রাজ্য স্বাস্থ্য বিভাগে কর্মখালি! মাসিক ২০ হাজার বেতনে চুক্তি ভিত্তিক নিয়োগ – WB NBMC Health Recruitment

 WB NBMC Health Recruitment : ফের রাজ্যের স্বাস্থ্য বিভাগের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য বিভাগের অধীনে একাধিক শূন্য পদের নিয়োগের কথা জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে যে এই নিয়োগ সম্পূর্ণ যুক্তিভিত্তিক হিসেবে করা হবে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা রয়েছে যে প্রার্থীদের নিয়োগ করা হবে আইসিএমআর স্কিম এর অধীনে। পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যে সকল প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার অধিকারী এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

wb nbmc health recruitment

সর্ব প্রথমে আলোচনা করা যে শূন্যপদ সম্পর্কে : 

এক্ষেত্রে NBMC  কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে শূন্যপদের নাম হলো PTS-II।

 

যোগ্যতাসমূহ : এক্ষেত্রে উপরোক্ত পদে আবেদন করতে প্রার্থীদের যোগ্যতা হিসেবে বয়স থাকতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বাধিক ৩০ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এছাড়াও প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে। যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিশ থেকে যোগ্যতা দেখে নিবেন।

 

মাসিক বেতন : এক্ষেত্রে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে মাসিক বেতন হিসেবে হাজার টাকা + HRA 10% দেওয়া হবে।

Wb nbmc health recruitment

 Read More : ফ্রী IPL সহ ১ বছরের ইন্টারনেট দিচ্ছে Jio, Airtel, VI কোম্পানি। কার কী অফার দেখুন – Sim Company Dhamaka

WB DA Arrear Update : ২৫% নয়! লাগবে ১০০% ডিএ, হারবে রাজ্য বিরাট পদক্ষেপ কর্মীদের

Offer

কিভাবে আবেদন করতে হবে : 

এক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে প্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইন মাধ্যমে।

  • অফলাইন মাধ্যমে আবেদন পত্র পেতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে
  • এরপর আবেদন পত্রটি a4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে
  • আবেদন পত্রের যথা স্থানে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে
  • এরপরও আবেদন পত্রের সঙ্গে জরুরী সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে একটি খামের ভেতর ভর্তে হবে
  • সবশেষে ওই আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট সময়ের পূর্বে সরাসরি কিংবা পোস্ট অফিসের মারফত জমা করতে হবে।

 

আবেদনপত্র জমা করার শেষ তারিখ : এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয় আবেদনপত্র জমা করা যাবে ২১ মার্চ ২০২৫ তারিখ

EV Battery: ৫ মিনিটেই ফুল চার্জ, ৩০০০ কিমি রেঞ্জ! বাজারে আসছে হুয়াইয়ের ইভি ব্যাটারি

পর্যন্ত। অর্থাৎ এই তারিখ বা তাী পূর্বে আবেদনপত্র পৌঁছাতে হবে।

 

এবার আলোচনা করা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে :

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃক প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে যে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে তাতে যারা সফলভাবে আবেদন করবেন এবং যোগ্য হবেন তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ শুরু হবে ২৮ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১.৩০ টা হইতে। ঐদিন অবশ্যই আবেদন পত্রটি ও প্রিন্ট আউট করে সঙ্গে জরুরী সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল জেরক্স কপি নিয়ে উপস্থিত থাকতে হবে।

 

আবেদনপত্র জমা করার ঠিকানা অথবা ইন্টারভিউ এর ঠিকানা : North Bengal Medical College and Hospital, Sushrutnagar, Darjeeling, Pin – 734012, Pathology Department.

 

আবেদন করার পূর্বে প্রার্থীরা অবশ্যই অফিশিয়াল নোটিশ থেকে যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিবেন –

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.
Back to top button
Join Telegram Join WhatsApp