গরমের ছুটি নিয়ে নয়া নির্দেশ! জানুন শিক্ষা দপ্তরের নতুন গাইডলাইন – WB Summer Vacation New Update

WB Summer Vacation New Update:  এবারের গ্রীষ্ম যেন আলাদা কিছু! দিনের শুরুতেই সূর্যের তেজ, আর দুপুরে বের হলে যেন আগুন ঝরছে আকাশ থেকে। শহর হোক বা গ্রাম—সব জায়গাতেই একটা অস্বস্তিকর পরিবেশ। এরই মাঝে শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর ছিল গরমের ছুটি। তবে প্রশ্ন উঠছে, এই ছুটি কতদিনের জন্য? কবে আবার স্কুল খুলছে? এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া প্রয়োজন?

WB Summer Vacation New Update

সম্পর্কিত পোস্ট

এক রিচার্জে সারা বছর আনলিমিটেট পরিষেবা জিও-র, অফার হাতছাড়া নয়! Jio 1 Yaer Unlimited Offer 2025

গরমে ছুটির প্রয়োজনীয়তা কেন?

প্রতি বছরই গ্রীষ্মকালে কিছু নির্দিষ্ট সময়ের জন্য স্কুল বন্ধ রাখা হয়। এর মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা, কারণ অত্যধিক গরমে ক্লাস করা শুধু কষ্টকর নয়, ক্ষতিকরও। অনেক সময় ডিহাইড্রেশন, হিট স্ট্রোক এমনকি অসুস্থতার ঝুঁকিও থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় প্রশাসন আগেভাগেই সিদ্ধান্ত নেয় ছুটি দেওয়ার।

কবে থেকে কবে পর্যন্ত গরমের ছুটি?

সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকার-অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় এপ্রিলের শেষে, অর্থাৎ ৩০ এপ্রিল ২০২৫-এর পর থেকে। প্রথমে ছুটির মেয়াদ নিয়ে কিছু অস্পষ্টতা থাকলেও শেষ পর্যন্ত জানানো হয়েছে—আগামী ৩১ মে পর্যন্ত ছুটি চলবে। এরপর ১ জুন রবিবার, আর ২ জুন সোমবার থেকে ফের স্কুলে শুরু হবে নিয়মিত পঠনপাঠন।

ছুটি শেষে পড়াশোনায় ফেরার প্রস্তুতি

লম্বা ছুটির পর ক্লাসে ফেরার একটা মানসিক প্রস্তুতি থাকা দরকার। বিশেষ করে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাঁরা আগামী বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাঁদের জন্য এই সময়টাই হলো সিলেবাস কভার করার সবচেয়ে ভালো সময়। তাই ছুটি কাটালেও পড়াশোনাকে অবহেলা করা একদম উচিত নয়।

  • ছুটি চলাকালীন প্রতিদিন অন্তত ২ ঘণ্টা পড়াশোনার রুটিন রাখা উচিত।
  • স্কুল থেকে প্রজেক্ট বা হোমওয়ার্ক দেওয়া হয়ে থাকলে, তা আগেভাগেই সম্পূর্ণ করে নেওয়া ভাল।
  • প্রয়োজন হলে অনলাইন ক্লাস বা ইউটিউব চ্যানেল ব্যবহার করে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি ঝালিয়ে নেওয়া যেতে পারে।

শিক্ষকদের চিন্তা: ছুটির প্রভাব

ছুটি যতই দরকারি হোক, কিছু শিক্ষকদের মতে এটি পড়াশোনায় প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায়, ছাত্রছাত্রীরা দীর্ঘ সময় পর ক্লাসে ফিরে ফোকাস ধরে রাখতে পারে না। সিলেবাস শেষ করাও তখন কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যেহেতু ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিকে নতুন মূল্যায়ন পদ্ধতি চালু হচ্ছে, তাই চলতি বছরের প্রস্তুতিই অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তৃতীয় সেমেস্টার পরীক্ষা এবার সেপ্টেম্বর মাসে হবে বলে জানা গেছে। ফলে ছুটির সময়টাই হল সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়।

পরিবর্তিত আবহাওয়ায় শিক্ষা ব্যবস্থার রূপান্তর

আবহাওয়ার পরিবর্তনের ফলে শিক্ষার ক্ষেত্রেও কিছু রূপান্তর আসছে। যেমন:

  1. অনলাইন হোমওয়ার্ক বা প্রজেক্টের মাধ্যমে ছুটির সময় পড়াশোনার সংযোগ বজায় রাখা।
  2. স্কুলে ফিরে পড়ুয়াদের মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য কাউন্সেলিং সেশন।
  3. ছুটির শেষে দ্রুত পাঠ্যসূচী সম্পূর্ণ করার জন্য রিভিশন ক্লাসের আয়োজন।

পড়ুয়াদের জন্য ৫টি প্রয়োজনীয় টিপস

  • ছুটি চলাকালীন একটি দৈনিক রুটিন মেনে চলা জরুরি।
  • সকাল সকাল উঠে হালকা পড়াশোনা করলে মনও ফ্রেশ থাকে।
  • খুব গরমে বাইরে যাওয়া এড়িয়ে চলুন, শরীর সুস্থ রাখুন।
  • যতটা সম্ভব জল ও ফলমূল খান।
  • ছুটি শেষ হওয়ার আগে সমস্ত হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট শেষ করে রাখুন।

এবারের গরমের ছুটি অনেকটাই লম্বা হলেও, তা শেষের দিকে। আর কিছুদিন পরই শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরবে। তাই এখনই সময় নিজেকে প্রস্তুত রাখার। যারা অলস সময় কাটিয়েছে, তারা এখন থেকেই রুটিনে ফিরে আসুন। কারণ এই সময়টাই ভবিষ্যতের ভিত তৈরি করার শ্রেষ্ঠ সময়। রাজ্যের শিক্ষা দপ্তর যদিও এখনো নতুন করে কোনো ছুটি ঘোষণা করেনি, তবে ২ জুন থেকে স্কুল খোলার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

আপনার সন্তান বা পরিবারের ছোটদের প্রস্তুত করে তুলুন নতুন সেশনের জন্য। কারণ শিক্ষা জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান।

পশ্চিমবঙ্গে বিদুৎ সংস্থায় নানা কাজে বহু কর্মীখালি পূরণ, অবিলম্বে সুযোগ নিয়ে ফেলুন – WBPDCL New Opportunity for aspirants

আরও পড়ুন

৫,০০০ টাকা কমে Oneplus CE 4 5G ঘরে আনুন! দারুণ অফার হাতছাড়া করবেন না, বিস্তারিত পড়ুন

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button
Join Telegram Join WhatsApp