রাজ্যে সাড়ে ৮ হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ, এখনই আবেদন করে ফেলুন – WBSSC Group C D Recruitment
WBSSC Group C D Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের এক বড় সুখবর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর WBSSC-র মাধ্যমে রাজ্যের সহায়তাপ্রাপ্ত ও স্পনসরড স্কুলগুলিতে — ক্লার্ক এবং গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য বহু প্রতীক্ষিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এমনকি আবেদন গ্রহণ শুরু লরা হয়েছে।
গত মাসের ০৯ তারিখ ২০২৫ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তি ‘প্রথম রাজ্যস্তরীয় নির্বাচন পরীক্ষা, ২০২৫’-এর মাধ্যমে মোট ৮,৪৭৭টি শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে কমিশন কর্তৃক। দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীদের যে অপেক্ষা ছিল— তা এবার বাস্তবে পরিণত হতে চলেছে বলে জানা যায়।

WBSSC Clerk & Group-D Recruitment 2025: মোট শূন্যপদ ৮,৪৭৭
এবারের বিজ্ঞপ্তির অন্যতম আকর্ষণীয় দিক হলো বিপুল শূন্যপদের সংখ্যা এবং তার অল্প সময়ে বাস্তবায়ন। এরপর কমিশন অফিসিয়ালি জানিয়েছে:
পদের ভিত্তিতে শূন্যপদ
- ক্লার্ক: ২,৯৮৯ টি
- গ্রুপ-ডি: ৫,৪৮৮ টি
- মোট: ৮,৪৭৭ টি পদ
বিশেষ করে রাজ্যের শিক্ষাঙ্গন ও স্কুল প্রশাসনে একসাথে এত বড় সংখ্যায় অশিক্ষক কর্মচারী নিয়োগ বহুদিন পর হতে চলেছে যা সকলেরই জানা আছে।
আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখ
তবে এক্ষেত্রে আবেদন করার পূর্বে চাকরিপ্রার্থীদের সময়সীমার বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে।
এখানে যে তারিখগুলো WBSSC অফিসিয়ালি ঘোষণা করেছে—
- অনলাইন আবেদন শুরু: ০৩ নভেম্বর ২০২৫ থেকে
- শেষ তারিখ: ০৩ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৫টা পর্যন্ত)
- ফি জমা দেওয়ার শেষ তারিখ: ০৩ ডিসেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত) করা হয়েছে
- লিখিত পরীক্ষা: জানুয়ারি ২০২৬ (নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে) হবে
তবে বড় কথা হলো এবারের রিক্রুটমেন্টে সময়সীমা খুবই কম, তাই আবেদনকারীদের বিলম্ব না করাই ভালো বিষয়।
WBSSC Clerk & Group-D 2025: যোগ্যতা কী লাগবে?
WBSSC স্পষ্টভাবে দুই পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে।
ক্লার্ক পদে যোগ্যতা
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- কম্পিউটার জ্ঞান থাকলে বাড়তি সুবিধা (টাইপিং/ডাটা এন্ট্রি পরীক্ষায় কাজে লাগবে)
গ্রুপ-ডি পদে যোগ্যতা
- স্বীকৃত বোর্ড/সংস্থার যেকোনো স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হওয়া দরকার
বয়সসীমা (০১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী)
- সাধারণ প্রার্থী: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে
- SC/ST/OBC/PH: সরকারি নিয়ম অনুযায়ী উচ্চবয়সসীমায় ছাড় প্রযোজ্য হবে
WBSSC Clerk & Group-D Recruitment 2025: নিয়োগ প্রক্রিয়া
WBSSC এবার নিয়োগ প্রক্রিয়াটি স্পষ্টভাবে ভাগ করেছে দুই পদের জন্য বলা হয়েছে।
ক্লার্ক পদে নির্বাচন হবে ৪ ধাপে
- লিখিত পরীক্ষা নেওয়া হবে
- শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন হবে
- পূর্ব অভিজ্ঞতা (যদি থাকে)
- ইন্টারভিউ + কম্পিউটার/টাইপিং টেস্ট
এখানে সবচেয়ে গুরুত্ব পাবে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতা অবশ্যই।
গ্রুপ-ডি পদের নির্বাচন হবে ৩ ধাপে
- লিখিত পরীক্ষা নেওয়া হবে
- অভিজ্ঞতা (যদি থাকে)
- ইন্টারভিউ এর আয়োজন করা হবে
কোনো নেগেটিভ মার্কিং নেই!
তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য বড় স্বস্তির খবর—
লিখিত পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকছে না বলে উল্লেখ।
এছাড়া প্রশ্নপত্র পাওয়া যাবে বাংলা ও ইংরেজি— দুই ভাষাতেই হবে।
WBSSC Clerk & Group-D 2025: আবেদন ফি কত?
কমিশন নির্দিষ্ট ফি ঠিক করেছে—
- General / OBC / EWS: ৪০০ টাকা আবেদন মূল্য
- SC / ST / PH: ১৫০ টাকা জমা করতে হবে
ফি কেবলমাত্র অনলাইনে জমা দিতে হবে বলে জানানো হয়।
কীভাবে আবেদন করবেন? (Step-by-Step Guide)
WBSSC স্পষ্ট করেছে যে কেবল অনলাইন মাধ্যমে কেনল আবেদন গ্রহণযোগ্য হবে।
👉 আবেদন লিংক:
আবেদন করার ধাপ নিন্মরূপ
- অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- “First State Level Selection Test, 2025” অপশন সিলেক্ট করতে হবে
- নতুন প্রার্থী হলে Registration করতে হবে
- ফর্ম পূরণ করতে হবে—
- ব্যক্তিগত তথ্য
- ঠিকানা
- শিক্ষাগত যোগ্যতা
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে
- আবেদন ফি পেমেন্ট করতে হবে
- ফর্ম সাবমিট করে প্রিন্ট কপি রাখতে হবে
বিতর্কিত প্রার্থীরা আবেদন করতে পারবেন না
তবে স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট জানিয়েছে—
যারা সুপ্রিম কোর্টের রায়ে ‘বিতর্কিত প্রার্থী’ হিসাবে চিহ্নিত বলে উল্লেখ, তারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন না।
এটি আগের দুর্নীতি মামলার ভিত্তিতে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লিখিত পরীক্ষায় কী কী থাকবে?
যদিও বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ সিলেবাস নেই তবে জানানো হয়েছে এই পরীক্ষায়, সাধারণত WBSSC ক্লার্ক ও গ্রুপ-ডি পরীক্ষায় সাধারণত থাকে—
🔹 ক্লার্ক
- General Knowledge বিষয়
- Arithmetic বিষয়
- English
- Bengali
- Computer Basics
🔹 গ্রুপ-ডি
- GK
- Arithmetic
- ইংরেজি ও বাংলা মৌলিক ব্যাকরণ
নেগেটিভ মার্ক না থাকার ফলে প্রশ্ন বেশি সল্ভ করার সুযোগ থাকবে এখানে।
WBSSC অফিসিয়াল নোটিফিকেশন PDF
এদিকে কমিশন বিজ্ঞপ্তির অফিসিয়াল PDF প্রকাশ করেছে। এরপর প্রার্থীরা তা ডাউনলোড করে বিস্তারিত পড়তে পারেন।
WBSSC Clerk & Group-D: সিলেকশনের পর নিয়োগ কোথায় হবে?
নিয়োগ হবে—
- রাজ্যের স্পনসরড হাই স্কুল গুলিতে
- সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় গুলিতে
- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মচারী পদে
বেতন ও চাকরির সুবিধা (Approx)
ক্লার্ক:
- বেসিক পে: ₹26,500–₹69,000 (Pay Level 5 অনুযায়ী)
- DA + HRA + Medical সুবিধা
গ্রুপ-ডি:
- ₹22,700–₹58,500 (Pay Level 1)
WB সরকারি চাকরি হওয়ায় সুবিধাও অনেক পাওয়া যাবে।
চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুযোগ
WBSSC ক্লার্ক ও গ্রুপ-ডি নিয়োগ ২০২৫ রাজ্যের হাজার হাজার চাকরি সন্ধানী প্রার্থীর জন্য নতুন আশার আলো জাগিয়েছে।
রাজ্যে বহুদিন ধরে যে নিয়োগ বন্ধ ছিল— এবার তা খুলে দেওয়া হয়েছে ৮,৪৭৭টি শূন্যপদের মাধ্যমে বলে বিজ্ঞপ্তি।
যোগ্য প্রার্থীরা যেন সময় নষ্ট না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে থাকবে।