দক্ষিণবঙ্গের ৫ জেলায় কালবৈশাখী! উত্তরের আবহাওয়া কেমন? জেনেনিন বিস্তারিত – West Bengal Today Weather News

West Bengal Today Weather News :ফের আবহাওয়ার বিরাট পরিবর্তন বঙ্গে।গত কয়েকদিন ধরেই রাজ্যে চলছে লাগাতার তাপপ্রবাহ। গরমে নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। কিন্তু তার মাঝেই এল স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আজ অর্থাৎ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় হবে কালবৈশাখী, কোথায় নামবে শিলাবৃষ্টি, আর কোন জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ—জেনে নিন বিস্তারিত আবহাওয়ার খবর।

West Bengal Today Weather News

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত: বৃষ্টি ও ঝড়ের নেপথ্য কারণ

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এর জেরেই আজ থেকেই রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: তাপপ্রবাহ ও কালবৈশাখীর জোড়া চ্যালেঞ্জ

আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় পারদ ৪২ ডিগ্রি ছুঁইছুঁই।

তবে অন্যদিকে কিছু জেলায় থাকবে স্বস্তির বৃষ্টি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে এইসব অঞ্চলে। ফলে গরমের হাত থেকে সাময়িক হলেও মুক্তি মিলতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া: গরম-বৃষ্টির দ্বৈত প্রভাব

উত্তরবঙ্গের আবহাওয়াও আজ অনেকটাই বৈচিত্র্যময়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ তাপপ্রবাহ চলবে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ি এলাকায় মেঘলা আকাশ এবং ঝড়বৃষ্টি সাধারণ মানুষের জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

আগামীকালের (বুধবার) আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়া জেলায় থাকবে তাপপ্রবাহের সতর্কতা। এইসব এলাকায় গরমের তীব্রতা বজায় থাকবে।

তবে একইসঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টি চলবে ঘণ্টায় ৫০ কিমি বেগে। উত্তরবঙ্গের মালদায় থাকবে তাপপ্রবাহ, আর জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

WB New Traffic Rules 2025: বড় পরিবর্তন! ১ জুন থেকে নতুন ট্র্যাফিক চালান ব্যবস্থা কার্যকর, জানুন কী কী নিয়ম বদলেছে

বর্ষা আগমনের ইঙ্গিত: কবে নামবে বর্ষা বাংলায়?

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বর্ষা মঙ্গলবারই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে পারে। ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি দ্রুত হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে বর্ষা বাংলাতেও প্রবেশ করবে।

সতর্কবার্তা সাধারণ মানুষের জন্য:

  • বাইরে বেরোলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন।
  • বজ্রবিদ্যুতের সময় গাছের নিচে না দাঁড়ানোই ভালো।
  • তাপপ্রবাহ চলাকালীন বাড়তি জল খান ও সানস্ক্রিন ব্যবহার করুন।
  • আবহাওয়ার আপডেট পেতে হাওয়া অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

মঙ্গলবার রাজ্যের আবহাওয়ায় থাকছে উভয় প্রভাব—একদিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে কিছু জেলায় গরমের তীব্রতা। তবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ও আসন্ন বর্ষা রাজ্যবাসীর কাছে আগামী দিনে কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে আসবে বলে আশাবাদী আবহাওয়া দফতর।

 

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.
Back to top button
Join Telegram Join WhatsApp