সুখবর! WBPSC- মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শুরুতেই বেতন ৫৬ হাজার টাকা

WBPSC: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ফের দারুণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। গত বছরের ডিসেম্বর মাসে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বেশ কয়েকটি ইন্ডিকেটিভ নোটিশ জারি করা হয়, অবশেষে তার বাস্তবায়ন করতে সেই সংক্রান্ত একটি পূর্ণ নোটিশ জারি করা হলো। রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য এটি একটি দারুন সুযোগ হতে চলেছে। পশ্চিমবঙ্গের দেশ জেলা থেকে প্রার্থীদের এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে তবে অবশ্যই উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। মহিলা পুরুষ সকলেই আবেদনের যোগ্য।আসুন তাহলে এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। 

wbpsc

সম্পর্কিত পোস্ট

এক রিচার্জে সারা বছর আনলিমিটেট পরিষেবা জিও-র, অফার হাতছাড়া নয়! Jio 1 Yaer Unlimited Offer 2025

সর্বপ্রথম আলোচনা করা যাক শূন্যপদ সম্পর্কে : 

এক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সে বিজ্ঞপ্তিতে প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের সমীক্ষা ও একাউন্টস সার্ভিস বিভাগে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে। 

 

আবেদনকারীর যোগ্যতা সমূহ : 

  • যে সমস্ত প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বাধিক ৩৪ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিতরা বয়সের উর্ধ্বসীমার ছাড় পেয়ে যাবেন। 
  • প্রার্থীদের আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পাবলিক সার্ভিস কমিশনের LDE নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার সঙ্গে পরিপূর্ণ থাকতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত অফিসিয়াল নোটিশ দেখেনিন।

wb govt psc job recruitment

মাসিক বেতন কাঠামো :

রাজ্য সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম মাসিক বেতন শুরু হবে ৫৬ হাজার ১০০ টাকা থেকে এবং সর্বাধিক ১ লাখ ৪৪ হাজার ৩১০ টাকা। 

আরও পড়ুন : ভারতীয় নামকরা ব্যাংকে ফ্রী চাকরির ট্রেনিং, মাস গেলে পাবেন ১৫,০০০ টাকা – IOB Bank Apprentice Recruitment

Recruitment ByWBPSC
Post NameAudit And Account Service Department
Age Limit18-34 (Age Relaxation As Per Govt Rules)
Application ModeMode
Recruitment ProcessWritten Exam and Interview ( Promotion Based)
Last Date Of Application13 March 2025

আবেদন পদ্ধতি কী হবে : 

পাবলিক সার্ভিস কমিশনের এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। 

  • অনেক আবেদন করতে প্রার্থীদের প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে 
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে 
  • রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফরম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে 
  • ফরম ফিলাপ চলাকালিন প্রার্থীদের নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে 
  • এরপর আবেদনমূল্য জমা করতে হবে যদি প্রযোজ্য হয় 
  • সবশেষে ফাইনাল সাবমিট করে ফর্মটি প্রিন্ট আউট বের করে নিতে হবে 

 আরও পড়ুন : উত্তর ও দক্ষিণবঙ্গে ব্যাংকে চাকরির ফ্রী ট্রেনিং, মাস গেলে হাতে আসবে ১২,০০০ টাকা – BOI Bank Apprentice Recruitment

নিয়োগ পদ্ধতি :

যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে সফলভাবে আবেদন করবেন সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে মূলত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। নিয়োগ পদ্ধতি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটি ডাউনলোড করে দেখে নিন। 

 

আবেদন করার তারিখ সমূহ

যে সমস্ত ভার্সিটির আবেদন করতে চাই তারা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে ১৩ই মার্চ ২০১৫ তারিখ পর্যন্ত। 

নিয়োগের ধরন : এই নিয়োগ প্রমোশনাল ভিত্তিতে সম্পন্ন করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। 

 

আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন – http://psc.wb.gov.in/

আরও পড়ুন

৫,০০০ টাকা কমে Oneplus CE 4 5G ঘরে আনুন! দারুণ অফার হাতছাড়া করবেন না, বিস্তারিত পড়ুন
অফিসিয়াল নোটিশ ডাউনলোড 
অফিসিয়াল ওয়েবসাইট http://psc.wb.gov.in/

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button
Join Telegram Join WhatsApp