বেকারদের জন্য সুখবর! মাত্র ৩ মাসের কোর্সে চাকরির সুযোগ, দেখুন বিস্তারিত – Job Aspirant Training Course 2025

চাকরির সুযোগ পেতে মাত্র ৩ মাসের কোর্স করুন, থাকছে দারুণ সুযোগ আপনার জন্য -

Job Aspirant Training Course 2025: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ রামকৃষ্ণ মিশনের তরফে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। রামকৃষ্ণ মিশনে মাত্র তিন মাসের কোর্সে চাকরির এই সূবর্ণ সুযোগ প্রদান করা হবে। রাজ্যের বেকার যুবক–যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যেই রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগ। রাজ্যের সকল যুবক-যুবতী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক যে কোন শিক্ষাগত যোগ্যতায় ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন। তাই আপনারা যারা দীর্ঘদিন যাবত নিজের পায়ে দাঁড়াতে চাইছেন অথচ আর্থিক অনটনের কারণে পারছিলেন না তারা এই সুযোগকে কাজে লাগান। কারন রামকৃষ্ণ মিশনের উক্ত কোর্স সম্পূর্ণ করার কিছু দিনের মধ্যেই আপনারা কর্মে নিযুক্ত হতে পারবেন।

নিম্নে কাঁথি রামকৃষ্ণ মিশনের তরফে তিন মাসের কোর্সের মাধ্যমে কর্মসংস্থানের যে ব্যবস্থা করা হয়েছে সেই কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

Job Aspirant Training Course 2025

রামকৃষ্ণ মিশন কি?

রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission) হলো একটি ধর্মীয় ও মানবসেবা-নির্ভর সংগঠন, যা শ্রী রামকৃষ্ণ পরমহংস, মা শারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে প্রতিষ্ঠিত। রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যক্রম গুলো হলো-

শিক্ষা: স্কুল, কলেজ, আবাসিক বিদ্যালয়, পলিটেকনিক কলেজ শিক্ষাদান।

স্বাস্থ্যসেবা: হাসপাতাল, ক্লিনিক, চ্যারিটেবল ডিসপেনসারি প্রভৃতির মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা।

ত্রাণকার্য: দেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ নানা দুর্যোগে অসহায় গরীব মানুষের ত্রাণ ও সাহায্য প্রদান করা।

গ্রামীণ উন্নয়ন: গ্রামের সাধারণ মানুষ এবং বেকার যুবক-যুবতী জন্য স্বনির্ভরতা করে তোলার লক্ষ্যে কৃষি, টেকনিক্যাল ট্রেনিং দেওয়া।

আধ্যাত্মিক কার্যক্রম: যোগ, ধ্যান, ধর্মসভা, প্রকাশনা আয়োজিত করা।

 

কোর্সের নাম:

কাঁথি রামকৃষ্ণ মিশনের তরফে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে একাধিক প্রকল্পের আয়োজন করা হয়েছে। উক্ত উদ্যোগ গুলির মধ্যে নিম্নলিখিত কোর্সে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। উক্ত ট্রেনিং এর মাধ্যমে যুবক-যুবতীরা আত্মনির্ভর হবে। নিম্নলিখিত কোর্সগুলো কাঁথি রামকৃষ্ণ মিশনের তরফে সম্পূর্ণ করানো হবে।

জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট নার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বিউটিশিয়ান ও টেলারিং।

 

আবেদন যোগ্যতা:

ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। নূন্যতম দশম শ্রেণী পাস করলেই জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট নার্সের কোর্স করা যাবে। বিউটিশিয়ান কোর্স আবেদনের জন্য আবেদনকারী কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সম্পূর্ণ করতে হবে। টেলারিং আবেদনের জন্য আবেদন কারির কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।

 

কোর্স ফি:

উপরে উল্লেখিত একাধিক কোর্স আবেদনের ক্ষেত্রে একেবারে ন্যূনতম কোর্স ফি রাখা হয়েছে। কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তরফে জানানো হয়েছে সাধারণ যুবক যুবতীদের কথা মাথায় রেখে কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে। এখানে নন টেলারিং কোর্সের জন্য নেওয়া হচ্ছে ৩২৫০ টাকা। বিউটিশিয়ান কোর্সের ফি ৩৫০০ টাকা। ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট–উভয় কোর্সের জন্য নির্ধারিত হয়েছে ৭০০০ টাকা। তাই যে সমস্ত যুবক-যুবতীরা হাতের কাজের মাধ্যমে নিজের পায়ে স্বনির্ভর হতে চান তারা কাঁথি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আয়োজিত উক্ত কোর্স গুলোতে ভর্তি হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন।‌ উক্ত বিষয় সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে আপনারা কাথি রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button