রাজ্যে ফের চুক্তি ভিত্তিক হিসাবরক্ষক ও সুপারভাইজার নিয়োগ, দেখুন বিস্তারিত – West Bengal Govt Contractual Recruitment :

West Bengal Government Contractual Recruitment 2025

West Bengal Govt Contractual Recruitment : এবার রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের দারুণ সুসংবাদ। এবার রাজ্য সরকারের অধীনে ফের চুক্তি ভিত্তিক পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে হিসাবরক্ষক ও সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। রাজ্যের সংশ্লিষ্ট জেলায় থেকে আবেদন জানাতে পারবেন। মহিলা ও পুরুষ সকলে যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। যে সকল যোগ্য প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তারা আবেদন করার পূর্বে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। নিচে এই নিয়োগ সংক্রান্ত ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল।

west bengal govt contractual recruitment

কী কী পদে নিয়োগ করা হবে জেনে নেওয়া যাক :

এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে মোট দুই ধরনের পদে নিয়োগ করা হবে।

  • হিসাবরক্ষক
  • সুপারভাইজার

 

যোগ্যতা সমূহ : 

এক্ষেত্রে যে সকল প্রার্থী আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স থাকতে হবে সর্বাধিক ৬৩ বছর বা তার নিচে। এছাড়াও বয়সের ছাড় দেওয়া হবে রিজার্ভদের জন্য। এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে হলে উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। এই নিয়োগের যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে দেখে নিবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন।

 

কীভাবে আবেদন করবেন :

এক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তারা আবেদন জানাতে পারবেন অফলাইন আবেদন পত্র জমা করে। অফলাইন আবেদন পত্র জমা করতে প্রথমে অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্র নিয়ে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর এই আবেদন পত্রটি জরুরি তথ্য অনুযায়ী পূরণ করতে হবে।এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ হলে তার সঙ্গে জরুরি নথিপত্র সমূহের জেরক্স কপি দিয়ে একটা খামের ভিতর ভরে শিল্ড করতে হবে। এরপর নিদিষ্ট ঠিকানায় নিদিষ্ট সময়ের পূর্বে জমা করতে হবে।

 

জরুরি ডকুমেন্টস সমূহ :

অফলাইন আবেদন পত্র জমা করতে বেশ কিছু জরুরি নথিপত্র সমূহের জেরক্স কপি জমা করতে হবে যেমন বয়সের প্রমাণ পত্র, শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার সমস্ত ডকুমেন্টস, জাতিগত সংশয় পত্র, পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য জরুরি ডকুমেন্টস সমূহ।

 

নিয়োগ প্রক্রিয়া সমূহ : 

যে সকল প্রার্থীরা যোগ্যতা পরিপূর্ণ করতে তাদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট সিলেকশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। এক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা অফিসিয়াল নোটিশ দেখেনিন

মাত্র ১১ টাকায় আনলিমিটেট ইন্টারনেট দিচ্ছে জিও, এখনই সুবিধা নিয়ে ফেলুন – Jio Unlimited Recharge Plan

আবেদন করার শেষ তারিখ :

অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন ২৫-০৪-২০২৫ তারিখ পর্যন্ত।

 

আবেদন করার পূর্ব সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিবেন।

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.
Back to top button
Join Telegram Join WhatsApp