WB New Traffic Rules 2025: বড় পরিবর্তন! ১ জুন থেকে নতুন ট্র্যাফিক চালান ব্যবস্থা কার্যকর, জানুন কী কী নিয়ম বদলেছে
WB New Traffic Rules 2025 :পশ্চিমবঙ্গে এবার ট্র্যাফিক নিয়ম ভাঙলেই আর রেহাই নেই। রাজ্য সরকার ২০২৫ সালের ১ জুন থেকে চালু করতে চলেছে নতুন ইউনিফায়েড ই-চালান ব্যবস্থা, যার মাধ্যমে ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। ‘সংযোগ’ (Sangyog) নামে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে চালান, পেমেন্ট, NOC, এমনকি দূষণ শংসাপত্রও এখন ডিজিটালি পাওয়া যাবে।
সম্পর্কিত পোস্ট
এক রিচার্জে সারা বছর আনলিমিটেট পরিষেবা জিও-র, অফার হাতছাড়া নয়! Jio 1 Yaer Unlimited Offer 2025সংযোগ পোর্টাল কী?
‘সংযোগ’ হলো একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটি পশ্চিমবঙ্গ পরিবহন দফতর এবং তথ্যপ্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। রাজ্যের সমস্ত ট্র্যাফিক নিয়মাবলী এবং চালান সংক্রান্ত কার্যক্রম এখন এই পোর্টালের মাধ্যমে হবে।
১ জুন ২০২৫ থেকে চালু হচ্ছে ইউনিফায়েড চালান ব্যবস্থা
- ট্র্যাফিক আইন ভাঙলে চালান কাটা হবে সরাসরি ‘সংযোগ’ পোর্টালে।
- চালান পাওয়ার পর গাড়ির মালিক GRIPS পেমেন্ট গেটওয়ে-এর মাধ্যমে অনলাইনে জরিমানা দিতে পারবেন।
- অফিসে না গিয়েই, যেকোনো সময় অনলাইনে জরিমানা জমা দেওয়া যাবে।
কী কী সুবিধা থাকছে এই নতুন ব্যবস্থায়?
- সম্পূর্ণ পেপারলেস পদ্ধতি – চালান কাটা, পেমেন্ট, NOC ইত্যাদি সব কিছুই অনলাইনে।
- GRIPS Payment Gateway – যে কোনো সময় অনলাইন পেমেন্ট করা যাবে।
- No Objection Certificate (NOC) অনলাইনেই পাওয়া যাবে।
- দূষণ ও ফিটনেস সার্টিফিকেট কেবলমাত্র ক্লিয়ার চালানের পরেই মিলবে।
- সকল গাড়ির মালিকদের বাধ্যতামূলকভাবে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।
নতুন নিয়মে কী কী পরিবর্তন?
পূর্বের নিয়ম | নতুন নিয়ম (১ জুন ২০২৫ থেকে) |
---|---|
ট্র্যাফিক চালান হাতে ধরিয়ে দেওয়া হত | অনলাইনে সরাসরি চালান পোর্টালে আপলোড হবে |
জরিমানা দিতে হতো এনফোর্সমেন্ট অফিসে | অনলাইনে GRIPS গেটওয়ে দিয়ে পেমেন্ট |
দূষণ শংসাপত্র মিলতো আলাদাভাবে | এখন চালান ক্লিয়ার না থাকলে মিলবে না দূষণ সার্টিফিকেট |
ফিটনেস সার্টিফিকেট আলাদাভাবে জারি হতো | চালান নিষ্পত্তি না হলে মিলবে না ফিটনেস সার্টিফিকেট |
রাজ্যের নির্দেশ কী বলছে?
রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং পরিবহন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ১ জুন থেকে এই নতুন ইউনিফায়েড ই-চালান ব্যবস্থা কার্যকর করা হয়।
কী বলছেন প্রশাসনের কর্তারা?
রাজ্যের মুখ্যসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়েছে—
“এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যান চলাচলের নিয়ন্ত্রণ আরও সহজ হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আরও স্বচ্ছ হবে এবং রাজস্ব আদায়েও সাহায্য করবে।”
গুরুত্বপূর্ণ আপডেট: দূষণ ও ফিটনেস সার্টিফিকেটে কড়াকড়ি
- যাদের চালান বকেয়া আছে, তারা Pollution Certificate (PUC) পাবেন না।
- একইভাবে চালান নিষ্পত্তি না হলে ফিটনেস সার্টিফিকেট জারি হবে না।
- ট্র্যাফিক মামলাগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের ছাড় মিলবে না।
সাধারণ মানুষের জন্য কী করণীয়?
- আপনার গাড়ির চালান স্ট্যাটাস নিয়মিত চেক করুন।
- sangyog.wb.gov.in (প্রতীকী) পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- চালান থাকলে অনলাইনে GRIPS-এর মাধ্যমে পেমেন্ট সেরে ফেলুন।
- ফিটনেস ও দূষণ সার্টিফিকেট নবায়নের আগে চালান ক্লিয়ার করে নিন।
এই নতুন ট্র্যাফিক ব্যবস্থা পশ্চিমবঙ্গে ট্র্যাফিক আইন প্রয়োগে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। চালকদের যেমন আরও বেশি সচেতন হতে হবে, তেমনই প্রশাসনের কাজ আরও সহজ ও স্বচ্ছ হবে। এখন থেকেই গাড়ির সমস্ত কাগজপত্র হালনাগাদ রাখুন এবং কোনো ধরনের চালান বকেয়া না রাখার চেষ্টা করুন।
১ জুনের আগে প্রস্তুত হোন – নিরাপদ ড্রাইভ করুন, নিয়ম মেনে চলুন।
মাত্র ২ লক্ষ টাকা বিনিয়োগে পেতে পারেন ৬ লক্ষ টাকা! জেনে নিন কীভাবে – India Post Office New Scheme