রাজ্যে শিশু সুরক্ষা বিভাগে অষ্টম পাশে কর্মী নিয়োগ হচ্ছে, ২৩ জেলা থেকে আবেদন করুন -WB Govt Job Recruitment

WB Govt Job Recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর রাজ্যে পুনরায় নতুন শূন্য পদে গ্রুপ সি সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য সরকারি হোমে গ্রুপ সি সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের ন্যূনতম বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর রয়েছে।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যথা- শূন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, আবেদন শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দিকে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। WB Govt Job Recruitment in Child Protection Department 

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

wb govt job recruitment

পদের নাম সমূহ :

রাজ্য সরকারের একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

  1. অফিসার ইনচার্জ পদ।
  2. • চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদ।
  3. • কাউন্সিলর পদ।
  4. • হাউস ফাদার পদ।
  5. • হেল্পার কাম নাইট ওয়াচম্যান 

 

নিচে প্রত্যেক শূন্য পদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো : 

অফিসার ইনচার্জ :

এই পদের জন্য নারী পুরুষ সকলেই আবেদন জানাতে পারবেন এবং শূন্য পদ রয়েছে একটি। 

বয়স সীমা : উপরোক্ত পদে আবেদন করতে যে সমস্ত প্রার্থী আগ্রহী সে সমস্ত প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ২৭ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪২ বছরের মধ্যে। 

 

মাসিক বেতন কাঠামো : যে সমস্ত প্রার্থীরা অফিসার ইনচার্জ পদে নিযুক্ত হবেন সেই প্রার্থীকে মাসিক বেতন হিসাবে ৩৩ হাজার ১০০ টাকা দেওয়া হবে। 

 

শিক্ষাগত যোগ্যতা সমূহ :আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের পদ অনুযায়ী ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। অফিসার ইনচার্জ পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ হিউম্যান রাইট ইত্যাদি বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ও অন্ততপক্ষে তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে।

 

চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদ:

এক্ষেত্রে পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী আবেদন করার যোগ্যতা রাখে অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে সকলে আবেদন জানাতে পারবেন। 

 

বয়স সীমা : যে সমস্ত প্রার্থীরা চাইল্ড ওয়ালফেয়ার অফিসার পদের জন্য আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 

 

মাসিক বেতন : চাইল্ড ওয়ালফেয়ার অফিসার পদের জন্য নিযুক্ত প্রার্থীকে মাসিক ২৩,১০০ টাকা বেতন দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা : চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ সোশ্যাল সায়েন্সের উপর গ্রাজুয়েশন থাকতে হবে অথবা এলএলবি ডিগ্রী থাকলেও হবে। এর সঙ্গে দুবছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে।

 

কাউন্সিলর পদ :

এই পদের ক্ষেত্রেও পুরুষ মহিলা সকলেই আবেদন জানাতে পারবেন। 

বয়স সীমা : যে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদের ক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ২৪ বছর এবং সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে। 

মাসিক বেতন কাঠামো : যে প্রার্থী কাউন্সিলর পদের জন্য নিযুক্ত হবেন সেই প্রার্থীকে মাসিক বেতন হিসেবে ২৩ হাজার ১০০ টাকা দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা :কাউন্সিলর পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ সাইকোলজিতে গ্রাজুয়েশন থাকতে হবে বা কাউন্সেলিং এর ওপর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে এক বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে।

 

হাউস ফাদার : এই পদের ক্ষেত্রেও পুরুষ মহিলা উপায় আবেদন জানাতে পারবেন এবং এক্ষেত্রে একাধিক শূন্য পদ রয়েছে। 

বয়স সীমা : যে সকল চাকরির প্রার্থীরা হাউস ফাদার পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক সেই সমস্ত প্রার্থীদের বয়স ন্যূনতম ২১ বছর থাকা চাই এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। 

 

মাসিক বেতন কাঠামো : যে সকল প্রার্থী এই পদের জন্য নিযুক্ত হবেন সেই প্রার্থীদের মাসিক বেতন হিসেবে প্রায় ১৫ হাজার টাকা দেওয়া হবে। 

 

শিক্ষাগত যোগ্যতা : হাউস ফাদার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর পাশাপাশি তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

হেল্পার কাম নাইট ওয়াচম্যান :

এই পদের ক্ষেত্রে শুধু পুরুষেরাই আবেদন জানাতে পারবেন। 

 

বয়স সীমা : যে সমস্ত প্রার্থী হেলপার কাম নাইট ওয়াচময়ান পদের জন্য আবেদন জানাতেই আগ্রহী সেই সমস্ত প্রার্থীদের বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। 

 

মাসিক বেতন কাঠামো : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসাবে ১২০০০ টাকা দেওয়া হবে। 

 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে। এছাড়াও এই ফিল্ডে যোগ্যতা থাকতে হবে। 

 

নিয়োগ পদ্ধতি কি হবে : উপরোক্ত পদ গুলোতে যে সকল প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাবেন সে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে । এক্ষেত্রে পদ অনুযায়ী নিয়োগ পদ্ধতি কিছুটা আলাদা আলাদা হবে। 

প্রথমত প্রত্যেক পদের জন্য প্রার্থীদের জন্য আয়োজন করা হবে লিখিত পরীক্ষা যা ৮০ নম্বরের হয়ে থাকবে। এক্ষেত্রে পদ অনুযায়ী সিলেবাস আলাদা আলাদা হবে। 

অফিসার ইনচার্জ পদ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদ ও কাউন্সিলর পদের জনপ্রার্থীদের জন্য আয়োজন করা হবে ১০ নম্বরের কম্পিউটার টেস্ট। এরপর ১০ নম্বরের ভাইবা ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের মোট ১০০ নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। 

ফাদার হাউস পদ এবং হেলপার কাম নাইট ওয়াচম্যান পদের জন্য পরীক্ষায় সফল হলে সরাসরি ২০ নম্বরের ভাইভা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

সব পদের ক্ষেত্রে মোট ১০০ নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি:

অফলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী কে সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর আবেদন পত্র ডাউনলোড করতে হবে। আবেদন পত্র ডাউনলোড করার পর সেটি a4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এবার আবেদন পত্রে উল্লেখিত ঘরে আবেদনকারীর নাম ঠিকনা সহ শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজন নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ইমেইল এড্রেসে জমা করতে হবে। আবেদন পত্র জমা করার ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছে। এছাড়াও আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

আবেদন শেষ তারিখ:

১৪ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজি ১৩ মার্চ পর্যন্ত। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য আপনারা নিম্নে প্রদত্ত অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন।

 

আমরা এই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে যথাযথ তথ্য দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি কোন তথ্য ছাড়া থেকে থাকে বা পড়তে অসুবিধা হয় কিংবা বুঝতে অসুবিধা হয় এছাড়াও যেকোনো প্রয়োজনে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারেন। নিচে অফিশিয়াল নোটিশ ডাউনলোড লিংক দেওয়া হবে। 

 

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Related Articles

Back to top button