রাজ্যে সরকারি হোস্টেলে কর্মখালি! সুযোগ পেলে প্রতিমাসে ১৫০০০ পাবেন- WB Govt Published Notice

WB Govt Published Notice For Unemployment :  রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য অবশেষে দারুণ সুসংবাদ আসলো। বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মখালি পূরণের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে এক্ষেত্রে রাজ্যের সরকারি হোস্টেলে এই কর্মখালি রয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে সুযোগ নিতে পারবেন তবে উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। ছেলে ও মেয়ে উভয়ে এই সুযোগে অংশগ্রহণ নিতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। 

Wb govt published notice

পদের নাম সমূহ : 

এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে সুপারিন্টেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। 

 

নিয়োগের স্থান : 

রাজ্যের অনগ্রসর ও আদিবাসী উন্নয়ন দপ্তরে এই সুযোগ দেওয়া হবে। 

 

বয়সসীমা : এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য সর্বনিন্ম বয়স ২১ বছর এবং সর্বাধিক বয়স ৪০ বছর নির্ধারন করা হয়েছে। বয়স গগনা করা হবে ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী। অবশ্যই সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। 

 

মাসিক বেতন : এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে ১৫,০০০ টাকা। 

 

শিক্ষাগত যোগ্যতা :

যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য। 

Recruitment By District Backward and Tribal Development Department
Post NameSuperintendent
Age Limit21-40 ( Age Relaxation As Per Govt Rule)
QualificationAny Graduate
Application ModeOnline
Recruitment ProcessWritten And Interview

 

আবেদন পদ্ধতি

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে প্রথমে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। 

  • এরপর আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর জরুরি সমস্ত তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে।
  • এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ হলে জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জেনে নিবেন তারপর আবেদন করবেন।
  • সবশেষে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করতে হবে।
  • বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন। 

 

আবেদন করার তারিখ সমূহ : এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ১৭-০৪-২০২৫ পর্যন্ত। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন। 

স্টেট ব্যাংক দিচ্ছে ৫০ হাজার পর্যন্ত স্কলারশিপ, সুযোগ হাতছাড়া করবেন না- SBI Bank ASHA Scholarship

 

নিয়োগ প্রক্রিয়া

এক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন তাদের নিয়োগ করা হবে মূলত দুই ধরনের প্রক্রিয়া অবলম্বন করে। প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ এর মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে। 

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে।

অফিসিয়াল নোটিশ ডাউনলোড 
অনলাইন আবেদন  ভিজিট করুন 

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button