অল্প দিনেই দ্বিগুণ রিটার্ন! ঝুকিহীন স্কিম ভারতীয় স্টেট ব্যাংকের – SBI Bank Scheme

SBI Bank Scheme : আপনি কি চান অল্প দিনে আপনার টাকা দ্বিগুণ করতে? তাও আবার এক স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য ব্যাংক মারফত? তাহলে আপনার জন্য আজকে নিয়ে আসা হয়েছে দারুন সুযোগ।কেননা বর্তমানে অল্প সময়ে এবং ঝুঁকি ছাড়া বিনিয়োগ সংস্থা খুবই কম রয়েছে। এবার অল্প সময়ে ভালো রিটার্ন পেতে আপনাদের জন্য ঝুকিহীন ভাবে এমন একটি স্ক্রি সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনাকে মালামাল করবে। আসুন তাহলে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

sbi bank scheme

বর্তমানে অনেকে আছে যারা একটি স্থায়ী আমানত বিনিয়োগ করতে চান এবং সেখান থেকে অল্প সময়ে ভালো রিটার্ন পেতে চান? কিন্তু বর্তমান বাজারে অনেক স্কিম থাকলেও সেগুলি ঝুঁকিপূর্ণ হয়। তাইতো আপনাদের জন্য এক ঝুঁকিহীন ব্যাংকের মাধ্যমে কিভাবে আপনার আমানত জমিয়ে অল্প সময়ে ভালো রিটার্ন পেতে পারেন সেই সম্পর্কে বলতে যাচ্ছি। এই ব্যাংক কর্তৃক বেশি সুদের হার অফার করে এবং সঙ্গে বিনিয়োগের সময়কাল ও তুলনামূলক কম হয়।

 

আজকের প্রতিবেদনের যে স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হল ভারতের সর্ববৃহৎ ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক। ভারতীয় সর্ববৃহৎ ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে এমন এক স্ক্রিম লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে অল্প সময়ে ভালো রিটার্ন পাওয়া যায়। এই স্কিমের নাম হল অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম। নিন্মে এই স্কিম সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল।

 

আসুন তাহলে অমৃত কলশ স্কি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় :

অমৃত কলশ স্কিম হল ভারতীয় স্টেট ব্যাংকের নামকরা একটি ঝুকিহীন স্কিম। এই স্কিমের সর্বাধিক মেয়াদ হলো ৪০০ দিন। এই স্কিম এর মাধ্যমে সাধারণ নাগরিকরা সুদের হার পেতে

রাজ্যে সহজেই পাবেন EWS সার্টিফিকেট! রাজ্য সরকারের জারি করলো নতুন নির্দেশিকা - WB EWS Certificate Notice 2025

পারেন ৭.১০ শতাংশ। এর পাশাপাশি প্রবীর নাগরিকরা ৭.৬০ % এর কিছুটা বেশি সুদ পেতে পারেন পারেন। আপনি যদি আপনার আমানত নিরাপদে রাখতে চান এবং ভালো রিটার্ন পেতে চান তাহলে অন্য কোথাও খোঁজাখুঁজি না করে এই স্ক্রিম টি চিহ্নিত করতে পারেন।

আরও পড়ুন : WBPSC- মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শুরুতেই বেতন ৫৬ হাজার টাকা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত বৃষ্টি এফডি স্কিম :

এবার ভারতীয় স্টেট ব্যাংকের দ্বারা আরেকটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম বিকল্প স্কিম হল অমৃত বৃষ্টি স্কিম। তবে এই স্কিমের মেয়াদ হলো ৪৪৪ দিন। এই স্কুলের মাধ্যমে সাধারণ নাগরিকরা ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন এবং যদি কোন কোন প্রবীর নাগরিক এই স্কিমের সুবিধা নিতে চাই তাহলে তার জন্য ৭.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে। যদি আপনি নিরাপদে এবং ভালো

WB DA Arrear Update : ২৫% নয়! লাগবে ১০০% ডিএ, হারবে রাজ্য বিরাট পদক্ষেপ কর্মীদের

রিটার্ন পেতে চান তাহলে এটিকে একটি অন্যতম বিকল্প স্কিম বলা যেতে পারে।

 

এছাড়া অন্যান্য ব্যাংকে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে যেখানে আপনি নিরাপদে টাকা রেখে ভালো রিটার্ন পেতে পারেন। যেমন আইডিবিআই ব্যাংকের ৫৫৫ দিযন মেয়াদের উৎসব কলেবল এফডি স্কিম। এখানেও আপনি ভালো রিটার্ন পেতে পারেন সাধারণ নারীদের জন্য ৭.৪০ শতাংশ এবং প্রবীণ  নাগরিকদোর জন্য ৭.৯০ শতাংশ সুদ দেওয়া হবে।

আরও পড়ুন :  উত্তর ও দক্ষিণবঙ্গে ব্যাংকে চাকরির ফ্রী ট্রেনিং, মাস গেলে হাতে আসবে ১২,০০০ টাকা – BOI Bank Apprentice Recruitment

আমরা কেবল এই প্রতিবেদনে বিভিন্ন স্কিম সম্পর্কে ধারনা প্রদান করালাম। এই স্কিম গুলিতে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আগে বিস্তারিত জেনে নিবেন তারপর সুবিধা নিবেন। এক্ষেত্রে আমরা শুধু আপনাদের কাছে খবর প্রদান করলাম মাত্র। নিজ দায়িত্বে বিস্তারিত জেনে তবে পরবর্তী পদক্ষেপ নিবেন।

 

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.
Back to top button
Join Telegram Join WhatsApp