সুদ ছাড়াই ব্যবসা করতে কেন্দ্র সরকার দিচ্ছে লক্ষ লক্ষ টাকা লোন – Business Loan Interest Free

দারুণ সুসংবাদ ভারতবাসীর জন্য! কোন সুদ ছাড়াই পাবেন লোন, কেন্দ্র সরকার দিচ্ছে এই দারুণ সুবিধা। কীভাবে পাবেন, কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত

Business Loan Interest Free:   আমাদের দেশে আজও বহু পরিবার রয়েছেন যারা অর্থনৈতিক দিক থেকে দিনে দিনে পিছিয়ে পড়ছেন। তবে এই পরিস্থিতি বদলাতে নানা সময়ে কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের জন্য বিশেষ সুবিধা চালু করেই চলেছে। তারই একটি ব্যতিক্রমী উদ্যোগ হল “লাখপতি দিদি সুবিধা”। এই উদ্যোগের মাধ্যমে মহিলারা শুধুমাত্র নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন না, বরং নিজেদের উদ্যোগে ব্যবসাও শুরু করতে পারবেন খুব সহজেই ।

business loan

সম্পর্কিত পোস্ট

চাকরি কিংবা পড়াশোনা, 20,000 মাসিক ইনকাম করুন পার্ট টাইম হিসেবে - Part Time Business Idea

এক্ষেত্রে বিশেষ বিষয় হল, এই উদ্যোগে মহিলারা সুদ ছাড়াই ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে । এই সুযোগ যে কোনও সাধারণ পরিবারের জন্য এক বড় আশীর্বাদ হতে চলেছে। চলুন এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক।

কী এই লাখপতি দিদি উদ্যোগ?

“লাখপতি দিদি কর্মসূচি” একটি কেন্দ্র সরকার অনুমোদিত উদ্যোগ, যা ২০২৩ সালের ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিন চালু করা হয়। এই উদ্যোগেট মূল উদ্দেশ্য হল দেশের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী সাবলীল করা। এই উদ্যোগ মাধ্যমে মহিলারা নিজেদের দক্ষতা বিকাশের ট্রেনিং পাবেন এবং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিবে।

এই উদ্যোগটির মাধ্যমে মহিলাদের একটি স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত করে, তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে সাহায্য করা হয়ে থাকে। ট্রেনিং এর পাশাপাশি মহিলারা সুদমুক্ত ঋণও পাবেন ব্যবসা শুরু করার জন্য।

কেন চালু করা হয়েছে এই সুবিধা?

কেন্দ্র সরকার বহুদিন ধরেই স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্য লক্ষ্য নিয়েছে। এর মধ্যে মহিলাদের ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। বহু গ্রামীণ পরিবারে এখনও পুরুষদের উপার্জনের উপরেই নির্ভর করে থাকে। এর ফলে নারীরা অনেক ক্ষেত্রেই শিক্ষিত ও সক্ষম হওয়া সত্ত্বেও  আরও পিছিয়ে পড়ে যায়।

এই সমস্যা সমাধানের লক্ষ্যে “লাখপতি দিদি উদ্যোগ” চালু হয়েছে, যাতে—

  • মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং কিছু করতে পারেন
  • পরিবারে অর্থনৈতিক অবদান রাখতে পারবে
  • সমাজে নিজের আত্মবিশ্বাস বাড়াতে পারবে

এই উদ্যোগে কী সুবিধা পাওয়া যাবে?

এই প্রকল্পে অংশগ্রহণকারী মহিলারা পাবেন একাধিক সুবিধা, যেমন—

  •  ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব
  • কোনও প্রকার সুদ জমা দিতে হবে না 
  •  নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সরকারি সহায়তা পাবেন
  • স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং (দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ)
  • ব্যাংকের মাধ্যমে সরাসরি টাকা পাওয়ার ব্যবস্থা থাকছে

এই সুবিধাগুলির মাধ্যমে একজন সাধারণ গৃহবধূও হয়ে উঠতে পারেন একজন নতুন উদ্যোক্তা।

কারা এই উদ্যোগে আবেদন করতে পারবেন?

