ঘরে বসে ফ্রিল্যান্সিং এর কাজ করুন, বসে আয় করুন হাজার হাজার টাকা -Online Home Income Tips

করোনা চলকালীন সময় থেকে শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোমে কাজ করা। সেই সময় নানান অফিস কাছারি বন্ধ হয়ে মানুষজন বাড়িতে থেকেই কাজ করছিল। তবে এবার কেন্দ্র সরকারের একটি কাজের বিষয়ে বিস্তারিত তথ্য দেব যেখানে আপনারা বাড়িতে থেকেই কাজ করতে পারবেন। তবে শুধু কাজ নয়, কাজের পাশাপাশি মোটা টাকা আয়ও করতে সক্ষম হবেন। Online Home Income Tips

Online home income tips

অনেকেই আমরা রয়েছি যারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কনটেন্ট রাইটিং, ওয়েব ডেভলপমেন্ট এমনকি ট্রান্সলেটরের কাজও করে থাকে। Upwork, freelancer এর মত বিভিন্ন ওয়েবসাইট থেকে বহু মানুষ ফ্রিল্যান্সিংয়ের কাজ করে মাসে অনেক টাকা আয় করতে সক্ষম হয়ে থাকেন। আজকে যে ওয়েবসাইটটি সম্পর্কে কথা বলব তার নাম Flexibench। Flexibench নামের এই ওয়েবসাইটটি কেন্দ্র সরকার( Central Government) অনুমোদিত। এই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করেন প্রতিদিন দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বাড়িতে বসে রোজগার করা যাবে।
বিশেষত ছাত্র-ছাত্রী, হাউস ওয়াইফদের জন্য এই কাজটি বিশেষ সুবিধা জনক হয়ে থাকে। কারণ নিজের অবসর সময় এই ওয়েবসাইটে কাজ করা যায়।

যারা ট্রান্সলেটরের কাজ করে থাকেন তারা এই ওয়েবসাইটের কাজ করে খুবই লাভবান হতে পারবেন। অনুবাদক (Translator) হিসেবে আপনি কাজ করতে পারেন Flexibench-এ। ভারতীয় যে ভাষায় আপনার দক্ষতা রয়েছে সেই ভাষাতেই আপনি কাজ করতে পারবেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ করুন Flexibench লিখে। ওই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাকে প্রথমে একটি প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনাকে একটি টেস্ট দিতে হবে। টেস্টে পাশ করতে পারলে আপনাকে ট্রান্সলেটর হিসেবে নিয়োগ করবে। আপনার যত টাকা আরনিং হবে তা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

Written by Nupur Chattopadhyay

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button