১ এপ্রিল থেকে বিনামূল্যে দামি চাল, এই রেশন কার্ড থাকতে হবে – WB Free Ration

WB Free Ration : রেশন সামগ্রী সরবরাহ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। কখনো সামগ্রিক কারচুপির অভিযোগ তো আবার কখনো নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহের অভিযোগ তোলা হয়েছে একাধিক মহল থেকে। তবে বর্তমানে রাজ্য সরকার এই রেশন সামগ্রী সরবরাহ নিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহকদের আগামী ১লা এপ্রিল থেকে বর্তমানে ভালো চাল সহ অন্যান্য রেশন সামগ্রী সরবরাহ করা হবে। তাই আপনি অথবা আপনার পরিবারের রেশন কার্ড থেকে থাকলে প্রতিবেদনটি আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

নিম্নে রেশন কার্ড ধারীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে বিশেষ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

wb free ration

রেশন প্রকল্প:

রেশন প্রকল্প হলো এমন একটি সরকারি উদ্যোগ, যা জনগণের জন্য খাদ্য সহায়তা প্রদান করে। এই প্রকল্পের মাধ্যমে গরীব ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, চিনি, গুঁড়া দুধ, এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সস্তা বা বিনামূল্যে সরবরাহ করা হয়। ভারতের মতো দেশে রেশন প্রকল্পগুলি সাধারণত নিম্ন আয়ের পরিবার বা দরিদ্র জনগণের জন্য নির্দিষ্ট রেশন দোকান বা পয়েন্ট থেকে বিতরণ করা হয়।

এতে খাদ্যসামগ্রী বরাদ্দের জন্য সরকারি নিয়মাবলী ও কিউআর কোড ভিত্তিক প্রযুক্তি ব্যবহৃত হয়। রেশন প্রকল্পের লক্ষ্য হলো জনগণের পুষ্টি চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তবে এই রেশন প্রকল্পে রাজ্যে একাধিক দূর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে বর্তমান রাজ্য সরকার রেশন সামগ্রিক সরবরাহ নিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত কার্যকরী হলে রাজ্যের সাধারণ জনগণ

WB DA Arrear Update : ২৫% নয়! লাগবে ১০০% ডিএ, হারবে রাজ্য বিরাট পদক্ষেপ কর্মীদের

বিশেষভাবে উপকৃত হবে।

বিনামূল্যে ভালো চাল বিতরণ:

রাজ্যে রেশন প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বারংবার। রেশন ডিলারদের মাল কম দেওয়ার অভিযোগ থেকে শুরু করে নিম্নমানের রেশন সামগ্রী সরাবরাহের অভিযোগ উঠে এসেছে একাধিকবার। ‌এই নিয়ে বিরোধীদল থেকে শুরু করে সাধারণ জনগণ একাধিকবার সরব হয়েছেন। তাই অবশেষে রাজ্য সরকার সামনের মাস থেকে ভালো মানের রেশন সামগ্রিক বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত কার্যকরী হলে রাজ্যের সাধারণ জনগণ উপকৃত হবেন। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে রাজ্যের রেশন কার্ড গ্রাহকদের (Ration Card) বিনামূল্যে এই ভালো মানের চাল বিতরণ করা হবে। তাই দীর্ঘদিন যাবত রাজ্যের সাধারণ জনগণ রেশন সামগ্রীর অনুমান নিয়ে যে অভিযোগ উঠে এসেছিল তার সমাধান হতে চলেছে।

রেশন প্রকল্পে ভালো মানের চাল বিতরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটি পশ্চিমবঙ্গ

EV Battery: ৫ মিনিটেই ফুল চার্জ, ৩০০০ কিমি রেঞ্জ! বাজারে আসছে হুয়াইয়ের ইভি ব্যাটারি

সরকার তরফ থেকে গ্রহণ করা হয়নি। আমাদের দেশের অঙ্গরাজ্য তেলেঙ্গানা তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির নেতৃত্বে এই নতুন রেশন প্রকল্প রাজ্যের লক্ষাধিক মানুষকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। তেলেঙ্গানা সরকার পরিকল্পিতভাবে রেশন গ্রাহকদের জন্য বিনামূল্যে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে, যা সেই রাজ্যের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এক বড় স্বস্তি বয়ে আনবে।

পাশাপাশি, স্মার্ট রেশন কার্ড চালুর মাধ্যমে সুবিধাভোগীদের জন্য আরও আধুনিক ও সুষ্ঠু রেশন সামগ্রী বন্টন ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই সংক্রান্ত পরবর্তী আপডেট জানা গেলে আপনাদের বিস্তারিত জানানো হবে। এছাড়াও পরবর্তীকালে আমাদের রাজ্য সরকার রেশন সামগ্রী সরবরাহ নিয়ে কোন উদ্যোগ গ্রহণ করলে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা আমাদের মাধ্যমে পেয়ে যাবেন।

মাত্র ৭০ টাকা জমা করে ৬ লক্ষ টাকা রিটার্ন, পোস্ট অফিসের স্কিম সম্পর্কে দেখুন – India Post Scheme

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.
Back to top button
Join Telegram Join WhatsApp