ঘরে বসে আয় মাসিক ৬০-৭০ হাজার! এখনই এই ব্যবসা শুরু করুন – ATM Franchise Business 2025
ATM Franchise Business 2025 : বর্তমান সময়ে ব্যবসা করার ইচ্ছা অনেকের থাকলেও মূলধনের অভাব, সঠিক আইডিয়ার অভাব কিংবা ভয়—অনেক কারণেই পিছিয়ে পড়েন বহু আগ্রহী ব্যাক্তিও। কিন্তু এমন কিছু ব্যবসা রয়েছে যেগুলি খুব কম ঝুঁকি এবং সীমিত বিনিয়োগে শুরু করা সম্ভব শুধু তাই নয়, আয় করা সম্ভব মাসিক ৬০-৭০ হাজার। আজকের ব্যবসার আইডিয়াটি হলো ATM ফ্র্যাঞ্চাইজি ব্যবসা। আপনি যদি স্থায়ী ইনকামের রাস্তা খুঁজে থাকেন, তাহলে কিছু পুঁজি খাটিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন।
সম্পর্কিত পোস্ট
এক রিচার্জে সারা বছর আনলিমিটেট পরিষেবা জিও-র, অফার হাতছাড়া নয়! Jio 1 Yaer Unlimited Offer 2025কেন ATM Franchise Business বেছে নেবেন?
আমরা সকলে ভারতে নগদ লেনদেন এখনো এক বিশাল জায়গা জুড়ে রয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল—সর্বত্র ATM-এর চাহিদা বেড়েই চলেছে। প্রায় প্রতিটি বড় ব্যাঙ্ক যেমন SBI, ICICI, HDFC, Axis Bank সহ বিভিন্ন কোম্পানিও নিজেদের ATM বসানোর কাজ করে থাকে তৃতীয় পক্ষের মাধ্যমে। এই তৃতীয় পক্ষের মাধ্যমেই আপনি ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।
কোন কোন কোম্পানি ATM ফ্র্যাঞ্চাইজি দেয়?
ভারতের বাজারে কয়েকটি স্বীকৃত সংস্থা আছে যাদের সঙ্গে ব্যাঙ্কগুলির চুক্তি রয়েছে। যেমন –
- Tata Indicash
- Muthoot ATM
- India One ATM
- অন্যান্য
এই সংস্থাগুলির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হয়। সতর্ক থাকতে হবে, কারণ এই ক্ষেত্রে প্রতারণার আশঙ্কাও থেকে যায়। কখনোই অজানা লিঙ্ক বা ব্যক্তি থেকে ফর্ম ফিলআপ করবেন না। শুধু সরকারি ও স্বীকৃত সংস্থার ওয়েবসাইট থেকেই আবেদন করবেন।
এই ব্যবসার শর্ত সমূহ
- ATM বসানোর জন্য প্রয়োজন ৫০-৮০ বর্গফুট জায়গা। নিজের কিংবা রেন্ট উভয় চলবে।
- অন্য কোন ATM থেকে অন্তত ১০০ মিটার দূরে থাকতে হবে।
- ঘরটির স্থায়ী ছাদ ও পাকা দেওয়াল থাকতে হবে।
- যথা স্থানে ১ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ বাধ্যতামূলক।
- VSAT ইনস্টল করার জন্য এলাকার বাসিন্দাদের NOC (No Objection Certificate) নিতে হবে।
- স্থানে সহজে মানুষের নজরে পড়া উচিত, যেমন বাজার এলাকা, হাসপাতাল, স্কুল সংলগ্ন এলাকা খুব উপযোগী হবে তবে বাধ্যতামূলক না।
প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ
ATM ফ্র্যাঞ্চাইজি নিতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হবে। যেমন-
- আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড (পরিচয়ের জন্য)
- রেশন কার্ড বা বিদ্যুৎ বিল (ঠিকানা প্রমাণ)
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, পাসবুকের কপি
- GST নম্বর ও অন্যান্য আর্থিক তথ্য
- জায়গার খতিয়ান অথবা ভাড়ার চুক্তিপত্র
প্রাথমিক বিনিয়োগ ও খরচপত্র
ATM ফ্র্যাঞ্চাইজি ব্যবসা শুরুর জন্য আপনাকে দুটি খাতে টাকা বিনিয়োগ করতে হবে:
- Security Deposit: ২ লক্ষ টাকা (এককালীন, রিফান্ডযোগ্য নয়)
- Operating Capital: ৩ লক্ষ টাকা (সাইট নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট ইত্যাদি খাতে)
মোট বিনিয়োগ: প্রায় ৫ লক্ষ টাকা। তবে তা ফিস্ড নয়।
আয়ের হিসাবনিকাশ দেখে নেওয়া যাক ?
ATM ইনস্টল হয়ে যাওয়ার পর, আপনার আয় নির্ভর করবে ট্রানজ্যাকশনের ওপর। সাধারণভাবে আয় হয় দুটি পদ্ধতিতে:
- Cash Transaction: প্রতিটি নগদ লেনদেনে ₹৮ টাকা।
- Non-cash Transaction: যেমন ব্যালেন্স চেক, পিন পরিবর্তন, ফান্ড ট্রান্সফার ইত্যাদিতে ₹২ টাকা।
একটি ব্যস্ত এলাকায় এই ব্যবসা শুরু করেন তাহলে প্রতিমাসে ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত উপার্জন সম্ভব।
এই ব্যবসার সুবিধাগুলি কী কী?
- স্থায়ী ইনকামের উৎস
- ব্যাঙ্ক বা কোম্পানির সঙ্গে সরাসরি চুক্তি
- খুব বেশি টেকনিক্যাল জ্ঞান না থাকলেও করা সম্ভব
- বাজারে ATM-এর চাহিদা সবসময়ই থাকবে
- ঝুঁকি কম, রিটার্ন নিশ্চিত
সতর্কতামূলক দিকনির্দেশ সমূহ :
- শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করুন
- আবেদন করার আগে কোম্পানির ব্যাকগ্রাউন্ড যাচাই করে নিন
- জালিয়াতির খপ্পরে পড়া থেকে বাঁচতে কখনোই কাগজপত্রের কপি অনিরাপদ মাধ্যমে শেয়ার করবেন না
- যেকোনো আর্থিক লেনদেন করার আগে রসিদ ও চুক্তিপত্র সংরক্ষণ করুন
প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন অথবা আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করুন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।