অবশেষে রেলে ৯৯৭০ পদে লোকো পাইলট নিয়োগ, এখনই বিস্তারিত পড়ুন – Railway ALP Job Recruitment
Railway ALP Job Recruitment
Railway ALP Job Recruitment :দীর্ঘ অপেক্ষার পরে চাকরিপ্রার্থীদের জন্য রেলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করা হচ্ছে এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রেলের তরফে অটো লোকো পাইলট পদের জন্য নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে। দেশের যে কোন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। মহিলা কিংবা পুরুষ সকলে আবেদন জানাতে পারবেন। উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। নিচে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হলো।
সম্পর্কিত পোস্ট
WB TET Wrong Questions Update : কোর্টে চূড়ান্ত শুনানি, নির্ধারিত হবে হাজারো পরীক্ষার্থীর ভবিষ্যৎনিচে শূন্য পদে তার সম্পর্কে আলোচনা করা হলো :
রেলের তরফে ইতিমধ্যে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে অটো লোকো পাইলট পদের জন্য নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে মোট সর্বমোট শূন্যপদ রয়েছে ৯৯৭০ টি।
রিজন | সংখ্যা |
---|---|
মধ্য রেলওয়ে | ৩৭৬ |
পূর্ব মধ্য রেলওয়ে | ৭০০ |
পূর্ব উপকূল রেলওয়ে | ১৪৬১ |
পূর্ব রেলওয়ে | ৭৬৮ |
উত্তর মধ্য রেলওয়ে | ৫০৮ |
উত্তর পূর্ব রেলওয়ে | ১০০ |
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে | ১২৫ |
উত্তর রেলওয়ে | ৫২১ |
উত্তর পশ্চিম রেলওয়ে | ৬৭৯ |
দক্ষিণ-মধ্য রেলওয়ে | ৯৮৯ |
দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে | ৫৬৮ |
দক্ষিণ-পূর্ব রেলওয়ে | ৭৯৬ |
দক্ষিণ রেলওয়ে | ৫১০ |
পশ্চিম-মধ্য রেলওয়ে | ৭৫৯ |
পশ্চিম রেলওয়ে | ৮৮৫ |
মেট্রো রেলওয়ে (কলকাতা) | ২২৫ |
আবেদনকারীদের যোগ্যতা সমূহ :
- যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী সেই সমস্ত প্রার্থীদের সর্বনিম্ন বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক ৩৩ বছর পর্যন্ত সাধারণ প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তারা সরকারি নিয়ম মাফিক বয়সের উর্ধ্বসীমার ছাড় পেয়ে যাবেন।
- শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে যেকোন শাখায় গ্র্যাজুয়েট পাশ করতে হবে এবং প্রার্থীদের ডিপ্লোমা, ডিগ্রী কিংবা আইটিআই পাস থাকতে হবে।
এবার প্রশ্ন হল কিভাবে আবেদন জানাবেন :
রেলওয়ে তরফে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি অনুযায়ী প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন ফরম ফিলাপ করতে হবে
- অনলাইন আবেদন করতে প্রার্থীদের সর্বপ্রথম রেলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
- এরপর প্রার্থীদের অনলাইন আবেদন লিংকে ক্লিক করতে হবে
- প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং জরুরি তথ্য প্রদান করতে হবে
- রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীকে লগইন করতে হবে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পূরণ করতে হয়
- এরপর প্রার্থীকে জরুরি সমস্ত তথ্য নির্মূল ভাবে পূরণ করতে হবে
- সব তথ্য ঠিকঠাক পূরণ করার পর প্রার্থীকে আবেদন মূল্য জমা করতে হবে
- অবশ্যই প্রার্থীকে জরুরি ডকুমেন্ট আপলোড করতে হবে
- সবশেষে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে
নীচে রেলওয়ে অটো লোকো পাইলট নিয়োগ ২০২৫ সংক্রান্ত জরুরি তথ্যগুলোর একটি সংক্ষিপ্ত টেবিল প্রদান করা হলো:
বিষয় বস্তু | বিস্তারিত তথ্য |
---|---|
পদের নাম | অটো লোকো পাইলট |
মোট শূন্যপদ | ৯৯৭০ টি |
বয়স সীমা | ১৮-৩৩ বছর (সংরক্ষিত শ্রেণির জন্য ছাড়) |
শিক্ষাগত যোগ্যতা | যেকোন শাখায় গ্র্যাজুয়েট + ডিপ্লোমা/ডিগ্রী/আইটিআই পাস |
আবেদন প্রক্রিয়া | অনলাইন (রেলের অফিসিয়াল ওয়েবসাইটে) |
নিয়োগ প্রক্রিয়া | লিখিত পরীক্ষা (কম্পিউটার ভিত্তিক টেস্ট) |
আবেদন শুরুর তারিখ | শীঘ্রই ঘোষণা করা হবে |
নিয়োগ পদ্ধতি :
যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই আর সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে মূলত লিখিত পরীক্ষা যা কম্পিউটার বেস্ট টেস্ট হবে এবং অন্যান্য থেকে নিয়োগ করা হবে।
Read More : 👉 মহিলারা পাবেন মাসিক ৭০০০ টাকা! এলআইসির এই স্কিম দেখেনিন – LIC Scheme
আবেদনের তারিখ সমূহ :এখনো পর্যন্ত এই নিয়োগের আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু হয়নি খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া গ্রহণ হবে নিজেকে আপডেট রাখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং পরবর্তী আপডেট এই পেজের মাধ্যমে দিয়ে দেওয়া হবে।
আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সরকারি চাকরিরসহ বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের খবর এবং তার পাশাপাশি ব্যবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়া এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের সরকারি ঘোষণা সম্পর্কে খবর দিয়ে থাকি। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন অথবা আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করবেন।
অফিসিয়াল নোটিশ (শর্ট) | ডাউনলোড |
অনলাইন আবেদন | ক্লিক করুন |

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.