মাত্র ৩.৬১ লক্ষ টাকায় ৪৬ কিমি মাইলেজ নিয়ে ৪ চাকা লঞ্চ! কোন কোম্পানির এই গাড়ি? দেখুন – Bajaj Qute 4 wheeler Launch 2025
Bajaj Qute 4 wheeler Launch 2025: ভারতের অটোমোবাইল বাজারে এখন অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে বাজেট সেগমেন্টে ৪-হুইলার বিকল্প। আর সেই তালিকায় সবচেয়ে আলোচনায় থাকা গাড়িটির নাম — Bajaj Qute। মাত্র ৩.৬১ লক্ষ টাকা দামে ৪ চাকার এই গাড়িটি এখন শহরাঞ্চলের জন্য একেবারে উপযুক্ত বাহন হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ট্রাফিক, জায়গার সংকট, ও সাশ্রয়ী মেইনটেনেন্সের কথা মাথায় রেখে এই গাড়িটি শহরের মধ্যবিত্ত মানুষের কাছে হয়ে উঠছে প্রথম পছন্দ।
সম্পর্কিত পোস্ট
এক রিচার্জে সারা বছর আনলিমিটেট পরিষেবা জিও-র, অফার হাতছাড়া নয়! Jio 1 Yaer Unlimited Offer 2025বাজাজ কিউটের ডিজাইন ও গঠন: ছোট কিন্তু কার্যকরী
Bajaj Qute দেখতে অনেকটা অটোর মতো হলেও এটি একটি পুরোপুরি চারচাকা মাইক্রোকার। এর দৈর্ঘ্য প্রায় ২.৭৫ মিটার এবং ওজন মাত্র ৪০০ কেজি (CNG ভ্যারিয়েন্ট)। এত কম ওজন ও ছোট গঠন হওয়ায় এটি শহরের ব্যস্ত রাস্তায় খুব সহজে ঘোরাফেরা করতে সক্ষম। পার্কিং-এর জন্য প্রয়োজন হয় না অনেক জায়গা, ফলে টাইট লেন কিংবা ব্যস্ত বাজার এলাকাতেও ব্যবহার করা যায় অনায়াসে।
গাড়ির দাম: সাধারণ মানুষের নাগালে
যেখানে বড় ব্র্যান্ডের ৪-হুইলার কিনতে খরচ পড়ে ৬–৮ লক্ষের বেশি, সেখানে Bajaj Qute-এর দাম শুরু মাত্র ₹3.61 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। এটি একটি CNG চালিত গাড়ি, যা বর্তমান জ্বালানির দামের পরিস্থিতিতে খুবই উপযোগী। গাড়ির দাম এতটাই সাশ্রয়ী যে, যারা প্রথমবার গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য একেবারে আদর্শ বিকল্প।
ইঞ্জিন ও পারফরম্যান্স
Bajaj Qute-এ রয়েছে একটি 216.6 সিসি লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা উৎপন্ন করে ১০.৮৩ bhp শক্তি ও ১৬.১ Nm টর্ক। যদিও ইঞ্জিন শক্তিতে অনেক হ্যাচব্যাক গাড়ির থেকে এটি কম, তবে শহরের ট্রাফিকে এই পাওয়ার যথেষ্ট।
গাড়িটির সর্বোচ্চ গতি ৭০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত যেতে পারে, যা শহরাঞ্চলে রাইড শেয়ারিং, ডেলিভারি ও ব্যক্তিগত যাতায়াতের জন্য একদম ঠিকঠাক।
মাইলেজ: ৪৬ কিমি প্রতি কেজি! অন্যান্য গাড়ির চেয়ে অনেক এগিয়ে
সিএনজি ভ্যারিয়েন্টে Bajaj Qute প্রদান করে প্রায় ৪৬ কিমি প্রতি কেজি মাইলেজ, যা এককথায় অসাধারণ। যারা প্রতিদিন অফিস যাতায়াত করেন বা দৈনন্দিন কাজে নিয়মিত শহরের মধ্যে চলাচল করেন, তাঁদের জন্য এই মাইলেজ বিশাল সাশ্রয় এনে দেবে।
গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ২০.৬ লিটার এবং এলপিজি ভার্সনে এটি ৯.১৫ কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারে।
রক্ষণাবেক্ষণ ও খরচ
বাজাজ কিউটের আরেকটি বড় সুবিধা হল এর রক্ষণাবেক্ষণের খরচ অত্যন্ত কম। যেহেতু গাড়িটির যন্ত্রাংশ দেশীয়ভাবে সহজলভ্য, তাই মেইনটেনেন্সে খরচ হয় অনেক কম। একটি সাধারণ দুই চাকার গাড়ির চাইতেও অনেক ক্ষেত্রেই কম খরচে চলতে পারে এই চার চাকার গাড়িটি।
কাদের জন্য উপযুক্ত এই গাড়ি?
- নতুন কলেজ পড়ুয়া বা সদ্য চাকরিতে যোগদান করা ব্যক্তিরা যারা কম বাজেটে ব্যক্তিগত বাহন খুঁজছেন।
- শহরের মধ্যে ডেলিভারি বা ছোট ব্যবসার কাজে নিয়মিত যাতায়াত করেন, এমন ছোট ব্যবসায়ীরা।
- যারা রাইড শেয়ারিং অ্যাপে কাজ করতে চান যেমন Rapido Auto বা Ola Bike-এর মতো সার্ভিসে।
- পরিবারের দ্বিতীয় গাড়ি হিসেবে যারা সাশ্রয়ী একটা বিকল্প খুঁজছেন।
সুবিধা ও অসুবিধা এক নজরে
সুবিধা | অসুবিধা |
---|---|
46 কিমি/কেজি মাইলেজ | শুধু ২ জন আরোহীর জন্য আরামদায়ক |
কম দামে ৪ চাকা গাড়ি | টপ স্পিড কম (৭০ কিমি/ঘণ্টা) |
সহজ রক্ষণাবেক্ষণ | দীর্ঘ দূরত্বের জন্য নয় |
পার্কিং সহজ | লিমিটেড সেফটি ফিচার |
সব দিক বিবেচনায়, Bajaj Qute একটি বাস্তবসম্মত ও অর্থসাশ্রয়ী বিকল্প। যারা শহরের ব্যস্ততা ও ট্রাফিকে প্রতিদিন লড়াই করেন এবং সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য ৪-হুইলার খুঁজছেন, তাঁদের জন্য এটি এক কথায় আদর্শ। Bajaj Qute কেবলমাত্র গাড়ি নয়, বরং মধ্যবিত্তের স্বপ্নপূরণের একটি সহজ রাস্তা।
আপনার যদি কম দামে শহরের জন্য পারফেক্ট ৪-চাকা বাহন দরকার হয়, তবে একবার অবশ্যই Bajaj Qute দেখে নিন।