংবা চাকরিজীবী অথবা ব্যবসায়ী সকলের জন্য এই ব্যবসা উপযুক্ত হবে। আপনি যে কোন পর্যায়ে কাজের সঙ্গে যুক্ত থাকলেও এই ব্যবসা শুরু করতে পারেন অনায়াসে। কেননা এক্ষেত্রে আপনার পরিশ্রমের কোন প্রয়োজন নেই এবং কোন কাজ ছাড়াই ঘরে বসে আপনি প্রতিমাসে একাউন্টে পেয়ে যাবেন হাজার হাজার টাকা।

 

ATM Franchise Business Idea :

আজকে যে ব্যবসা সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হল এটিএম ফ্রাঞ্চাইজি ব্যবসা। বর্তমানে ছোট বাজার হোক কিংবা বড়বাজার, সব জায়গায় এই এটিএম এর চাহিদা রয়েছে। এটিএম এর মাধ্যমে মানুষ ক্যাশ তুলতে পারে এবং তার সঙ্গে মিনি স্টেটমেন্ট বা ব্যাংক ব্যালেন্স চেক করা নানা রকম সুবিধা নিতে পারেন। আর এতেই আপনার ইনকাম শুরু হবে। এক্ষেত্রে আপনি যদি এই ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে কমিশনের ভিত্তিতে এই সমস্ত পরিষেবার মাধ্যমে টাকা প্রদান করা হবে।

 

কিভাবে এই ব্যবসা শুরু করতে পারেন :

এই ব্যবসা শুরু করতে বেশ কিছু জরুরী ব্যবসা সম্পর্কীয় পরিষেবা প্রয়োজন রয়েছে। এই ব্যবসা শুরু করার আগে আপনাকে এমন একটি জায়গা থাকতে হবে যার

রাজ্যে সহজেই পাবেন EWS সার্টিফিকেট! রাজ্য সরকারের জারি করলো নতুন নির্দেশিকা - WB EWS Certificate Notice 2025

পাকা ছাদ সহ গ্রাউন্ড ফ্লোরে থাকতে হবে। এক্ষেত্রে অবশ্যই ইন্টারনেটের সুবিধা ও ভালো বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। অবশ্যই জনবহুল এলাকায় এই ব্যবসা শুরু করলে এই ব্যবসা থেকে আয় বেশি হবে।

 

কিভাবে আবেদন জানাবেন :

এটিএম ফ্রাঞ্চাইজি ব্যবসা শুরু করতে আপনাকে ওই নির্দিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অথবা তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। বর্তমানে বিভিন্ন কোম্পানি দ্বারা এটিএম ফ্রাঞ্চাইজি দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম ফ্রাঞ্চাইজি। এছাড়াও অন্যান্য এটিএম ফ্রাঞ্চাইজি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন tata indicash ফ্রাঞ্চাইজি এবং হিটাচি এটিএম ফ্রাঞ্চাইজি।

 

এই ব্যবসা শুরু করতে কি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে :

এই ব্যবসা শুরু করতে সর্বপ্রথম যে প্রয়োজনে ডকুমেন্টস তা হলো জমির কাগজ তা মালিকানা হতে পারে অথবা ভাড়া হলেও হবে। এরপর অবশ্যই আপনার জিএসটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি যে ব্যক্তি এই ব্যবসা শুরু করবেন তার যত সমস্ত প্রয়োজনীয়

WB DA Arrear Update : ২৫% নয়! লাগবে ১০০% ডিএ, হারবে রাজ্য বিরাট পদক্ষেপ কর্মীদের

ডকুমেন্ট রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা আধার কার্ড, ভোটার কার্ড ব্যাংকের একাউন্ট সহ অন্যান্য জরুরি ডকুমেন্টস। এছাড়া বিভিন্ন কোম্পানির ক্রাইটেরিয়া অনুযায়ী আরো কিছু ডকুমেন্টস লাগতে পারে।

 

ইনভেস্টমেন্ট এবং ইনকাম :

এটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে এক্ষেত্রে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। আপনি যেরকম শহর বা গ্রামাঞ্চল বা যেরকম এরিয়া থেকে আবেদন করবেন সেই এরিয়া অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে নিতে হয়। সেই অনুযায়ী আপনার আলাদা আলাদা ইনভেস্টমেন্ট হবে এবং ইনকামের ওপর এর প্রভাব পড়বে। আপনি এটিএম মেশিনে ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করে প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব হবে। তবে এই ব্যবসা যেহেতু কমিশন ভিত্তিক এখানে কোন ফিক্স ইনকাম হবে। আপনার ডেইলি ট্রানজেকশন এর উপর ভিত্তি করবে আপনার ইনকাম কত হবে।

 Read More :১ এপ্রিল থেকে লক্ষীর ভান্ডার বন্ধ এই মহিলার, আপনি আছেন কী? – WB Lashmir Bhandar New Update

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.
Back to top button
Join Telegram Join WhatsApp