কলকাতা সিভিল কোর্টে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ শুরু, মাধ্যমিক পাশে ২৩ জেলা থেকে সুযোগ – WB Govt Job Recruitment
WB Govt Job Recruitment :কোলকাতা সিটি সিভিল কোর্ট গ্রুপ ডি সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট শূন্য পদের সংখ্যা ২৮ টি। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, আবেদন শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
সম্পর্কিত পোস্ট
এক রিচার্জে সারা বছর আনলিমিটেট পরিষেবা জিও-র, অফার হাতছাড়া নয়! Jio 1 Yaer Unlimited Offer 2025
পদের নাম:
- • ইংরেজি স্টেনোগ্রাফার পদ।
- • লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদ।
- • ডাটা এন্ট্রি অপারেটর পদ।
- • গ্রুপ-ডি পদ।
- • Summon Bailiff (গ্রুপ-সি) পদ।
মোট শূন্য পদের সংখ্যা:
কোলকাতা সিটি সিভিল কোর্ট গ্রুপ ডি সহ একাধিক পদে মোট শূন্য পদের সংখ্যা ২৮ টি। এর মধ্যে ইংরেজি স্টেনোগ্রাফার পদে মোট শূন্য পদের সংখ্যা ০২ টি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে মোট শূন্য পদের সংখ্যা ১৬ টি, ডাটা এন্ট্রি অপারেটর পদে শূন্য পদের সংখ্যা ০৪ টি, গ্রুপ-ডি পদে মোট শূন্য পদের সংখ্যা ০৪ টি, Summon Bailiff (গ্রুপ-সি) পদে মোট শূন্য পদের সংখ্যা ০২ টি।
বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৪০ বছর। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছার পাবেন।
মাসিক বেতন:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পদ অনুযায়ী মাসিক বেতন নির্ধারন করা হয়েছে। এখানে ন্যূনতম পে লেভেল-০১ থেকে সর্বোচ্চ পে লেবেল-১০ পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। তাই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বেতন ন্যূনতম ১৭,০০০ থেকে সর্বোচ্চ ৮২,৯০০ টাকা পর্যন্ত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
- ইংরেজি স্টেনোগ্রাফার পদে আবেদনকারীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি শর্টহ্যান্ডে 80 w.p.m, টাইপিংয়ে 30 w.p.m, কম্পিউটার প্রশিক্ষণ শংসাপত্র থাকতে হবে।
- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীকে স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস এর পাশাপাশি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট প্রদান করতে হবে।
- ডাটা এন্ট্রি অপারেটর 10 তম পাস, কম্পিউটার অ্যাপ্লিকেশনে 1-বছরের ডিপ্লোমা, প্রতি ঘন্টায় 8000 কী ডিপ্রেশন সম্পূর্ণ করতে হবে
- গ্রুপ-ডি পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের অষ্টম শ্রেণী পাস করতে হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://citycivilcourtcalcutta.dcourts.gov.in/ এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সর্বপ্রথম অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্টেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্রগুলি প্রদান করতে হবে। শেষ পর্যায়ে আবেদন ফি প্রদান করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আবেদন মূল্য:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সাধারণ এবং SC চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৭০০ টাকা প্রদান করতে হবে। ST চাকরি প্রার্থীদের কোন আবেদন মূল্যের প্রয়োজন নেই।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে বাছাই করা হবে। ডাটা এন্ট্রি অপারেটর সহ বেশ কয়েকটি পদে কম্পিউটার টাইপিং টেস্ট যাচাই করা হবে।
আবেদন শেষ তারিখ: এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গেছে। নতুন খবর পেতে এখানে ক্লিক করুনক্লিক করুন
Official Notification | Download |
Official Website | Click Here |