রাজ্য সরকার কর্মীদের বকেয়া DA মামলার তারিখ ঘোষণা, আগাম জানাল সুপ্রিম কোর্ট

WB Employees Da case in Supreme court

WB DA Update :পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আপডেট আসতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য ফের একবার সুপ্রিমকোর্টে DA মামলার শুনানি উঠতে চলেছে। যদিও রাজ্য সরকারি কর্মীরা দিয়ে নিয়ে বহুদিন ধরে মামলার সঙ্গে জড়িত রয়েছেন তবে ধীরে ধীরে সে মামলা দুর্বলতার কবলে পড়তে চলেছে। এদিকে যদিও রাজ্য সরকারি কর্মীরা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের চক্কর কাটছেন অন্যদিকে কেন্দ্র সরকারের তরফে অষ্টম পে কমিশন সহ বকেয়া দিয়ে দিতে চলেছে আগামী বছর থেকে। 

wb employees da case in Supreme court

যেখানে আগামী বছর থেকে কেন্দ্র সরকার থেকে কর্তৃক অষ্টম পে কমিশন গঠন করতে চলেছে এবং জানুয়ারি মাস থেকে সেটা লাগু করতে চলেছে। অনাদিকে রাজ্য সরকার তো সপ্তম পে কমিশন দেওয়া পরের কথা বকেয়া ডিএ নিয়ে বহুদিন ধরে সরকারি চাকরিজিবিদের ঝুলিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চললেও প্রায় ১৪ বার এই মামলার শুনানি সময়ের অভাবে পিছিয়ে পড়েছে। ঠিক এই কারণে অনেকটাই হতাশায় ভুগছেন সরকারি কর্মচারীরা। 

 

বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে 

তবে রাজ্য সরকারি কর্মীদের জন্য অবশেষে হয়তো এই মামলার শুনানি হতে চলেছে অতি শীঘ্রই। জানা গিয়েছে চলতি মাসের ২৫ তারিখ সুপ্রিম কোর্টের ফের একবার এই মামলার শুনানি তারিখ ধার্য করা হয়েছে। ঐদিন সময় মত মামলা উঠলে মামলার শুনানি হতে পারে এমনটাই জানা যাচ্ছে। 

 

বকেয়া ডিএ-র

WB DA Arrear Update : ২৫% নয়! লাগবে ১০০% ডিএ, হারবে রাজ্য বিরাট পদক্ষেপ কর্মীদের

বর্তমান অবস্থা :

এদিকে রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন অফ রাজ্য সরকার এমপ্লয়িজ সংগঠনের সাধারণ সম্পাদক মলয় বাবু জানিয়েছেন যে, এডভান্স লিস্ট অনুযায়ী ৯৫ নম্বরে এই মামলা লিস্ট হয়েছে এবং ১ থেকে ৭৬৮ পর্যন্ত সিরিয়াল অনুসারে ৯৫ তে এই শুনানির সময় এসেছে। এবারে ফাইনাল কজ লিস্টের অপেক্ষা করতে হবে, ওই দিনের শুনানির আরও বিস্তারিত তথ্য জানার জন্য।

 

কেন্দ্র সরকারি মহলে খুশির বার্তা 

রাজ্য সরকারি কর্মীরা যেখানে সপ্তম পে কমিশনের দাবি জানাচ্ছেন সেখানে কেন্দ্র সরকারের কর্মীরা আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে পেতে চলেছেন অষ্টম পে কমিশন অনুযায়ী বেতন। এই কারণে কেন্দ্র সরকারি কর্মীদের এক ধাক্কায় বহু গুণ বেতন বাড়তে চলেছে এমনটাই

EV Battery: ৫ মিনিটেই ফুল চার্জ, ৩০০০ কিমি রেঞ্জ! বাজারে আসছে হুয়াইয়ের ইভি ব্যাটারি

জানা গিয়েছে। যেখানে এই রাজ্যে সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন এখনো পর্যন্ত লাভ করা হয়নি। 

 

রাজ্য সরকারি কর্মীদের সপ্তম পে কমিশন? 

রাজ্য সরকারি কর্মীর আপাতত ষষ্ঠ পে কমিশন অনুযায়ী মাসিক বেতন পাচ্ছেন এবং সাম্প্রতিক রাজ্য সরকার করতে ৪ শতাংশ দিয়ে বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে কিছুটা বেতন বৃদ্ধি হলেও রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ এখনো কমেনি। তাদের দাবি অবিলম্বে তাদের সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন দিতে হবে এবং সঙ্গে কেন্দ্র সরকারের হারে সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। এছাড়াও বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টে তাদের মামলা চলছে। 

 আরও পড়ুন :মহিলারা পাবেন মাসিক ৭০০০ টাকা! এলআইসির এই স্কিম দেখেনিন – LIC Scheme

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.
Back to top button
Join Telegram Join WhatsApp