রাজ্য স্বাস্থ্য দপ্তরে তরফে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB Govt Health Job Recruitment

WB Govt Health Job Recruitment :এবার স্বাস্থ্য বিভাগের ফের কমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন। যারা জেলা থেকে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই বিজ্ঞপ্তি থেকে আপনাদের সামনে এ নিয়োগ সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি। এই নিয়োগ সম্পর্কে আর বিস্তারিত জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত পূরণ নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে।

wb govt health job recruitment

সম্পর্কিত পোস্ট

এক রিচার্জে সারা বছর আনলিমিটেট পরিষেবা জিও-র, অফার হাতছাড়া নয়! Jio 1 Yaer Unlimited Offer 2025

নিচে পদের নাম ও তার সম্পর্কে আলোচনা করা হলো : 

এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে এক্ষেত্রে হাউস স্টাফ পদে নিয়োগ করা হবে যা স্বাস্থ্য বিভাগের এক বিশেষ পদ। 

 

বয়স সীমা : স্বাস্থ্য বিভাগের এই পদের ক্ষেত্রে আবেদন করতে প্রার্থীরা সর্বাধিক ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে নূন্যতম বয়স সম্পর্কে অফিসিয়াল নোটিশে কোন উল্লেখ নেই। 

 

যোগ্যতা সমূহ : এই পদে আবেদন করতে প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথ যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে অথবা নিচে যোগ্যতা সম্পর্কে স্ক্রিনশট দেওয়া হল। 

Recruitment Department West Bengal Health 
Post NameHouse Staff
Age Limitmaximum 35 Years
Application ModeOffline
Recruitment ProcessOnly Interview
Interview Date21 February, 11 AM

 

এবার আসা যাক আবেদন পদ্ধতির সম্পর্কে :

এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে এক্ষেত্রে আবেদনপত্র জমা করতে হবে তবে তা আগে জমা করতে হবে না। আবেদন পত্রটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে পরে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদন পত্রটি ঠিকঠাকভাবে পূরণ করে নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে ওই আবেদন পত্রটি ইন্টারভিউ দিন নিয়ে উপস্থিত থাকতে হবে। কেননা এ ক্ষেত্রে ইন্টারভিউ দিন প্রথমে রেজিস্ট্রেশন করা হবে তাই ঐদিন আবেদন পত্রটি জমা করতে হবে। 

রাজ্যে বিভিন্ন ব্লক ও পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শুধু ইন্টারভিউ দিয়ে সুযোগ – WB DM Office Job Recruitment

এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে : 

নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে করতে গেলে বলা যায় যে এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। কেননা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে এক্ষেত্রে প্রার্থীদের ওয়াল্ক ইন ইন্টারভিউর আয়োজন করা হয়েছে যেখানে সরাসরি ইন্টারভিউ দিয়ে প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এই সুযোগ নিতে পারেন। তবে প্রার্থীদের অবশ্যই উপযুক্ত যোগ্যতা থাকতে হবে তাহলে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। ইন্টারভিউর দিন আবেদন পত্রটি এবং সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি ও অরিজিনাল নিয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকতে হবে। 

 

জরুরি ডকুমেন্টস : এক্ষেত্রে আবেদন পত্রের পাশাপাশি জরুরি ডকুমেন্টস -যেমন -বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতা প্রমাণ, অভিজ্ঞতা যদি থাকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, পাসপোর্ট সাইজের ছবি, আঁধার কিংবা ভোটার কার্ড এছাড়াও অন্যান্য পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস। 

 

প্রার্থীর জন্য ইন্টারভিউর তারিখ ও সময় : এক্ষেত্রে ইন্টারভিউর তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছিল ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১ টাই। তা শেষ হয়ে গেছে। এরকম নতুন নতুন খবর পেতে এখানে ক্লিক করুন 

মাসিক বেতন 35,400! কম্পিউটার জানলে কেন্দ্র সরকারের চাকরির দারুণ সুযোগ – Supreme Court Job Recruitment

ইন্টারভিউর তারিখ স্থান ইন্টারভিউ এর জন্য যোগ্যতা ও আবেদনপত্র সহ অন্যান্য বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস ডাউনলোড করে দেখে নিবেন। 

 

আমরা চাকরিপ্রার্থীদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন সোর্স থেকে চাকরি ও অন্যান্য বিভিন্ন খবর নিয়ে আসি। আমরা চাকরি দেওয়া বা চাকরি হওয়ার কোন প্রতিশ্রুতি দিই না। চাকরি প্রার্থীরা নিজ দায়িত্বে বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা পরিপূর্ণ হলে আবেদন করে এই সুযোগ গুলি নিতে পারেন। প্রতারণার হাত থেকে নিজেকে এড়িয়ে নিয়ে চলবেন। ধন্যবাদ!

আরও পড়ুন

৫,০০০ টাকা কমে Oneplus CE 4 5G ঘরে আনুন! দারুণ অফার হাতছাড়া করবেন না, বিস্তারিত পড়ুন
Official Notification Download 
Official Website Click Here

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Related Articles

Back to top button
Join Telegram Join WhatsApp