মাত্র ১ টাকার পার্থক্যে Jio-র দারুণ অফার! সঙ্গে প্রাইম মেম্বারশিপ একেবারে ফ্রি : Jio Dhamaka Offer 2025
Jio Dhamaka Offer 2025: ভারতীয় টেলিকম দুনিয়ায় সবসময় গ্রাহকদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে একের পর এক আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে Reliance Jio। প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থানকে আরও শক্ত করতে সংস্থা এবার চালু করল দুইটি নতুন 5G প্রিপেইড রিচার্জ প্ল্যান, যেখানে মাত্র ১ টাকার পার্থক্যেই আপনি পেতে চলেছেন Amazon Prime-এর মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের মেম্বারশিপ।
1028 এবং 1029 টাকার প্ল্যান: এক নজরে পার্থক্য
দাম প্রায় একই হলেও এই দুই প্ল্যানে রয়েছে কার্যকরী পার্থক্য। চলুন দেখে নেওয়া যাক কী কী সুবিধা আপনি এই প্ল্যানগুলির মাধ্যমে উপভোগ করতে পারবেন।
Jio 1028 টাকার প্রিপেইড প্ল্যান:
- মেয়াদ: 84 দিন
- ডেটা সুবিধা: প্রতিদিন 2 GB করে মোট 168 GB
- ভয়েস কল: আনলিমিটেড
- এসএমএস: প্রতিদিন 100টি ফ্রি SMS
- 5G ডেটা: যেসব এলাকায় Jio True 5G রয়েছে, সেখানকার গ্রাহকেরা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন
- ক্যাশব্যাক: ₹50
- অতিরিক্ত সুবিধা: Swiggy One Lite মেম্বারশিপ একেবারে ফ্রি
Jio 1029 টাকার প্রিপেইড প্ল্যান:
- মেয়াদ: 84 দিন
- ডেটা সুবিধা: প্রতিদিন 2 GB করে মোট 168 GB
- ভয়েস কল: আনলিমিটেড
- এসএমএস: প্রতিদিন 100টি ফ্রি SMS
- 5G ডেটা: আনলিমিটেড
- OTT অ্যাকসেস: JioTV, JioCinema, JioCloud
- অতিরিক্ত সুবিধা: Amazon Prime Lite মেম্বারশিপ
Amazon Prime Lite মেম্বারশিপ: কী সুবিধা মিলবে?
Amazon Prime Lite সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্রাহকেরা পাবেন:
- Amazon Prime Video-তে বিজ্ঞাপন সহ হাই কোয়ালিটি স্ট্রিমিং
- ফ্রি ডেলিভারি সুবিধা
- Early access to deals
- একাধিক ডিভাইসে কনটেন্ট স্ট্রিম করার সুযোগ
কোন প্ল্যানটি আপনার জন্য সেরা?
আপনি যদি শুধু ডেটা, ভয়েস কল ও কিছু ক্যাশব্যাক চান তবে 1028 টাকার প্ল্যান আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি OTT কনটেন্ট ভক্ত হন, আর বিশেষ করে Amazon Prime ব্যবহার করতে চান, তাহলে মাত্র ১ টাকা বেশি দিয়ে 1029 টাকার প্ল্যানটি কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ এখানে আপনি পাচ্ছেন বিনামূল্যে প্রাইম লাইট মেম্বারশিপ, যা আলাদাভাবে কিনতে গেলে খরচ পড়ে প্রায় ₹999 প্রতি বছর।
Jio-র ভবিষ্যৎ পরিকল্পনা
Jio ইতিমধ্যেই ভারতের প্রায় সমস্ত শহর ও মফস্বল এলাকায় 5G নেটওয়ার্ক বিস্তার করেছে। তাদের লক্ষ্য আগামী কয়েক মাসের মধ্যেই দেশের প্রতিটি প্রান্তে 5G সেবা পৌঁছে দেওয়া। এছাড়াও, সংস্থা ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
Jio-এর এই নতুন দুটি প্রিপেইড প্ল্যান গ্রাহকদের জন্য একটি চমৎকার সুযোগ। মাত্র ১ টাকার পার্থক্যে আপনি এমন এক অফার পাচ্ছেন, যা আপনার বিনোদন ও দৈনন্দিন ব্যবহারে প্রচুর সুবিধা এনে দেবে। এখন সিদ্ধান্ত আপনার—আপনি কোন প্ল্যান বেছে নেবেন?