পাট শিল্পে উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করে ফেলুন – Jute Corporation India Job Recruitment

চাকরি প্রার্থীদের জন্য আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারত সরকারের জুট কর্পোরেশন দপ্তর। যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের জুট কর্পোরেশন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে।‌ সকল ভারতীয় নাগরিক এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। যে কোনো শাখায় আবেদনকারী ‌উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই জুট মিলের উক্ত পদে যোগ্য। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদনের পূর্বে চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। নিম্নে আবেদনের বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। Jute Corporation India Job Recruitment

• শূন্য পদের নাম :
ভারত সরকারের জুট মিলে তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নাম হল Junior Inspector পদ।

সম্পর্কিত পোস্ট

এক রিচার্জে সারা বছর আনলিমিটেট পরিষেবা জিও-র, অফার হাতছাড়া নয়! Jio 1 Yaer Unlimited Offer 2025

• পদের সংখ্যা :
Junior Inspector পদে সর্বমোট শূন্য পদ রয়েছে ৪২ টি। তার মধ্যে SC ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে ৭ টি, ST ক্যাটাগরি চাকরি-প্রার্থীদের জন্য রয়েছে ৪ টি, OBC ক্যাটাগরি চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে ১০ টি এবং EWS চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে ৪ টি, UR ক্যাটাগরি চাকরি-প্রার্থীদের জন্য রয়েছে ১৭ টি শূন্য পদ।

• মাসিক বেতন :
ভারতীয় জুট মিলে Junior Inspector পদে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আবেদনকারী মাসিক বেতন ন্যূনতম ২১,৫০০ টাকা থেকে ৮৬,৫০০ টাকা‌ দেয়া হবে।

• বয়স সীমা :
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। তাছাড়াও আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স ৩০ বছর মধ্যে হতে হবে।

• শিক্ষাগত যোগ্যতা :
আবেদনকারী যে কোন শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে জুট মিলের এই পদে আবেদন করতে পারবেন। তবে উচ্চ মাধ্যমিক পাস হওয়ার পাশাপাশি আবেদনকারী কে জুট মিল সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Jute Corporation India Job Recruitment

• আবেদন পদ্ধতি :
এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে সম্পূর্ণ হবে। তার জন্য আবেদনকারী কে এর অফিসিয়াল ওয়েবসাইট www.jutecorp.in গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি যেভাবে সম্পন্ন করবেন তা হলো-

১.সর্বপ্রথমে আবেদনকারীকে www.jutecorp.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

২.রেজিস্ট্রেশন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবে।

৩.আবেদন প্রক্রিয়া চলাকালীন লক্ষ্য রাখতে হবে প্রদত্ত তথ্য যাতে ভুল না হয়, নয়তো পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন।

৪.আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে শেষে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোডের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

• আবেদনের শেষ তারিখ :
অনলাইনের মাধ্যমে ভারত সরকারের জুট মিলে কর্মী নিয়োগ আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যা চলবে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।
এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এর অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন। প্রতিবেদনের নিচে এর অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

রেলে ৮১০০ শূন্যপদে স্টেশন মাস্টার, ক্লার্ক, ম্যানেজার সহ অন্যান্য পদে চাকরির সুযোগ -Railway NTPC Job Recruitment

আমরা প্রতিনিয়ত এই পোর্টালের মাধ্যমে নতুন নতুন চাকরির খবর, প্রকল্পের খবর সহ আয় সংক্রান্ত বিভিন্ন আইডিয়া নিয়ে আসি। আপনি যদি বেকার যুবক কিংবা যুবতী হন? কিংবা উপরোক্ত বিভাগ গুলিতে বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

 

এই প্রতিবেদনে কেবল সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। যদি আপনি সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে। এছাড়াও আপনারা চাইলে আমাদের ওয়াট আপ চ্যানেল জয়েন করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন। আমরা বিভিন্ন সোর্স থেকে সবার আগে ও জেনুইন খবর প্রদান করার চেষ্টা করি। অতএব আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

আরও পড়ুন

৫,০০০ টাকা কমে Oneplus CE 4 5G ঘরে আনুন! দারুণ অফার হাতছাড়া করবেন না, বিস্তারিত পড়ুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button
Join Telegram Join WhatsApp