মাত্র একটি কোর্স করলে মাসিক আয় ৫১,০০০ টাকা – দেখুন বিস্তারিত – Data Analytic Income Source

এবার একটি মাত্র কোর্স করলে শিখতে পারবেন এমন কাজ, যার মাধ্যমে মাসিক আয় হবে ৫১,০০০ টাকা পর্যন্ত, দেখুন বিস্তারিত

Data Analytic Income Source: বর্তমান যুগে সাধারণ ডিগ্রী কোর্সে কাজের স্কোপ খুব কম। তাই ছেলেমেয়েরা অধিক আয়ের সন্ধানে একাধিক নতুন নতুন কোর্স সম্পূর্ণ করছেন। এই কোর্স গুলির মধ্যে জনপ্রিয় একটি কোর্স হল ডাটা এনালেটিক্স কোর্স। এই কোর্সের মাধ্যমে মাত্র ৫ মাস ট্রেনিং করলেই মাসে ৫১,০০০ পর্যন্ত আয় করতে পারবেন। তাই যারা ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম এর মাধ্যমে কর্ম করে অধিক উপার্জন করতে চান তাদের জন্য এই কোর্সটি বিশেষ সহায়ক। এই কোর্সের মাধ্যমে আপনারা একাধিক দেশি এবং বিদেশি কোম্পানির হয়ে কাজ করার সুযোগ রয়েছে। তাই যে সকল ছাত্র-ছাত্রীরা ডাটা এনালেটিক্স মত কোর্সগুলি সম্পন্ন করতে চান তাদের জন্য আজকের প্রতিবেদন।

এই প্রতিবেদনে আমরা ডাটা এনালেটিক্স কোর্স সম্বন্ধিত যাবতীয় তথ্য যেমন- ডাটা এনালিটিক কোর্স আসলে কি, ডাটা এনালেটিক্স কোর্স কিভাবে করবেন, আয়ের কতটা সুযোগ রয়েছে প্রভৃতি একাধিক প্রশ্নের উত্তর আলোচনা করেছি। তাই আগ্রহীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে কোর্সটি করতে পারেন।

সম্পর্কিত পোস্ট

অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু! টেট পাশ ও ডিএলএড থাকলে সুযোগ নিয়ে ফেলুন - Primary Teachers Recruitment

Data Analytic Income Source

Data Analytics কোর্সের জনপ্রিয়তা:

ডিজিটাল যুগে প্রতিটি বিষয় তথ্য নির্ভর হয়ে পড়েছে। ছোট বড় সমস্ত কোম্পানি কোন সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে তথ্য বিশ্লেষণ করে থাকেন। তথ্য বিশ্লেষণ এর মাধ্যমে তারা মার্কেট পরিস্থিতি সম্বন্ধে অভিহিত হন, যাতে তাদের সিদ্ধান্তে আগামীতে কি কি প্রভাব পড়তে চলেছে সেই সম্বন্ধিত বিষয়। তাই সকল কোম্পানিরা তথ্য বিশ্লেষণ অর্থাৎ Data Analytics জন্য মোটা টাকায় কর্মী নিয়োগ করে থাকে। এই সকল কর্মী কোম্পানি গুলোর জন্য তথ্য বিশ্লেষণে অনবরত কাজ করে থাকেন। তাই বর্তমান Data Analytics এর প্রয়োজন ছোট বড় দেশীয় ও বিদেশীও সকল কোম্পানির। তাই ডাটা এনালিটিসের যাদের দক্ষতা রয়েছে তারা কোর্সের মাধ্যমে ঘরে বসেই অর্থ উপার্জন করে নিতে পারেন।

Data Analytics কোর্সে কি শেখানো হয়?

এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ডাটা এনালিটিক্স কোর্সের মাধ্যমে, আপনাদের কি শেখানো হবে? ডাটা এনালিটিক্স কাজগুলো মূলত কম্পিউটার এবং ল্যাপটপ ভিত্তিক, তাই এই কাজে আপনাদের সর্ব প্রথম Microsoft Excel শেখানো হবে। যার ফলে আপনারা অতি সহজেই ডেটা ম্যানিপুলেশন ও ভিজুয়ালাইজেশনের প্রাথমিক টুল ব্যবহার করতে পারেন। এর রং SQL (Structured Query Language) ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ ও মডিফাই করার ভাষা শেখানো হয়। Python ডেটা ক্লিনিং, অ্যানালাইসিস ও অটোমেশনের জন্য ব্যবহৃত জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। Power BI/Tableau ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য প্রয়োজনীয় টুলস ব্যবহার শেখায়। Statistics & Data Interpretation তথ্য বিশ্লেষণের মৌলিক ধারণা ও বাস্তব প্রয়োগ ইত্যাদি শেখানো হয়।

কোথা থেকে Data Analytics কোর্স শিখবেন ?

Data Analytics কোর্স আপনারা অনলাইন অথবা অফলাইন উভয় মাধ্যমেই শিখে নিতে পারবেন। তবে বর্তমানে অফলাইনে তুলনায় অনলাইন কোর্সের জনপ্রিয়তা বেশি। কারণ অনলাইনের মাধ্যমে আপনারা ঘরে বসেই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন। অনলাইন কোর্সের সার্টিফিকেটের বৈধতা রয়েছে, তাই অফলাইনে কোর্স করার থেকে অনলাইনে কোর্সটি করা উত্তম। অফলাইনে কোর্স করতে চাইলে গুগলে সার্চ করে আপনারা ইনস্টিটিউটের সন্ধান পেতে পারেন। আর যদি আপনারা অনলাইনে করছি সম্পন্ন করতে চান তাহলে Coursera, Udemy, edX, Simplilearn, Great Learning প্রভৃতি সংস্থার মাধ্যমে অনায়াসে ঘরে বসে অনলাইনে পোস্টটি সম্পন্ন করতে পারবেন।

কত টাকা আয় সম্ভব ?

ডাটা অনলেটিক্স এর মাধ্যমে নতুন (Fresher)দের জন্য মাসিক ২৫,০০০ – ৩০,০০০ আয়ের সুযোগ রয়েছে। আপনাদের যদি ১–২ বছর কাজের অভিজ্ঞতা থাকে তখন আপনাদের ৩৫,০০০ – ৪৫,০০০ টাকা মাসিক আয় করতে পারবেন। এছাড়াও যাদের এডভান্স লেভেল (Remote) দক্ষতা রয়েছে তারা অনায়াসে ৫১,০০০+ টাকা মাসিক উপার্জন করতে পারবে। মাসিক বেতনের পাশাপাশি বেসরকারি বেশ কিছু কোম্পানি অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদান করেন, ধীরে ধীরে আপনারা সে সমস্ত অসুবিধা উপভোগ করতে পারেন।

রিমোট ও ফ্রিল্যান্স কাজের সুযোগ :

তথ্য বিশ্লেষ অর্থাৎ ডাটা এনালেস্টিক কোর্সটি সম্পূর্ণ করার পর আপনারা চাইলে ফুল টাইম না হলেও পার্ট টাইম হিসেবে ফ্রিল্যান্স কাজ করেও ভালো ইনকাম করতে পারেন। তার জন্য আপনাদের সর্বপ্রথম Upwork, Freelancer, Fiverr, Toptal, Guru প্রভৃতি প্লাটফর্মে একটি প্রোফাইল ওপেন করতে হবে। সেই প্রোফাইলে মাধ্যমে কাজের সন্ধান পেলে আপনারা কাজগুলো ঘরে বসে সম্পন্ন করতে পারবেন।

আরও পড়ুন

অ্যামাজন দিচ্ছে ঘরে বসে আয় করার সুযোগ! ৩৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম - Amazon Work From Home

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button