২৩ জেলা থেকে ডাটা এন্ট্রি কাজের সুযোগ, মাইনে ১৬ হাজার টাকা -WB Govt Data Entry Operator Job Opportunity

WB Govt Data Entry Operator Job Opportunity : এবার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীর জন্য ফের দারুণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের এক জেলার সরকারি দপ্তর কর্তৃক। জানানো হয়েছে পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ নিতে পারবেন। রাজ্যের যে কোন প্রান্তের মহিলা কিংবা পুরুষ সকলে আবেদনের যোগ্য হবে। যে সমস্ত প্রার্থীরা রাজ্যের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। নিচের শূন্য পদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে সদস্তারে আলোচনা করা হবে।

WB Govt Data Entry Operator Job Opportunity

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

প্রথমে আলোচনা করা যাক শূন্যপদ সম্পর্কে :

এক্ষেত্রে রাজ্য জেলা শাসক কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রার্থী করা হয়েছে তাতে জানানো হয়েছে তার থেকে ডাটা এন্ট্রি অপারেটর কাজের জন্য নিযুক্ত করা হচ্ছে।

 

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত প্রার্থীরা রাজ্যের সংশ্লিষ্ট ডাটা এন্ট্রি অপারেটর কাজের জন্য নিযুক্ত হতে চাই সে সমস্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোন শাখায় থাকতে হবে। এছাড়া প্রার্থীদের o লেভেলের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

 

বয়স সীমা : যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী সে সমস্ত প্রার্থীরা নূন্যতম বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। বয়সসীমা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য অফিসিয়াল অফিসে দেওয়া রয়েছে।

Recruitment ByGovt Of West Bengal
Post NameData Entry Operator
QualificationGraduate + Computer
Age LimitMaximum 40 Years
Application MethodOnline Application
Recruitment ProcessWritten Exam, Computer Test and Interview
Last Date Of Application31 March 2025

 

কিভাবে আবেদন জানাতে পারবেন :

যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের অন্যের মাধ্যমে আবেদন পত্র ফিলাপ করতে হবে –

  • অনলাইন আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করতে হবে
  • এরপর প্রার্থীদের আবেদন লিংকে ক্লিক করে আবেদন ফরম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে
  • আবেদন ফরম ফিলাপ করার সময় প্রার্থীকে জরুরী সমস্ত তথ্য মৃদুলভাবে পূরণ করতে হবে
  • জরুরী কিছু নথিপত্র আপলোড করতে হবে যার নির্দেশনায় দেওয়া রয়েছে
  • এরপর পর থেকে আবেদন পত্রটি একবার দেখে নিতে হবে এবং পরে ফাইনাল সাবমিট করে আবেদন ফরম জমা করতে হবে

 

আবেদন করতে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ : 

এক্ষেত্রে আবেদন করতে পার থেকে বেশ কিছু প্রয়োজনে ডকুমেন্টস থাকতে হবে –

  1. প্রার্থীর বয়সের প্রমাণপত্র পাওয়া মাধ্যমিক এডমিট কার্ড
  2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট সমূহ
  3. বাসিন্দা প্রমান হিসেবে ভোটার কার্ড
  4. কম্পিউটার সার্টিফিকেট o লেভেলের
  5. পাসপোর্ট সাইজের ছবি
  6. অভিজ্ঞতা যদি থাকে

 

কীভাবে নিয়োগ করা হবে : 

এক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাবেন তাদের নিয়োগ করা হবে মূলত বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে। নিচে প্রত্যেক নিয়োগ পদ্ধতি ও তার সম্পর্কে বিস্তারিত দেওয়া হল –

  • লিখিত পরীক্ষা : এক্ষেত্রে মোট ৪ টি বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন পত্র তৈরি করা হবে। জেনারেল ইংরেজি ১০ নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি ২০ নম্বরের, জেনারেল নলেজ ও কারেন্ট অফেয়ার্স ২০ নম্বরের, কম্পিউটার নলেজ ২০ নম্বর। মোট ৭০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

 

  • কম্পিউটার টেস্ট : এক্ষেত্রে মোট ২০ নম্বরের ভিত্তিতে টেস্ট করা হবে
  • ইন্টারভিউ : এক্ষেত্রে মোট ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে

মোট ১০০ নম্বরের ভিত্তিতে যাচাই করে নিয়োগ করা হবে 

 

যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে চাই বা আবেদন সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চাই তারা অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নিবেন। নিচে অফিসের নোটিশ ডাউনলোড লিংক দেওয়া হল।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23
Official Notification Download 
Online Application Click Here

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button