25% ডিএ তো মিলবে কিন্তু তাও রয়েছে জোড়ালো দুঃসংবাদ – WB Govt Employees Salary Update

25% ডিএ তো মিলবে কিন্তু তাও রয়েছে জোড়ালো দুঃসংবাদ - WB Govt Employees Salary Update

WB Govt Employees Salary Update: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের এক গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বহু প্রতীক্ষার পর যদিও সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তী রায়ে নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের ২৫% বকেয়া মহার্ঘভাতা (DA) পরিশোধ করতে হবে। এই রায় এনে দিয়েছে সাময়িক স্বস্তি হাজার হাজার কর্মীর জন্য,  যারা দীর্ঘদিন ধরে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এত কিছুর মধ্যে রয়েছে একটা দুঃসংবাদও। আসুন তাহলে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক –

25% ডিএ তো মিলবে কিন্তু তাও রয়েছে জোড়ালো দুঃসংবাদ - WB Govt Employees Salary Update

সম্পর্কিত পোস্ট

Jio Electric Scooter 2025: শুরু মাত্র ৭০ হাজার! সম্পূর্ণ বৈশিষ্ট্য, দাম ও পারফরম্যান্স বিশ্লেষণ

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়: স্বস্তি ও সম্ভাবনার ইঙ্গিত

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ প্রথমদিকে ৫০% বকেয়া DA দেওয়ার কথা বললেও রাজ্যের আবেদনে তা কমিয়ে ২৫% করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত রায় নয়, কারণ সম্পূর্ণ বকেয়া ১০৫% DA-র মধ্যে এখনো ৭৫% প্রাপ্য রয়ে গেছে, যার শুনানি নির্ধারিত রয়েছে ২০২৫ সালের আগস্ট মাসে।

এদিকে গ্র্যাজুইটি ও লিভ এনক্যাশমেন্ট নিয়ে উঠছে প্রশ্ন

এই রায়ের পর একটি বড় প্রশ্ন উঠে আসছে—এই ২৫% বকেয়া DA প্রদানে কর্মচারীরা কি অতিরিক্ত গ্র্যাজুইটি বা লিভ এনক্যাশমেন্ট সুবিধা পাবেন? যদি না মেলে তাহলে সরকারি কর্মীদের জন্য মোটেও ভালো খবর নয়।

এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “আমরা যে মামলাটি করেছিলাম, তা নির্দিষ্টভাবে DA সংক্রান্ত। গ্র্যাজুইটি এবং লিভ এনক্যাশমেন্টের বিষয়টি মামলায় অন্তর্ভুক্ত ছিল না।”

এদিন তিনি আরও জানান, “স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট) যে রায় দিয়েছিল, সেটাই সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। সেই রায়ে গ্র্যাজুইটি ও লিভ এনক্যাশমেন্টের কোনো উল্লেখ নেই। ফলে এই বিষয়গুলি নিয়ে আলাদা মামলা না হলে কোনো আদেশ আসত না।” তাই আপাতত এই সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই।

ভবিষ্যতের দিকে তাকিয়ে আশাবাদী কর্মীরা

এদিকে মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, DA-র বিষয়ে আপাতত ২৫% আদায় হলেও তারা থেমে থাকবে না, পুরো ১০০% আদায়ের লক্ষ্যে সংগঠন লড়াই চালিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ২০২৫ সালের আগস্ট মাসের চূড়ান্ত শুনানিতে সুপ্রিম কোর্ট হয়তো বাকি ৭৫% DA প্রদানের নির্দেশ দেবে।

সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে রাজ্যের সরকারি কর্মচারীরা সাময়িক স্বস্তি পেলেও, DA ছাড়াও অন্যান্য আর্থিক সুবিধা যেমন গ্র্যাজুইটি ও লিভ এনক্যাশমেন্ট নিয়ে এখনো স্পষ্টতা আসেনি বা সম্ভাবনাও কম। এই বিষয়ে আন্দোলন ও আইনি লড়াই ভবিষ্যতেও চলবে বলে কর্মী সংগঠনগুলি জানিয়েছে। যদি এমনটা হয় তাহলে অবশ্যই সরকারি কর্মীদের জন্য মোটেও ভালো খবর না।

সতর্ক দৃষ্টি থাকুন আগস্টের শুনানির দিকে, কারণ সেখানেই নির্ধারিত হবে কর্মচারীদের প্রকৃত অধিকার।

আরও পড়ুন

আধার কার্ড নিয়ে দারুণ সুসংবাদ! ঘরে বসে ডাউনলোড করুন নতুন আধার কার্ড, দেখুন - Aadhaar Card Free Download 2025

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Related Articles

Back to top button