কেন্দ্র সরকারের নতুন প্রকল্পের উদ্বোধন , উপকৃত হবেন কোটি কোটি দেশবাসী -Central Government NPS Vatsalya Scheme

বর্তমানে একটি শিশু ছোট থেকে মানুষ করতে প্রচুর অর্থ ব্যায় করতে হয়। সেই কারণে মধ্যবিত্ত পরিবার একটি শিশু মানুষ করতেই হিমশিম খেতে হয়। বহু শিশুর মাতা পিতা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাহত হয়। এই সকল বিষয় মাথায় রেখে ভারত সরকার একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে শিশুদের আর্থিক নিরাপত্তা দিতে চলেছেন ভারত সরকার। গত ১৮ই সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই প্রকল্পের শুভ উদ্বোধন হয়েছে। যার নাম হলো NPS Vatsalya Scheme অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের শুভ উদ্বোধন করেছে। ভারতীয় শিশুদের আর্থিক নিরাপত্তা দিতে সার্বিকভাবে এই প্রকল্প বদ্ধপরিকর। তাই আপনি NPS Vatsalya Scheme আবেদন করে এর সুবিধা গ্রহণ করুন। সকল ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। তাই আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অতিসত্বর এই প্রকল্পে আবেদন করুন। নিম্নে NPS Vatsalya Scheme সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- প্রকল্পে কি কি সুবিধা পাবেন, বিনিয়োগের পরিমাণ, আবেদন পদ্ধতি প্রভৃতি আলোচনা করা হলো। Central Government NPS Vatsalya Scheme

Central government nps vatsalya scheme

সম্পর্কিত পোস্ট

রাজ্যে বিশ্ববিদ্যালয়ে অফিসার পদে নিয়োগ শুরু! বেতন লক্ষাধিক টাকা, ২৩ জেলা সুযোগ - WB University Officer Recruitment

বাৎসল্য যোজনা আসলে কি?
NPS Vatsalya Scheme হল পরিবারের সন্তান দের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে চালু করা একটি প্রকল্প। যেখানে পরিবারের সদস্যরা কিছু টাকা বিনিয়োগ করে থাকে। পরবর্তীকালে বিনিয়োগ টাকা আপনার সন্তানেরা পেনশন হিসেবে পাবে। আপনার সন্তানেরা 18 বছর বয়সে, জমা করা টাকা তুলতে পারবেন। এরপর 60 বছর পর থেকে শুরু করে পেনশন পেতে পারেন। যার ফলে ওই টাকা দিয়ে আপনার সন্তানেরা আগামী ভবিষ্যতের জন্য কিছু উপকারে আসবে।

বিনিয়োগের পরিমাণ:
এই বিনিয়োগে অংশগ্রহণের জন্য কোন যোগ্যতার প্রয়োজন নেই। সকল ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন। এই স্কিমের অন্তর্গত সর্বনিম্ন বার্ষিক ১ হাজার টাকা করে জমা করতে পারেন। পরবর্তীকালে এই টাকা আপনার সন্তানের একাউন্টে পেনশন হিসেবে জমা করবে। তবে এই প্রকল্পে শুরুর প্রথম তিন বছর লক ইন পিরিয়ড রয়েছে। যে তিন বছর আপনারা কোন টাকা তুলতে পারবেন না। তিন বছর হয়ে গেলে তার পরবর্তী কালে আপনার প্রয়োজন মত জমানো টাকার ২৫% তুলতে পারবেন। আপনার শিশুর বয়স ১৮ বছর পূর্ণ হলে প্রকল্পর মেয়াদ শেষ হবে। তবে ১৮ বছরের পরেও প্রকল্পটি আপনি চালিয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনার যোজনাটি এনপিএস টিয়ার -১ রূপান্তরিত করা হবে। শিশুর ১৮ বছর পূর্ণ হওয়ার পর তিন মাসের মধ্যে আবার KYC করতে হবে।

কী কী সুবিধা রয়েছে:

NPS Vatsalya যোজনায় নাম নথিভুক্ত করলে আপনারা যে সুবিধা গুলো পাবেন, তা হল-

• আপনার শিশু অল্প বয়সে পেনশন প্রকল্পের সাথে যুক্ত থাকবে।

• দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করা হলে টাকার অঙ্ক বাড়ায়।

• পিতামাতারা তাঁদের বিনিয়োগের উপর অতিরিক্ত কর সুবিধা পাবেন।

• পিতামাতা কত ঘন ঘন বিনিয়োগ করবে তা বেছে নিতে পারেন।

• অ্যাকাউন্ট যেহেতু সন্তানের নামে থাকে,তাই ভবিষ্যত বিষয় সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আপনাদের এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এছাড়াও NPS Vatsalya যোজনা সম্পর্কে আরো বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানতে এর অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

আরও পড়ুন

রাজ্য সরকার দিচ্ছে 12,000 টাকা বৃত্তি! রাজ্যে নবম পাশ থেকে পাবেন সুযোগ - WB Govt New Scholarship
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button