অষ্টম পাশে রাজ্যে সরকারি চাকরি, গ্রুপ সি ও ডি পদে নিয়োগ, 23 জেলা থেকে ছেলে মেয়ে সুযোগ -WB Govt Job Recruitment

WB Govt Job Recruitment : আপনার শিক্ষাগত যোগ্যতা কি অষ্টম পাস? তাহলে আপনার জন্য রয়েছে রাজ্য সরকারের চাকরি করার দারুন সুযোগ। এবার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের রাজ্য সরকারের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে আগ্রহী এবং যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ছেলে কিংবা মেয়ে উভয় প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন। যে সমস্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের চাকরির অপেক্ষায় রয়েছেন অথবা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অবশেষে সুখবর। এক্ষেত্রে ভালো বেতনে চাকরির সুযোগ রয়েছে আপনার হাতে। আসুন তাহলে দেরি না করে এই নিয়োগ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা যাক। 

wb govt job recruitment

প্রথমে শূন্য পদ ও তার সম্পর্কে আলোচনা করা যাক

পদের নাম : এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বেশ ধরনের শূন্য পদে নিয়োগ করা হবে – 

  • লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 
  • সমন বেলিফ

 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে আলাদা আলাদা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও আলাদা হবে – 

  • লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট – এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি ওই প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 
  • সমন বেলিফ – এই পদে আবেদন করতে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম পাস করতে হবে। 

 

বয়সসীমা : উভয় পদের জন্য আবেদন করতে প্রার্থীকে বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর। এছাড়াও ওবিসি প্রার্থীরা ৪৩ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন এবং এসসি,এসটি ও অন্যান্য সংরক্ষিতরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 

 

মাসিক বেতন : এক্ষেত্রে পদ অনুযায়ী মাসিক বেতন আলাদা আলাদা – 

  • লোয়ার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাসিক বেতন ২২,৭০০-৫৮,৫০০ টাকা দেওয়া হবে। 
  • সমন বেলিফ পদের জন্য মাসিক বেতন ২১,০০০-৫৪,০০০ দেওয়া হবে। 
Recruitment Department Kolkata City Civil Court, English Department 
Posts Name LDA, SB
Age Limit18-40 ( Age Relaxation as per govt rules)
Qualification10th+Computer and 8th Passed
Application Deadline28-01-2025 to 16-02-2025

 

এবার আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা যাক – 

প্রার্থীদের এক্ষেত্রে অনলাইন মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে – 

  1. সর্বপ্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং অনলাইন আবেদন লিংকে ক্লিক করতে হবে 
  2. এরপর প্রার্থীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে 
  3. রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে 
  4. ফরম ফিলাপ চলাকালীন জরুরি সমস্ত তথ্য  নির্ভূলভাবে পূরণ করতে হবে 
  5. নির্দেশ মতো নির্দিষ্ট সাইজে জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে 
  6. এরপর আবেদন মূল্য প্রযোজ্য হলে তা জমা করতে হবে 
  7. সবশেষে ফাইনাল সাবমিট করে আবেদন ফরমটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে 

 

আবেদন মূল্য : যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে ৬০০ টাকা এবং ইডাবলুএস প্রার্থীদের জন্য ৪৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে।

 

জরুরী ডকুমেন্টস : বেশ কিছু জরুরি ডকুমেন্ট সাথে থাকতে হবে 

  1. প্রার্থীর বয়সের প্রমাণপত্র 
  2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট 
  3. আধার কার্ড /ভোটার কার্ড কিংবা প্যান কার্ড 
  4. পাসপোর্ট সাইজের ছবি 
  5. কম্পিউটার সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় 
  6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে 
  7. অভিজ্ঞতা যদি থাকে 
  8. এছাড়াও অন্যান্য জরুরি ডকুমেন্ট 

 

এবার আসা যাক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে – 

এক্ষেত্রে যেহেতু আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে তাই নিয়োগ প্রক্রিয়া একটু ভিন্ন। উভয় পদের ক্ষেত্রে প্রার্থীদের অবজেক্টিভ টাইপ পরীক্ষা দিতে হবে কিন্তু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ডিসক্রিপ্টিব টাইপ পরীক্ষাও দিতে হবে। এরপর অন্যান্য প্রক্রিয়া অবলম্বন করে প্রার্থীকে যাচাই করে নিয়োগ করা হবে। 

সেন্ট্রাল ব্যাংকে বিপুল ছেলে মেয়ে নিয়োগ, 23 জেলা থেকে আবেদন করুন – Central Bank Job Recruitment

 

আবেদন করার তারিখ সমূহ – এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে এবং অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। 

 

নিয়োগের দপ্তর : ইংলিশ বিভাগ, কলকাতা সিটি সিভিল কোর্ট

 

অবশ্যই আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিবেন – 

Official Notification Download 
Online Apply LinksClick Here

 

Bongo Sathi
Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.