SVMCM স্কলারশিপ নিয়ে সুসংবাদ! এবার এই কাজ করলেই হাতে মোটা অঙ্কের টাকা –

SVMCM Scholarship : ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর, রাজ্যে পুনরায় নতুন শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনপত্র শুরু হতে চলেছে। তাই যে সকল ছাত্র-ছাত্রীরা সদ্য নতুন করছে ভর্তি হয়েছেন তারা স্কলারশিপের সুবিধা পেতে চলেছে। সাম্প্রতিক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনপত্র ইনস্টিটিউট ভেরিফিকেশনের শেষ হয়েছে। এবার নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ কাজ শুরু হতে চলেছে। তাই যে সমস্ত দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীরা, তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে চান তারা এই স্কলারশিপের সুবিধা গ্রহণ করতে পারেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ বা SVMCM) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক ২০০৫ সালে চালু করা হয়েছিল। এটি রাজ্যের আর্থিকভাবে দুর্বল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রবর্তিত হয়। নিম্নে স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য যথা- আবেদন পদ্ধতি, আবেদন যোগ্যতা, কি কি সুবিধা প্রদান করা হবে প্রভৃতি বিস্তারিত আলোচনা করা হলো।

সম্পর্কিত পোস্ট

অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু! টেট পাশ ও ডিএলএড থাকলে সুযোগ নিয়ে ফেলুন - Primary Teachers Recruitment

SVMCM

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ:

স্বামী বিবেকানন্দ মেধা অনুপ্রেরণা বৃত্তি (Swami Vivekananda Merit-cum-Means Scholarship) পশ্চিমবঙ্গ সরকারের একটি বৃত্তি প্রকল্প, যা মূলত অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সাহায্য করার জন্য দেওয়া হয়। অর্থনৈতিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা প্রদান করা। এখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ প্রদান করা হয়।

আবেদন যোগ্যতা:

স্কলারশিপ আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা আবশ্যিক, যেমন –
আবেদনকারী কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে নির্দিষ্ট ন্যূনতম নম্বর প্রয়োজন (সাধারণত 60% বা তার বেশি)। পরিবারের বার্ষিক মোট আয় 2,50,000 (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা) এর বেশি হওয়া চলবে না।

স্কলারশিপ সুবিধা:

স্বামী বিবেকানন্দ মেধা অনুপ্রেরণা বৃত্তি বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন হারে অর্থ প্রদান করা হয়, যেমন –
উচ্চমাধ্যমিক প্রায় 1,000 প্রতি মাসে
স্নাতক (General course) ছাত্র ছাত্রীদের 1,000–1,500 প্রতি মাসে। স্নাতক (Engineering/Medical) ছাত্র ছাত্রীদের 5,000 টাকা প্রতি মাসে প্রদান করা হয়। এছাড়াও স্নাতকোত্তর ছাত্র ছাত্রীদের 2,000–2,500 প্রতি মাস পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

আবেদন পদ্ধতি:

স্বামী বিবেকানন্দ মেধা অনুপ্রেরণা বৃত্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পূর্ণ করতে হবে। তার জন্য আবেদনকারীরা অনলাইন ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in সাহায্য নিতে পারেন। অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলো প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ হলে ফটো এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড দিতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এরপর আবেদনের হাট কপিটি প্রিন্ট আউট বের করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। জমা করার কিছুদিন পর approval পাওয়ার পর থেকেই স্কলারশিপের সুবিধা প্রদান করা হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

স্বামী বিবেকানন্দ মেধা অনুপ্রেরণা বৃত্তি আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বেশ কিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে। উক্ত নথিপত্র গুলো যে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে উপলব্ধ রয়েছে তারাই স্কলারশিপের সুবিধা পাবে। প্রয়োজন নথিপত্র গুলি হল-
১. পরিচয় পত্র হিসেবে যেকোনো একটি সরকারি নথিপত্র।
২. শিক্ষাগত যোগ্যতার মার্কশীট এবং সার্টিফিকেট (সাধারণত 60% বা তার বেশি)।
৩. পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট (পরিবারের বার্ষিক মোট আয় 2,50,000 টাকার মধ্যে থাকতে হবে)।
৪. সাম্প্রতিক তোলা আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার প্রভৃতি

Official Website : Check Now

আরও পড়ুন

অ্যামাজন দিচ্ছে ঘরে বসে আয় করার সুযোগ! ৩৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম - Amazon Work From Home

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button