রাজ্য পঞ্চায়েত দপ্তরে গ্রাম পঞ্চায়েতে VST কর্মী নিয়োগ, দৈনিক মজুরি মাসিক সাম্মানিক পাবেন – WB Govt VST Job Recruitment

WB Govt VST Job Recruitment : এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের দারুন সুসংবাদ। কেন রাজ্য সরকারের অধীনে ফের এক কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের কর্তৃক। বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে রাজ্যের এক বিডিও অফিসের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই কর্মীদের নিয়োগ করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে এক্ষেত্রে আবেদন করার সুযোগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য দারুন একটি সুখবর কেননা নিজের গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকার একটি কাজের সুযোগ দিচ্ছে। মহিলা পুরুষ নির্বিশেষে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। WB Govt VST Job Recruitment

wb govt vst job recruitment

নিয়োগের ধরন বা নিয়োগের দপ্তর :

এক্ষেত্রে পঞ্চায়েত দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং প্রার্থীদের নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতের অধীনে। তবে এই সমস্ত প্রার্থীদের যে কাজের জন্য নিযুক্ত করা হবে সেটি হলো ভেক্টর বোর্ন ডিজিস অর্থাৎ পতঙ্গ বাহিরে রোগ নিরাময়ের ক্ষেত্রে নিয়োগ করা হবে। আপাতত এক্ষেত্রে সামাজিক সম্পদ কর্মী ও ভলেন্টিয়াররা কাজ করে থাকে।

 

এবার প্রশ্ন হল কি পদে নিয়োগ করা হবে : 

এক্ষেত্রে সারা রাজ্য জুড়ে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে কর্মী নিয়োগ করা হয়েছে এবং নতুন করে ফের কর্মী নিয়োগের জন্য বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে শূন্য পদ জানিয়ে বিজ্ঞপ্তি ও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ভেক্টর সার্ভে টিম ( VST) পদে নিয়োগ করা হচ্ছে।

 

যোগ্যতা সমূহ : যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক সে সমস্ত প্রার্থীদের নিমুক্ত যোগ্যতা গুলি থাকতে হবে –

  • প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করার সুযোগ দেওয়া হবে। যদিও এক্ষেত্রে কোন যোগ্যতা সম্পর্কে উল্লেখ করা হয়নি তবে পূর্ববর্তী নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক পাশে প্রার্থীরা সুযোগ নিয়েছেন।
  • এক্ষেত্রে প্রার্থীদের জন্য কোন বয়স সীমা উল্লেখ করা হয়নি তবে সরকারের কাজের উপযোগী প্রার্থীদের অবশ্যই যথাযথ বয়স থাকতে হবে।
  • প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে যেখানে শূন্য পদ রয়েছে
  • এছাড়াও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন।

 

মাসিক সাম্মানিক বা দৈনিক মজুরি কত :

এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের পঞ্চায়েত দপ্তরের নির্ধারিত ও দৈনিক মজুরি ভিত্তিক সাম্মানিক দেওয়া হবে। দৈনিক ১৭৫ টাকা করে মাসে ৫,২৫০ টাকা দেওয়া হবে বিজ্ঞপ্তিতে দৈনিক মজুরি সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে।

Recruitment TypeContractual
Post NameVST
No Of PostVarious
Qualification10th/12th
Age LimitNot Mentioned
Application ModeOffline
Recruitment ProcessInterview

এক্ষেত্রে কিভাবে আবেদন জানানো যাবে :

আবেদন জানাতে প্রার্থীদের অফলাইনে আবেদন ফরম বা সেল্ফ ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে।

  • ডাউনলোড করতে পারবেন অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে অথবা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে
  • এরপর আবেদন ফরমটি প্রিন্ট আউট করে বের করে নিতে হবে
  • খালি ঘরগুলিতে যথাযথ তথ্য পূরণ করতে হবে
  • এরপর ওই আবেদন পত্রের যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে
  • সব ঠিকঠাক ভাবে পূরণ করার পর আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের পূর্বে জমা করতে হবে।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ : 

আবেদন করতে প্রার্থীকে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে যেমন –

  1. প্রার্থীর পার্মানেন্ট বাসিন্দা প্রমান সার্টিফিকেট যেমন পঞ্চায়েত প্রধান দ্বারা বাসিন্দা প্রমাণ
  2. প্রার্থীর অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ড থাকতে হবে
  3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস সমূহ
  4. বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড কিংবা জন্মতারিখ প্রমাণ সার্টিফিকেট
  5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  6. ব্যাংকের পাস বই

 

নিয়োগ পদ্ধতি কি হবে : 

প্রার্থীরা যোগ্যতা পরিপূর্ণ করলে এবং সফলভাবে আবেদন জানালে সে সমস্ত প্রার্থীদের জন্য আয়োজন করা হয় ইন্টারভিউ এবং পরবর্তীতে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।

 Read More :পূর্ব রেলে কলকাতা, হাওড়া সহ বিভিন্ন স্টেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ২৩ জেলা থেকে সুযোগ

জরুরী বিষয় সমূহ : 

  1. এক্ষেত্রে আবেদন করতে পারবেন সেই সকল প্রার্থী যারা কোন সরকারি সেক্টর কিংবা স্কিম কিংবা প্রোগ্রামের কাজে যুক্ত নেই।
  2. এছাড়াও অন্যান্য নিয়মাবলী জানতে অবশ্যই অফিসের নোটি ডাউনলোড করে দেখে নিন।

 

আবেদনপত্র জমা করার শেষ তারিখ : এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ দেওয়া হয়েছে ২৬-০৩-২০২৫ তারিখ।  ছুটির দিন বাদে বাকি সবদিনে আবেদনপত্র জমা করা যাবে এবং সরকারি কাজের সময়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।

 Read More : ওবিসি নিয়ে ফের হাইকোর্টে নতুন কেস! শান্তি নেই রাজ্য সরকারের – WB OBC Court Case Update

আবেদন করা পূর্বে প্রার্থীর অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিবেন। নিচে অফিসে নোটিশ ডাউনলোড লিংক দেওয়া হল।

অফিসিয়াল নোটিশ ডাউনলোড 
আবেদন পত্র ডাউনলোড

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button