প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক ও অন্যান্য যোগ্যতায় আবেদন করুন এখই – WBBPE Teachers Recruitment 2025
পশ্চিমবঙ্গের প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, দেশ জেলা থেকে যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রার্থীদের আবেদনের জন্য নোটিশ প্রকাশ
WBBPE Teachers Recruitment 2025: কিছুদিন আগেই রাজ্যে প্রায় 35 হাজার শুন্য পদে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। যার একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে এবং নবম দশম শ্রেণীর ফল দু-একদিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে। এই ৩৫ হাজার শুন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলতে না চলতেই পুনরায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যার অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হতে চলেছে। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষক হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। প্রাথমিক শিক্ষকের এই নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদ রয়েছে ১৩,৪২১ টি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (WBBPE) তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো।

পদের নাম এবং শূন্য পদের সংখ্যা :
২০২২ এবং ২৩ টেট পাস চাকরি প্রার্থীদের দীর্ঘদিন আন্দোলনের ফলে অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের সমস্ত প্রক্রিয়াটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (WBBPE) সম্পূর্ণ করে থাকেন। ১৯ শে নভেম্বর বোর্ডের তরফ থেকে অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে ১৩,৪২১ টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য টেট পাস চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবেন।
বয়স সীমা :
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা যথা – SC, ST, OBC (A & B), PwD নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। বয়সের ছাড় পেতে গেলে উক্ত চাকরি প্রার্থীদের অবশ্যই জাতিগত সংশয়পত্র থাকতে হবে।
আবেদন যোগ্যতা :
পশ্চিমবঙ্গ বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর তরফে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রায় 13000 পদের কাছাকাছি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারীকে নিম্নলিখিত যোগ্যতা আর অধিকারী হতে হবে। আবেদনকারী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিচয় পত্র হিসেবে যাবতীয় নথিপত্র থাকতে হবে। আবেদনকারী কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। উচ্চ মধ্যমিকের পাশাপাশি কোন স্বীকৃত কলেজ থেকে ডি.এল.এড ডিগ্রি সম্পন্ন থাকতে হবে। উক্ত যোগ্যতা গুলির পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ প্রাথমিক টেট পাশ হতে হবে।
আবেদন পদ্ধতি :
উপরে উল্লেখিত যোগ্যতার অধিকারী চাকরিপ্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবেন। অনলাইনে পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড অফ এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইডে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর সমস্ত বৈধ নথিপত্র প্রদান করতে হবে। আবেদন শেষে আবেদনমূল্য প্রদান করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আবেদন মূল্য :
আবেদন প্রক্রিয়ায় অংশ গ্রহণকারী চাকরি প্রার্থীদের নির্দিষ্ট আবেদন মূল্য ধার্য করা হয়েছে। জেনারেল চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৬০০ টাকা প্রদান করতে হবে। OBC-A, OBC-B চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা প্রদান করতে হবে। SC/ ST/ EWS/ PwD চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণের ছার থাকায় ৩০০ টাকা প্রদান করতে হবে।
আবেদন শেষ তারিখ :
অনলাইন আবেদন প্রক্রিয়া আজ অর্থাৎ ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। তাই সমস্ত প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা যথা সময় আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।