বিনা গ্যারান্টিতে শিক্ষা ঋণ পান ৪০ লক্ষ পর্যন্ত, কেন্দ্র সরকারের বিদ্যালক্ষে প্রকল্পের মাধ্যমে -Central Govt Education Loan

Central Govt Education Loan Scheme :  আপনি যদি একজন ভারতের বাসিন্দা হয়ে থাকেন এবং উচ্চশিক্ষায় আগ্রহী হয়ে থাকেন এবং আপনার আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আপনার জন্য দারুন সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। কেননা কেন্দ্র সরকারের তরফে এমন এক স্কিম লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে বিনা গ্যারান্টিতে এডুকেশন লোন পেতে পারেন। কেন্দ্র সরকার কতৃক এই স্কিম নিয়ে আসা হয়েছে বেকার যুবক-যুবতীদের জন্য। এবার আপনি ঘরে বসে ব্যাংকের মাধ্যমে এই লোন পাস করাতে পারেন অতি সহজেই। তবে এক্ষেত্রে কিভাবে আবেদন জানানো যাবে এবং কিভাবে এই লোনের সুবিধা পাবেন তার সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হল। 

central govt education loan

এবার সকলের মনে প্রশ্ন হলো কোন ব্যাংক এই বিনা গ্যারান্টিতে লোন প্রদান করবে : 

যেহেতু প্রধানমন্ত্রীর বিদ্যালক্ষী যোজনার সূচনা করেছেন ব্যাঙ্ক অফ বরোদা করতে তাই ব্যাঙ্ক অফ বরোদার মাধ্যমে এই লোনের সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর বিদ্যালক্ষী যোজনার সুবিধা পেতে গেলে আগ্রহী প্রার্থীদের আবেদন জানাতে হবে কেবল অনলাইন এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এ গিয়ে। সারাদেশ জুড়ে এই ব্যাংক কর্তৃক ১২ টি শিক্ষা ঋণ সেল এবং ১১২ টি খুচরা সম্পদ প্রক্রিয়াকরণ সেল রয়েছে। এছাড়াও সারা দেশ জুড়ে আট হাজার তিনশোটি ব্যাংকের শাখা রয়েছে। 

 

এদিকে ব্যাঙ্ক অফ বরোদা নির্বাহী পরিচালক বলেন ‘ প্রধানমন্ত্রী বিদ্যালক্ষী যোজনার মাধ্যমে দেশের সেই সমস্ত ফুরোড়ার সুবিধা পাবেন যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান এবং আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন। সরকারের উদ্দেশ্য হলো সেই সমস্ত বেকার যুবক-যুবতীদের শিক্ষা সংক্রান্ত ঋণ প্রদান করা এবং এক্ষেত্রে তাদের কোনো রকম গ্যারান্টি ছাড়াই লোন প্রদান করা। আরো আরো জানানো হয় এই লোন প্রদান করা হবে সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে অর্থাৎ ডিজিটাল ভাবে এক্সেস যোগ্য করা হবে। 

 

এবার প্রশ্ন হল বিদ্যালক্ষ্মী যোজনা সুবিধা পেতে গেলে কিভাবে আবেদন জমা করতে হবে :

প্রধানমন্ত্রীর অন্যতম জনপ্রিয় যোজনার মধ্যে অন্যতম হলো বিদ্যালকে যোজনা কেননা এর মাধ্যমে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিনা গ্যারান্টিতে লোন প্রদান করা হয়ে থাকে। আর এক্ষেত্রে সুবিধা প্রদান যাতে অতি সহজে পাওয়া যায় তার জন্য ব্যাংক করতে এর অনলাইনে আবেদন করার সহজ পদ্ধতি প্রদান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অতি সহজেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে এর সহজ ফর্মটি ফিলাপ করতে পারেন। 

 

লোনের পরিমাণ কত :

ব্যাঙ্ক অফ বরোদা করতে প্রধানমন্ত্রী বিদ্যালয় যোজনার লোন প্রদান করা হয়ে থাকি এবং এক্ষেত্রে বিনা গ্যারান্টিতে সাড়ে সাত লক্ষ টাকা থেকে প্রায় ৪০ লক্ষ টাকা পর্যন্ত। দেশের প্রায় ৩৮৪ টি নামিদামি প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের জন্য এই সুবিধা দেওয়া হয়ে থাকে। শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও এই লনের সুবিধা করা হয়ে থাকে যারা বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য এলনের সুবিধা নিতে চান তারা বিনা গ্যারান্টিতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন জানাতে পারেন।

পুঁজি মাত্র ৫০ হাজার,মাসিক আয় ৬০ হাজার নিশ্চিত! এই ব্যবসা চুপিচুপি শুরু করুন – Business Idea Small Investment

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button