রাজ্যে ভূমি দপ্তরে কেরানি সহ একাধিক পদে চাকরির সুযোগ, ইন্টারভিউ দিয়ে সুযোগ – WB Govt Job Recruitment

WB Govt Job Recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যে পুনরায় নতুন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যে এক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস তরফ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার ডিএম অফিসে একাধিক কর্ম পরিচালনার জন্য কেরানি সহ একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে? আবেদনের যোগ্যতা কি চাওয়া হয়েছে? কারা কারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন? আবেদন প্রক্রিয়া কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

পদের নাম: WB Govt Job Recruitment 

সংশ্লিষ্ট জেলার ডি এম অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

  1. • অতিরিক্ত জমি অধিগ্রহণ কর্মকর্তা পদ।
  2. • সহকারী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদ।
  3. • কেরানি পদ।
  4. • সার্ভেয়ার/আমিন পদ।

মোট শূন্য পদের সংখ্যা:

নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ০৮ টি। যার মধ্যে অতিরিক্ত জমি অধিগ্রহণ কর্মকর্তা পদে শূন্য পদের সংখ্যা ০২ টি, সহকারী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে শূন্য পদের সংখ্যা ০২টি, কেরানি পদে শূন্য পদের সংখ্যা ০২ টি, সার্ভেয়ার/আমিন পদে শূন্য পদের সংখ্যা ০২ টি।

বয়স সীমা:

আবেদন প্রক্রিয়ায় অংশ গ্রহণকারী চাকরি প্রার্থীদের ০১ ফেব্রুয়ারি ২০২৫ অনুযায়ী বয়স সীমা নির্ধারণ করা হবে। ৬৫ বছর পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন চাওয়া হয়েছে।

  • অতিরিক্ত জমি অধিগ্রহণ কর্মকর্তা পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের L.A. বা LR সেটআপে SRO-II বা তার উপরে অভিজ্ঞতা থাকতে হবে।
  • সহকারী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের L.A. বা LR সেটআপে R.O বা তার উপরে অভিজ্ঞতা থাকতে হবে।
  • কেরানি পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের যেকোনো সরকারি চাকরিতে SHC/HC হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।
  • সার্ভেয়ার/আমিন পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের এলএ বা এলআর সেটআপে সার্ভেয়ার/আমিন হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগের সংস্থা ভূমি সংস্করণ দপ্তর
পদের নামএকাধিক
যোগ্যতাপদ অনুযায়ী আলাদা আলাদা
বয়সসীমাসর্বাধিক ৬৫ বছর
নিয়োগ প্রক্রিয়াইন্টারভিউ

আবেদন পদ্ধতি:

অফলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরি প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে। আবেদন পত্রটি পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউ মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে। পদ অনুযায়ী ইন্টারভিউয়ের দিন ধার্য করা হয়েছে। ইন্টারভিউ এর তারিখ এবং সময় নিম্নে আলোচনা করা হয়েছে।

ইন্টারভিউ তারিখ: 

এই নিয়োগের আবেদন গ্রহণ শেষ হয়ে গেছে। ইন্টারভিউ নেওয়াও শেষ হয়েছে তাই এখন নতুন খবর পেতে এখানে ক্লিক করুনক্লিক করুন

অফিসিয়াল নোটিশ ডাউনলোড 
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন 

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button