রেশন কার্ড নিয়ে বড় আপডেট: এই ভুল করলে রেশন বন্ধ – Ration Card Big Update 2025

Ration Card Big Update 2025 :করোনার পর রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কর্তৃক বহু ঘোষণাও করা হয়েছিল বিনামূল্যে রেশন প্রদান করার জন্য। বিনামূল্যে রেশন ও দুয়ারে রেশন সংক্রান্ত নানা অভিনব পদক্ষেপ নেয় রাজ্য ও কেন্দ্র উভয় সরকার। তবে রেশনের ক্ষেত্রে এত বড় সিদ্ধান্ত নিলেও এদিকে রেশন দূর্নীতি চলতেই থাকে। ভূয়ো রেশন কার্ডধারী সহ একাধিক অভিযোগ শোনা যায়। তাই ইতিমধ্যে সরকার কর্তৃক বেশন কয়েকবার লক্ষ লক্ষ রেশন কার্ডও বাতিল করা হয়েছে। ফের নতুন করে রেশন কার্ড বাতিল নিয়ে খবর সামনে এসেছে। এই ভুলের কারণে আপনি বাদ পরতে পারেন। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন

Ration Card Big Update 2025

সম্পর্কিত পোস্ট

এক রিচার্জে সারা বছর আনলিমিটেট পরিষেবা জিও-র, অফার হাতছাড়া নয়! Jio 1 Yaer Unlimited Offer 2025

সরকারি রেশন ব্যবস্থার গুরুত্ব

দিনের পর দিন, ভারত সরকার দেশের দরিদ্র জনগণের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করেই চলেছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বর্তমানে কোটি কোটি মানুষ বিনামূল্যে বা নামমাত্র মূল্যে রেশন পাচ্ছেন। কিন্তু এই পরিষেবা গ্রহণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল রেশন কার্ড

আমরা সকলে জানি রেশন কার্ড ছাড়া সরকারি খাদ্য প্রকল্পের কোনও সুবিধা পাওয়া সম্ভব নয়। তাই যদি আপনি এখনও রেশন কার্ড না করে থাকেন, তবে অবিলম্বে আপনার রাজ্যের খাদ্য সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করতে পারেন। আপনাকে প্রয়োজনীয় পরিচয়পত্র ও নথি জমা দিতে হবে, এরপরেই কার্ড প্রস্তুত হবে।

এই ছোট ভুলে, বড় ক্ষতি: আপনার রেশন কার্ড বাতিল হতে পারে

অনেক সময় ছোট একটি ভুলের কারণে রেশন কার্ড বাতিল হয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। আপনি হয়তো জানেন না, কিন্তু সরকারের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, যদি কেউ দীর্ঘদিন ধরে রেশন তোলেন না, তবে সেই কার্ড নিষ্ক্রিয় বলে বিবেচিত হয় এবং বাতিল করে দেওয়া হয়ে থাকে।

যদি আপনি কিংবা আপনার পরিবারের সদস্য কেউ বহু মাস বা বছর ধরে রেশন না নিয়ে থাকেন, তবে সাবধান থাকুন। ঠিক এই কারনে যেকোনও সময় সেই রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে এবং তবে পুনরায় রেশন পেতে হলে নতুন করে আবেদন করতে হবে। এই প্রক্রিয়ায় সময় এবং ঝামেলা দুটোই বাড়বে। তাই এই ভুলটি একেবারেই করবেন না।

ই-কেওয়াইসি বাধ্যতামূলক: জানুন নিয়ম

বর্তমান সময়ে প্রায় সব রাজ্যেই রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক করা হয়েছে। আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করেই প্রমাণ করতে হবে আপনি প্রকৃত উপভোক্তা কি না। এই যাচাই না হলে ভবিষ্যতে আপনি রেশন থেকে বঞ্চিত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

তাই যদি আপনার যদি এমন অবিলম্বে আপনার নিকটবর্তী রেশন দোকান বা ক্যাম্পে গিয়ে আধার কার্ড সহ ই-কেওয়াইসি সম্পন্ন করে ফেলুন। যদি এটি না করেন তাহলে আপনার রেশন কার্ডও বাতিল হতে পারে। বহু মানুষ ইতিমধ্যেই এই কারণে সমস্যায় পড়েছেন।

এদিকে সাম্প্রতিক মধ্যপ্রদেশে বড় সিদ্ধান্ত: বাতিল হল ১৫ লক্ষ রেশন কার্ড

এমন পরিস্থিতির সবচেয়ে বড় উদাহরণ মধ্যপ্রদেশ রাজ্য, যেখানে ইতিমধ্যেই ১৫ লক্ষ রেশন কার্ডধারীর নাম বাতিলের তালিকায় রাখা হয়েছে বলে জানা যাচ্ছে ।এর কারণ তাঁরা হয় রেশন নিতে আসেননি, কিংবা মৃত হয়েছেন বলে চিহ্নিত হয়েছেন। এই তথ্য পাওয়া গেছে রাজ্যের বিশেষ ই-কেওয়াইসি অভিযান সংস্থার মাধ্যমে।

এদিকে মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে, রাজ্যে এখনো ৮৩ লক্ষের বেশি মানুষের ই-কেওয়াইসি বিচারাধীন, যার মধ্যে কয়েক লক্ষ জাল নাম থাকতে পারে। তাই যাচাই না হলে সরাসরি রেশন বন্ধ করে দেওয়া হবে। এই অভিযান চলবে ৩১ মে, ২০২৫ পর্যন্ত।

রেশন কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়, এটি দরিদ্র মানুষের জীবনের রক্ষাকবচ বটে। তাই কোনোভাবেই এটি বাতিল হওয়া উচিত নয়।যেহেতু  ই-কেওয়াইসি না করায় বা রেশন না তোলার কারণে বহু মানুষের কার্ড বাতিল হয়েছে, বিশেষ করে মধ্যপ্রদেশে। তাই এই ভুল থেকে আপনি যেন রেহাই পান, সেইজন্য অবিলম্বে আপনার তথ্য যাচাই করে নিন।

 

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button
Join Telegram Join WhatsApp