এই উদ্যোগে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত রয়েছে। যেমন—

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে 
  • আবেদনকারী অবশ্যই হতে হবে মহিলা 
  • বয়স ideally ১৮ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
  • স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) সদস্য হওয়া দরকার
  • কোনও প্রকার ব্যাংক ঋণ খেলাপি হলে হবেনা

কীভাবে আবেদন করবেন লাখপতি দিদি উদ্যোগে?

এই উদ্যোগে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে হবে। সেগুলি হল—

  1. প্রথমে Self Help Group (SHG)-এ যোগ দিতে হবে 
    মহিলাদের প্রথমেই স্থানীয় কোনও স্বনির্ভর গোষ্ঠীতে (SHG) যুক্ত হওয়া দরকার ।
  2. ব্যবসার পরিকল্পনা তৈরি করুন
    আপনি কোন ধরনের ব্যবসা শুরু করতে ইচ্ছুক হন, সেই পরিকল্পনা একটি রিপোর্ট আকারে তৈরি করতে পারেন। যেমন: সেলাই, বিউটি পার্লার, দুগ্ধ উৎপাদন, হস্তশিল্প, খাবার প্রক্রিয়াকরণ ইত্যাদি।
  3. নিকটস্থ ব্যাঙ্ক বা সরকারি অফিসে যোগাযোগ করুন
    মহিলা ও শিশু কল্যাণ দপ্তর, ব্যাঙ্ক বা ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
  4. আবেদনপত্র পূরণ করে জমা দিন
    প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যপদ, ব্যাংক ডিটেলস সহ আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
  5. পর্যালোচনা ও অনুমোদন
    সরকারি কর্তৃপক্ষ আপনার ব্যবসার পরিকল্পনা যাচাই করে দেখে তারপর অনুমোদন পাবেন। সবকিছু সঠিক হলে, ঋণ মঞ্জুর করা হবে।
  6. ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার
    সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে।

কী ধরনের ব্যবসায় এই ঋণ ব্যবহার করা যাবে?

এই স্কিমের আওতায় মহিলারা যে কোনো ছোট বা মাঝারি ব্যবসার জন্য ঋণ ব্যবহার করতে পারবেন। যেমন:

  1. সেলাই বা টেইলরিং করা
  2. বিউটি পার্লার বা মেকআপ সার্ভিস দেওয়া
  3. পশুপালন বা দুগ্ধজাত পণ্য উৎপাদন করা
  4. খাদ্য প্রক্রিয়াকরণ বা হোম ফুড বিজনেস
  5. হস্তশিল্প বা কুটির শিল্প
  6. মোবাইল রিপেয়ার বা ইলেকট্রিক কাজ
  7. গবাদি পশু পালন বা হাঁস-মুরগি খামার করা

সুদ ছাড়াই ঋণ – কতটা বাস্তবসম্মত?

সাধারণত যে কোনও ব্যাঙ্ক ঋণে একটি সুদের হার প্রযোজ্য হয়ে থাকে । কিন্তু লাখপতি দিদি উদ্যোগে সরকারই এই সুদের দায়িত্ব নিবে। অর্থাৎ, ঋণগ্রহীতাকে কোন সুদ দিতে হবে না। এই সুবিধা মূলত তাদের জন্যই হবে, যারা প্রথমবার ব্যবসা শুরু করতে চান এবং যাদের পুঁজির অভাব রয়েছে।

এই সুবিধার মাধ্যমে সরকার আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরে দেশের লক্ষ লক্ষ মহিলা নিজস্ব ব্যবসা দাঁড় করাতে পারেন এবং বছরে অন্তত ১ লক্ষ টাকা আয় করতে সক্ষম হবে।

আরও পড়ুন

মমতা দিচ্ছে ফ্রীতে বছরে 60,000 টাকা! এই প্রকল্পে আবেদন কীভাবে দেখুন? WB Govt New Scheme

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button